DIY" এসো নিজে করি - রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি


IMG_20220302_214208-01.jpeg

আজ আমি আমার পরিবারের মানুষদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট ডিজাইন শেয়ার করতে যাচ্ছি, আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলেরই ভালো লাগবে, আমি জানি এখানে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে এবং এটি আমি বিশ্বাস ও করি, এর সাথে এটাও মানি যে তাদের কাছে এটি একটি সামান্য জিনিস, তারপরেও আমি আশা বাদি যে সকলের নিকট আমার ওয়ালমেট্টি ভালো লাগবে, আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে বিভিন্ন জিনিস তৈরি করে হাজির হয়, ঠিক তেমনি ভাবে আজকে একটি ওয়ালমেট নিয়ে হাজির হয়েছি, তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আমি ওয়ালমেট্টি তৈরি করেছি।

প্রয়োজনী উপকরণ


IMG_20220302_195602-01.jpeg

  • কয়েকটি রঙিন পেপার
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • কয়েকটি রঙিন পুঁতি
  • একটি পেন্সিল

ধাপঃ—০১


IMG_20220302_195638-01.jpeg

IMG_20220302_195707-01.jpeg


IMG_20220302_195741-01.jpeg

প্রথমে আমি কয়েকটি হলুদ কাগজ কেটে নেই, এবং সেই কাগজ গুলো এদিক ওদিকে করে মুড়িয়ে নেই, এরপর একটি ফুলের মত তৈরি করে নেই।

ধাপঃ—০২


IMG_20220302_195759-01.jpeg

IMG_20220302_195815-01.jpeg


IMG_20220302_195833-01.jpeg

অনূরুপ ভাবে হলুদ কাগজ গুলোর মত করে আমি নীল রঙের কাগজ গুলোও মুড়িয়ে নেই।

ধাপঃ—০৩


IMG_20220302_195919-01.jpeg

IMG_20220302_195943-01.jpeg


IMG_20220302_200418-01.jpeg

এরপর সবুজ রঙের কাগজ দিয়ে আমি কয়েকটি পাতা তৈরি করে নেই।

ধাপঃ—০৪


IMG_20220302_200503-01.jpeg


IMG_20220302_200521-01.jpeg

এরপর সাদা কাগজ দিয়ে আমি কয়েকটি ফুল তৈরি করি।

ধাপঃ—০৫


IMG_20220302_200554-01.jpeg

IMG_20220302_200614-01.jpeg


IMG_20220302_200636-01.jpeg

এরপর একটি শক্ত কাগজ গোল করে কেটে নেই, এবং বেগুনি রঙের কাগজ দিয়ে সেটি মুড়িয়ে নেই, এরপর সেই শক্ত কাগজটি একটি সাদা কাগজের উপর লাগিয়ে নেই।

ধাপঃ—০৬


IMG_20220302_200722-01.jpeg


IMG_20220302_200758-01.jpeg

এরপর পাতা এবং সাদা ফুল গুলো দিয়ে কয়েকটি ঝেরুল তৈরি করি এবং সেই ঝেরুল গুলো শক্ত কাগজটিতে লাগিয়ে দেই। ।

ধাপঃ—০৭


IMG_20220302_200900-01.jpeg

এরপর শক্ত কাগজের মধ্যে হলুদ ফুল গুলো বসিয়ে দেই।

ধাপঃ—০৮


IMG_20220302_200925-01.jpeg

হলুদ ফুলের ফাঁকে ফাঁকে নীল রঙের ফুল গুলো বসিয়ে দেই।

ধাপঃ—০৯


IMG_20220302_200957-01.jpeg

এরপর হলুদ এবং নীল ফুলের মাঝে ছোট ছোট সাদা ফুল গুলো বসিয়ে দেই।

ধাপঃ—১০


IMG_20220302_201024-01.jpeg

এরপর ছোট ছোট সাদা ফুল গুলোতে লাল রঙের পুঁতি বসিয়ে দেই।

ধাপঃ—১১


IMG_20220302_201103-01.jpeg

এরপর সাক্ষর হিসাবে ওয়ালমেট্টির উপরে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে ওয়ালমেট্টি তৈরি হওয়ার পর


IMG_20220302_201136-02.jpeg

ওয়ালমেট্টির সাথে আমার একটি সেলফি


IMG_20220302_201239-01.jpeg



তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ওয়ালমেট ফুল তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সের সাথে আবার সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ওয়ালমেট তৈরি করতে কাগজের ভাঁজগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যার জন্য খুব সহজেই আপনার তৈরি ওয়ালমেট তৈরির মাধ্যমগুলো আমরা বুঝতে পারবো। ওয়ালমেট তৈরির মাধ্যমগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার রঙিন পেপার দিয়ে তৈরি করা ওয়ালমেট টি কিন্তু অসাধারণ ছিল সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে হয় বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে সাজিয়েছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন পেপারের ওয়ালমেট টি জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনি হলুদ রঙে রঙিন কাগজ ব্যবহার করে দারুণ কিছু ফুল ওয়ালমেট এর সঙ্গে যুক্ত করেছেন এটা সত্যিই অনেক চমৎকার একটা বিষয় । ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন পেপার ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । সুন্দর ওয়ালমেট তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনুসরণ ভাবে উপস্থাপন করেছেন ।
এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে এটি চমৎকার হয়েছে, এবং আমার অনেক ভালো লেগেছে। আর রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু বানাতে পারে। আমিও অনেক সময় কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যাইহোক অনেক ভাল ছিল আপনার কাজটি ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আপনার ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানোর ক্ষেত্রে কাগজের কালারটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনার কাগজের কালারটি খুব চমৎকার ছিল যার জন্য আপনার ওয়ালমেট অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওয়ালমেট টি ওয়ালে লাগিয়ে দিলে অনেক সুন্দর দেখাবে। আপনি কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

রঙিন পেপার খুব সুন্দর করে কেটে ধাপে ধাপে অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই খুবই সুন্দর হয়েছে এবং প্রতিটা ধাপ গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাইয়া অনেক সুন্দর হয়েছে তো ওয়ালমেট টি। রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে বেশ কালারফুল লাগছে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মিস্টি আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56