চাঁদনী রাতের দৃশ্য || ডিজিটাল আর্ট (24)|| ১০% for @shy-fox 🦊
আজ ০৬-ভাদ্র-১৪২৯ বঙ্গাব্দ
- Mobile
- PixalLab আ্যাপস
- Pixabay এখান থেকে ফ্রী png images নিয়েছি
- প্রথমে আমি PixalLab অ্যাপস চালু করি, এরপর সেখানে অনেক গুলো ব্যাকগ্রাউন্ড সাইজ ছিলো, সেখান থেকে আমি 3.2 ব্যাকগ্রাউন্ড সিলেট করি।
- এরপর আমি কালার ঠিক করে নিলাম, উপরে কালো এবং নিচে হালকা নীল কালার সিলেট করে নিলাম।
- এরপর ব্রাশের সাহায্যে আমি নিচের অংশে কালো করে নিলাম।
- এরপর আকাশের মধ্যে আমি একটি মিষ্টি চাঁদ আর্ট করে নিলাম।
- এরপরে আমি চিত্রটির দুই পাশে ঘাসের গাছ আর্ট করে নিলাম।
- এরপর পরে গেলারি থেকে একটি ফ্রী গাছের png যুক্ত করে নিলাম।
- এরপর দূরের দৃশ্যের জন্য ব্রাশ দিয়ে একটি পাহাড় আর্ট করলাম এবং সুন্দর করে সেট বসিয়ে দিলাম।
- এরপরে একটি পরিবারের png যুক্ত করে নিলাম।
- এরপরে চাদনী রাতের আকশের কিছু তারা আর্ট করে নিলাম।
- এরপর আর্টির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি এবং আর্টি save করে নিলাম।
- প্রিয় বন্ধুরা এই ছিলো চাঁদনী রাতের দৃশ্য আর্ট, আশা করি ডিজিটাল আর্টি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।
💞-খোদা হাফেজ-💞
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
চাঁদনী রাতের খুবই সুন্দর একটি দৃশ্য ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে।। আপনার প্রস্তুত করার ডিজিটাল চিত্রগুলা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।।
আপনি অনেক সুন্দর একটি চাঁদনী রাতের ডিজিটাল আর্ট অঙ্কন করেছেন যা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় অসাধারণ ছিল আপনার চাঁদনী রাতের ডিজিটাল আর্ট। খুব সুন্দর ভাবে দক্ষতা সহকারে আমাদের মাঝে এই আর্ট অঙ্কন করে উপস্থাপনা করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
চাঁদনী রাতের দৃশ্য টা অসম্ভব সুন্দর হয়েছে।এই ধরনের ডিজিটাল আর্ট আমার কাছে ভিশন ভালো লাগে। খুবই যত্ন করে আর্ট টি করেছেন যা দেখে বোঝা যাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।
অসাধারণ হয়েছে আপনার আর্ট টি ভাইয়া। চাঁদনী রাতের এমন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর আর্ট করেছেন যা বলার বাহিরে। গাছটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর করে চিকন চিকন ডাল দিয়েছেন। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট।
আপনার তৈরি করার চাঁদনী রাতের ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট করার পাশাপাশি ধাপ গুলি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
চাঁদনী রাতের দৃশ্য ডিজিটাল আর্ট চমৎকার হয়েছে ভাইয়া। অনেকদিন পর আপনার ডিজিটাল আর্ট দেখে ভালো লাগলো। ডিজিটাল আর্ট তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদনী রাতে অনেক চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন বিশেষ করে চাঁদ এবং মানুষের দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর এই অঙ্কন শেয়ার করার জন্য ধন্যবাদ।
চাঁদনী রাতে চাঁদের আলোয় দাড়িয়ে ছোটখাট সুন্দর একটি পরিবার। চমৎকার একটি দৃশ্য। দারুণ করেছেন ডিজিটাল আর্টটা ভাই। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।।
চাঁদনী রাতের অসাধারণ ডিজিটাল আর্ট করেছেন এরকম দৃশ্য গুলো দেখতে ভালো লাগে। আর এইরকম দৃশ্যের ভিতরে বসে থাকতেও ভাল লাগে। দারুন ছিল আপনার এই ডিজিটাল আর্ট।
ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।