হ্যল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ১৮ই বৈশাখ / ১৪২৯ বঙ্গাব্দ
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আপনার মাঝে একটি ডিজিটাল আর্ট করতে যাচ্ছি, সন্ধ্যা বেলার সময়টি অনেক সুন্দর এবং মায়াবী একটি মুহূর্ত, সারাদিন রাজা হলো সন্ধ্যা বেলা, সেই সন্ধ্যা বেলায় যদি কাংখিত মানুষটি পাশে থাকে তাহলে সেই মুহূর্তটি ভুলার মত না, তো বন্ধু আমি এরকমই একটি ডিজিটাল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করি আমার ডিজিটাল আর্টটি, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার ডিজিটাল আর্টটি দেখে নেওয়া যাক।
- Mobile
- IbisPaint x আ্যাপস
- Pixabay এখান থেকে ফ্রী png images নিয়েছি
প্রথমে আমি ibisPaint x অ্যাপস চালু করি, এরপর my gallery ক্লিক করি এবং সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, এবং সেটির সাইজ দেই ১০০০× ৬৯২ পিক্সেল। |
এরপরপ আমি নিচের মাঝখানেট অপশনে ক্লিক করে কালার গুলো সেলেট করে নিলাম, এরপর brush এর মধ্যমে কালার গুলো ফুটিয়ে তুললাম। |
এরপরে আমি সব কালার গুলো ফিনিশিং করে নিলাম। |
এরপরে আমি কিছু ঘাসের পিক এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাটির অংশে লাগিয়ে নিলাম। |
এরপরে সুন্দর করে ধাপে ধাপে একটি সূর্যাস্ত আর্ট করে নিলাম। । |
এরপর আমি একটি গাছের png এ্যড করে নিলাম দিলাম এবং সুন্দর করে ডান সাইটে গাছটি বসিয়ে দিলাম। |
এরপর আমি একটি রোমান্টিক কপালের পিক নিয়ে আসি এবং পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর্টটির মাঝখানে সুন্দর করে বসিয়ে দিলাম। |
এরপরে আকাশে কয়েকটি গৃহে ফিরে যাওয়া পাখি আর্ট করি এবং নিচে গাছির সাথে একটি সাইকেল রেখে দিলাম, মুলত সাইকেলটি এদেরই ছিলো। |
আমার ডিজিটাল আর্টি হয়ে গেলে আমি আর্টির নিচে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি, এবং আর্টি save করে নিলাম। |
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের সন্ধ্যা বেলার রোমান্টিক দৃশ্যের ডিজিটাল আর্ট, আশা করি আমার ডিজিটাল আর্ট আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইলো।
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
এক খথায় অসাধারণ ছিলো আপনার রোমান্টিক দৃশ্যটি। দেখেই মনে হচ্ছে পুরো বাস্তব সন্ধ্যায়বেলায়।আপনার জন্য শুভ কামনা রইল।
ডিজিটাল আর্ট গুলো দেখতে এমনিই অনেক ভালো লাগে। এগুলো আমি কখনো করিনি। চেষ্টাও করেনি। মনে হয় আমি আর্টগুলো করতে পারব না। একবার চেষ্টা করে দেখব। আপনার আর্ট টি সুন্দর হয়েছে ভাইয়া।
ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল।
ভাই আপনি তো দেখছি ভালই রোমান্টিক একজন মানুষ।সন্ধাবেলার রোমান্টিক দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার থেকে ডিজিটাল আর্ট শিখতে হবে।কারণ ফোন দিয়েও যে ডিজিটাল আর্ট সম্পন্ন করা যায় সেটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।
diy পোস্ট করার পাশাপাশি আপনি অনেক সুন্দর ডিজিটাল আর্ট রতে পারেন। আপনার প্রতিটি ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। সন্ধ্যা বেলায় রোমান্টিক ডিজিটাল দৃশ্য দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এত সুন্দর ডিজিটাল দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সন্ধ্যা বেলার রোমান্টিক দৃশ্য অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। এধরনের ডিজিটাল আর্ট গুলো আমার ভিশন ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনি তো দেখছি অসাধারণ ডিজিটাল আর্ট করেন। আপনার ডিজিটাল আর্ট দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে আগে থেকেই ডিজিটাল আর্ট অনেক ভালো লাগে আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ওয়াও এত অসাধারণ একটা দৃশ্য অংকন করলেন দেখে তো মনে হচ্ছে বাস্তবিক কোন জায়গা। বিশেষ করে সূর্যাস্তের কলার কম্বিনেশন এত অসাধারণ হয়েছে কি বলব। তাছাড়া গাছের নিচে সাইকেলটা রাখাতে দেখতে বেশ দারুন দেখাচ্ছে। আমাদের মাঝে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
গোধূলির সময়কার দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে অঙ্কন করে দেখিয়েছেন। আপনার সৃজনশীলতা ও দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুব নিপুণভাবে গোধূলির সময় কা দৃশ্য আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটা ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ডিজিটাল আর্ট দেখে শুধু ভালোলাগা নয় ভাইয়া রীতিমতো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনার ডিজিটাল আর্টে একটি সূর্য, একটি গাছ, একটি রোমান্টিক কাপলের পিক, কয়েকটি গৃহে ফিরে যাওয়া পাখি সেইসাথে গাছের নিচে একটি সাইকেল, সবমিলিয়ে খুবই মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন এই চিত্রে। অসম্ভব সুন্দর এই ডিজিটাল আর্ট কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি সন্ধ্যাবেলা রোমান্টিক দৃশ্য দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম।আপনি অনেক সুন্দর ভাবে একটু সন্ধ্যাবেলা রোমান্টিক দৃশ্য তুলে ধরেছেন। যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।