হ্যল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম/ আদাব
আজ ২১ই বৈশাখ / ১৪২৯ বঙ্গাব্দ
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে একটি সুস্বাদু বেলের জুস রেসিপি শেয়ার করতে যাচ্ছি।
বেল এবং কলা দিয়ে সুস্বাদু জুস রেসিপি। |
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আপনার মাঝে বেল দিয়ে জুস তৈরি পরার পদ্ধতি নিয়ে হাজির হয়েছেি, বেলের জুস প্রায় সনাই তৈরি করতে পারে, তারপরেও যারা তৈরি কতে পারে না তাদের জন্য এই পোস্টি কাজে আসবে, বেলের জুস কিন্তু এই গরলে শরীরের অনেক উপকারী, আপনি চাইলে খুব সহজেই আপনার বাসায় ট্রাই করতে পারেন, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক।
এখন আমি নিচের ধাপ অনুযায়ী আমি বেলের জুস তৈরি করবো। |
প্রথমে আমি বেলটি ফাটাইলাম এরপর সুন্দর করে বেলের ভিতরের অংশ গুলো একটি প্রিজে তুললাম। |
এরপর আমি সেই বেল গুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। । |
এরপরে আমি দুধ গুলো একটি বাটিতে ঢেলে নিলাম। । |
এরপর আমি ব্লেন্ডার মেশিনে দুধ গুলো ঢেলে দিলাম এবং মেশিন চালু করে দিলাম। |
এরপরে আমি একটু পরে জুস গুলোতে চিনি দিয়ে দিলাম। |
এরপরে আমি কলা গুলো জুস গুলোতে দিয়ে দিলাম। |
এরপর আমি ব্লেলেন্ডার মেশিন চালু করে দেই একটু পরে আমার জুস তৈরি হয়ে যায়। |
এরপরে জগ থেকে আমি একটি গ্লাসে জুস নিয়ে নিলাম। |
এই ছিলো আমার আজকের বেলের জুস রেসিপি্ , আশা করি আপনাদের ভালো লেগেছে, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
বেল এবং কলা দিয়ে জুস তৈরি একদমই অসাধারণ এবং ইউনিক একটা পোস্ট। আসলে আপনার প্রতিদিনের পোস্ট অনেক ভালো হয়। আজকের এই জুস দেখে খুবই লোভনীয় লাগছে। আপনার তৈরি করা জুস অনেক ভাল ছিল এবং যে কেউ তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।
বেল এবং কলা দিয়ে আপনি খুবই চমৎকার একটি জুসের রেসিপি শেয়ার করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগে বেলের শরবত দেখেছি। কিন্তু এতে কখনো কলা দিতে দেখিনি ।আপনার রেসিপি টি আমার কাছে ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
বেলের জুস জীবনে অসংখ্যবার খেয়েছি কিন্তু বেল আর কলা দিয়ে তৈরি জুস এই প্রথম দেখলাম। মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ
বেলের জুস খেয়েছি কিন্তু কখনো বেল এবং কলা একত্রে জুস বানিয়ে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে হবে এই জুস। বেল আসলেই এই গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমিতো এই গরমে বেলের জুস খেতে খুবই পছন্দ করি। বেশ চমৎকার হয়েছে আপনার এই পোস্টটি, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।
বাহ দারুন শরবত বানিয়েছেন ভাই।এই সময় ভারী খাওয়া দাওয়ার পর বেশ কাজে দিবে এই শরবত।আর বেলের শরবত এমনিতেই পেটের জন্য বেশ উপকারী😍
দুধ দিয়ে বেলের জুস খাইছি কিন্তু বেলের সাথে কখনো কলা মিক্স করি নায়,আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক বেশী স্বাদের ছিল। ধন্যবাদ ভাই মজার রেসিপি শেয়ার করার জন্য।শুভ কামনা রইল
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া বেলের জুস কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে গরমের দিনে আমরা এই ধরনের জুস খুব বেশি পরিমাণে খেয়ে থাকি। আপনি আজকে খুবই সুন্দর ভাবে বেল এবং কলা একত্রিত করে জুস তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।
বেলের শরবত যেমন সুস্বাদু তেমনি পুষ্টিমানসম্পন্ন। বেলের শরবত আমি অনেকবার খেয়েছি খেতে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু বেল কলা ও দুধ একসঙ্গে মিক্সার করে কখনো শরবত বানানো হয়নি। আপনি খুব চমৎকার করে ভিন্ন রকম একটি বেলের শরবত রেসিপি আমাদের মধ্যে শেয়ার করেছেন। বেল কলা ও দুধ এর সমন্বয়ে শরবতের রেসিপি টি খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। ধন্যবাদ।
বেলের জুস আমাদের শরীরের জন্য অনেক ভালো আমি একবার ডক্টর কাছে গিয়েছিলাম এবং আমার একটু পেট খারাপ ছিল। সেদিন ডক্টর বলেছিলেন আপনি বেশি করে বেলের জুস খেতে পারেন এতে আপনার পেটের সমস্যাগুলি ভালো হয়ে যাবে । সেদিনও বুঝতে পেরেছিলাম বেলের জুস এর গুরুত্ব কতখানি। আপনার তৈরি করা বেলের শরবত টা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে।
লেবু এবং কলার জুস থেকে সুস্বাদু মনে হচ্ছে, তাই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার ভাবে জুস রেসিপি তৈরি করলেন। আপনার জন্য রইল শুভকামনা।