হ্যল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ১১ই বৈশাখ / ১৪২৯ বঙ্গাব্দ
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।

আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আপনার মাঝে আবারও একটি ডিজিটাল আর্ট করতে যাচ্ছি, সন্ধ্যা বেলা কার না ভালো লাগে, সারাদিনের মধ্যে আমার জানা মত সন্ধ্যা বেলাটাই সবার কাছে বেস্ট মুহূর্ত, আর সেই মুহূর্তাটে যদি প্রিয় মানুষটি কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাই বলে কিন্তু আমার সাথে এমন ঘটনা কখনো ঘটেনি, জাস্ট আমার মনের আবেগ থেকে কথাটি বলেছি, যাই হোক এমন মুহূর্ত গুলো আমার কাছে খুবই প্রিয় তাই আমার ভালো লাগাটা ডিজিটাল আর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার ডিজিটাল আর্টটি আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমার ডিজিটাল আর্টটি দেখে নেওয়া যাক।

- Mobile
- Pixellap আ্যাপস
- Pixabay এখান থেকে ফ্রী png images নিয়েছি


প্রথমে আমি pixelleb অ্যাপস চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, এবং সেটির সাইজ দেই 16.9 পিক্সেল। |


এরপরপ আমি আর একটি লেয়ার তৈরি করে এবং আকাশ তৈরি করার জন্য উপরের দিকে হালকা কমলা কালার এবং নিচের দিকে কলো কালার করে নিলাম |



এরপরে draw অপশনে গিয়ে আমি নিচে মাটির অংশ টুকু আর্ট করে নিলাম, এবং সেটি কালো কালার করি এবং সুন্দর করে নিচের দিকে বসিয়ে দেই। |


এরপরে গেলারি থেকে একটি গাছের png নিয়ে আসি এবং আর্টটির বাম পাশে বসিয়ে দেই, মুলত ডিজিটার আর্ট করার আগে আমি কয়েকটি ফ্রী png ডাইনলোড করে রাখছিলাম। |


এরপরে আমি আরো একটি গাছের png নিয়ে আসি এবং color অপশনে গিয়ে কালো কালার করে নেই, এবং আর্টটির ডাইন পাশে গাছটি বসিয়ে নিলাম। |


এরপরে shapes অপশনে ক্লিক করে আমি একটি চাঁদ তৈরি করার জন্য প্রথমে একটি বৃত্ত তৈরি করে নিলাম। |


এরপরে আমি একটি হলুদ কালারের চাঁদ তৈরি করে নিলাম এবং চাঁদটি গাছের পিছনে বসিয়ে দিলাম। |


এরপর পারে আমি একটি সাইকেল এর png এ্যড করে নিলাম, মুলত এটি একটি মেয়ের সাইকেল। |



এরপরে গাছ দু'টির মাঝখানে একটি কাপলের png বসিয়ে দেই, এবং মাথার উপর ছোট ছোট দুটি লাভ বসিয়ে দেই। |



এরপরে আমি আরো একটি সাইকেল এর png নিয়ে আসি এবং গাছের কাছে সবাইকেটি বসিয়ে দেই, মুলত এটি ছেলেটির সাইকেল। |



এরপরে আকাশের দিকে আমি কয়েকটি পাখির png এড করে নিলাম, ডিজিটাল আর্টটি দেখতে এখন ভালোই লাগতেছে। |


আমার ডিজিটাল আর্টটি হয়ে গেলে স্বাক্ষর হিসাবে আর্টির নিচে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি, এবং আর্টটি save করে নিলাম। |



তো বন্ধুরা এই ছিলো আমার আজকের সন্ধ্যা বেলার রোমান্টিক দৃশ্যের ডিজিটাল আর্ট, আশা করি আমার ডিজিটাল আর্টটি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইলো।



আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।





Best Regards:-
@rubayat02
আপনার তৈরি করা ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এতো সুন্দর একটা রোমান্টিক দৃশ্য আর্ট করেছেন অসাধারণ হয়েছে। ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ডিজিটাল আর্ট পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইল
আপনার তৈরি করা ডিজিটাল আটটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার ডিজিটাল অংকন গুলো দেখে আমার খুবই ভালো লাগে। আর রোমান্টিক দৃশ্য সত্যিই অসাধারন দেখতে, আপনার ডিজিটাল অংকনটি আজকে আমার খুবই ভালো লেগেছে।
ব্যপারটা না ঘটে ও যেভাবে বর্ননা দিলেন,আর যদি ঘটতো তাহলে তো কথাই নাই😜😜। যাই হোক সত্যিই সন্ধ্যার এই ডিজিটাল আর্ট বেশ সুন্দর করে এঁকেছেন।প্রতিটি ধাপ ও সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
অসাধারণ একটা রোমান্টিক দৃশ্য দেখলাম, দিন দিন আপনি ডিজিটাল আর্টে একজন দক্ষ আর্টিস্ট হয়ে যাচ্ছেন, সন্ধ্যা বেলার এই রোমান্টিক বিষয়টি সত্যিই অসাধারণ ছিল।
আপনার ডিজিটাল আর্টটি সত্যিই রোমান্টিক হয়েছে। ১০ নম্বর দৃশ্যে আমি মানুষ দুটোর উপরে সাইকেলটি দেখে কিছুটা অবাক হয়েছিলাম। পরে বুঝতে পারলাম যে সাইকেলটি গাছের কাছে রাখা হয়েছে। ডিজিটাল আর্ট করার ব্যাপারে আপনার দক্ষতা যথেষ্ট ভালো। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আজকে এপর্যন্ত আসতে পেরেছি শুধু মাত্র আপনাদের ভালোবাস পেয়ে, এভাবে আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ভাইয়া, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
গোধূলি সন্ধ্যার একজোড়া কাপলের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর হয়েছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹
ভাইইয়া আপনি খুব সুন্দর করে সন্ধ্যাবেলার একটি রোমান্টিক ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পাখি উড়ে যা দৃশ্যটি সত্যি অসাধারণ লাগছে ভাইয় পাশে ছিল গাছ। সব মিলিয়ে খুব সুন্দর একটি রোমান্টিক আর্ট আপনি আমাদের মাঝে উপস্থিত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল।
সন্ধ্যাবেলা রোমান্টিক দৃশ্য ডিজিটাল আর্ট সত্যিকার অর্থেই অনেক অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ডিজিটাল আর্টগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার ডিজিটাল আর্ট দেখেও আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। খুবই দক্ষতার সাথে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট সম্পন্ন করতে পেরেছেন। সন্ধ্যাবেলা রোমান্টিক দৃশ্য অংকন এর প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও খুবই দারুন আর্ট করছেন আমার কাছেও এই এপ্স আছে কিন্তু আমি তার সঠিক ব্যবহার জানি না ।তাই আর আর্ট করতেও পারি নায়,তবে আপনার মাধ্যমে শিখে নিলাম,ধন্যবাদ