DIY" এসো নিজে করি - কালারফুল লাভ অঙ্কণ || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

আসসালামু আলাইকুম \ আদাব


আজ ২৮ই বৈশাখ / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার

May / 11 / 2022



কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে আর্ট পোস্ট দিয়ে হাজির হয়েছি।


কালারফুল লাভ অঙ্কণ


20220511_202835-01.jpeg

আমার প্রিয় বন্ধুগন, বজ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট করতে যাচ্ছি, আজ আমি কালার পেন্সিল দিয়ে একটি কালারফুল লাভ আর্ট করেছি, লাভ টির মাঝে দু'টি প্রিয় নাম উল্লেখ করেছি আশা নাম দু'টি আপনাদের ভালো লাগবে, আজকে সারাদিন ব্যস্থতা কাটিয়ে বিকেল বেলা এই চিত্রটি আর্ট করেছি, এই সময়টাতে গ্রামের মানুষ জন খুব ব্যাস্থ সময় অতিক্রম করে, কারণ এটি ধান কাটা মারির কৃষকরা তাদের ফসল কেটে ঘরে তুলে, যাই হোক আমি আশা রাখতে পারি আমার আর্টটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কতা না বাড়িয়ে আমার চিত্র অঙ্কণটি দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ


IMG_20220507_180221.jpg
  • আর্ট পেপার
  • 4B পেন্সিল
  • কালার পেন্সিল
  • রুল কাঁটার
  • রাবার

ধাপঃ—০১


IMG_20220511_183534-01.jpeg

IMG_20220511_183603-01.jpeg

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে ধিরে ধিরে একটি লাভ আর্ট করি এবং লাভটির মাঝখানে একটি ডিজাইন করি, এটি অবশ্য শেষে আমার কাজে আসবে।

ধাপঃ—০২


IMG_20220511_183634-01.jpeg

IMG_20220511_183706-01.jpeg

  • এরপরে আমি প্রথমে লাভ টির ডান পাশে একটি পাখা আর্ট করে নিলাম, অনুরুপ ভাবে আমি লাভ টির বাম পাশেও একটি পাখা আর্ট করে নিলাম।

ধাপঃ—০৩


IMG_20220511_183725-01-01.jpeg

  • **এরপরে আমি আর্ট করা অবস্থায় আমার হাতের একটি পিক তুলে নেই, এবং সেটি আপনাদের মাঝে শেয়ার করি।

ধাপঃ—০৪


IMG_20220511_183756-01.jpeg

  • এরপরে আমি লাভ এর মধ্যে যে ডিজাইন রয়েছে সেটিতে হলুদ কালার করে নিলাম এবং একটু করে লাল কালার ও করে নেই।

ধাপঃ—০৫


IMG_20220511_183818-01.jpeg

IMG_20220511_183843-01.jpeg

  • এরপরে আমি লাভ টিতে লাল কালার করে নিলাম এবং পাখা গুলো পেন্সিল দিয়ে আরো কালো করে নিলাম।

ধাপঃ—০৬


IMG_20220511_183914-01.jpeg

  • এরপর আমি লাভ টির ডান দিকের পাখাটিতে কালার করে নিলাম।

ধাপঃ—০৭


IMG_20220511_183943-01.jpeg

  • এরপর আমি একই কালার লাভ টির বাম পাশের পাখাটিতে করে নিলাম।

ধাপঃ—০৮


IMG_20220511_184016-01.jpeg

  • এরপর আমি দু'টি পাখার আগাল গুলোতে কমলা কালার নিলাম পাখা গুলো দেখতে এখন ভালো লাগতেছে।

ধাপঃ—০৯


IMG_20220511_184045-01.jpeg

  • এরপর আর্টটির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করে নিলাম।

পরিপূর্ণ ভাবে আর্টটি হয়ে যাওয়ার পর


IMG_20220511_184124-01.jpeg

এখানে আমি আমার প্রিয় দু'টি নাম উল্লেখ করেছি।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের কালারফুল লাভ আর্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।


FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

💞-খোদা হাফেজ-💞

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

IMG_20220312_000133-01.jpeg

আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png


Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

এককথায় জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আমি তো আপনার প্রথম ছবিটি দেখে ভেবেছিলাম আপনি অন্য কোথাও থেকে ছবি তুলেছেন। শেষে আপনার পুরো পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি পেন্সিল ও রং পেন্সিল ব্যবহার করে এত সুন্দর চিত্র অংকন করেছেন। পুরো অংকটি দেখে আমি অবাক হলাম ভাইয়া। ধন্যবাদ, সত্যি আপনার হাতের প্রশংসা করতে হয়।

 2 years ago 

আপনার লাভ সুন্দর ভাবে ফুটে উঠেছে। লাল রং টি বোঝার উপায় নেই পেন্সিল দিয়ে করা। আপনার রং এর দক্ষতা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর ভাবে লাভ কে ডিজাইন করেছেন যা আমার খুবই ভালো লেগেছে সেই সাথে এত সুন্দর কালার কম্বিনেশন যে কাউকে মুগ্ধ করবে। এত সুন্দর একটি লাভ আর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে ভাই, কালারফুল লাভ অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এতো সুন্দর করে অংকনটি সম্পন্ন করেছেন তাও আবার পেন্সিল এর মাধ্যমে। আপনার অংকন টি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। ভীষণ ভাল লেগেছে আপনার কালারফুল লাভ অংকন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি বেশ চমৎকার ভাবে একটি লাভ তৈরি করেছেন এবং সেখানে চমৎকার কিছু ডিজাইন ব্যবহার করেছেন আপনার পোষ্ট অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনি আজকে কালারফুল লাভ অঙ্কন করেছেন পেন্সিল দিয়ে। আপনার লাভ অংকন করার পদ্ধতিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে এর প্রতিটি ধাপআমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো এবং আপনি খুবই ভালো অঙ্কন করতে পারেন সেটা আপনার আজকের অংকন দেখে আমি বুঝতে পারলাম।

 2 years ago 

ভাই আমি তো মনে করছি ডিজিটাল আর্ট, হাতেও এতো সুন্দর আর্ট করা যায় যতো দেখি ততো ভালো লাগে। আমার কাছে আপনার আর্টে রেটিং দশে দশ।ধন্যবাদ ভাই খুবিই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল

 2 years ago 

পেন্সিল দিয়ে অসাধারন একটি কালারফুল লাভ অঙ্কন করেছেন ভাই। লাভের মধ্যে Shy-fox লিখেছেন দেখে আরো অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে কালারফুল একটি লাভ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া।shy-fox লেখার কারণে এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জিনিস এর অপেক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

নিখুঁত আর্ট কাকে বলে সেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায়। চিত্রের সাথে কালার কম্বিনেশন টা বেশ ম্যাচিং ছিল। আর লাভ অঙ্কন টা টকটকে লাল রংয়ের হওয়ায় পরিষ্কার ভাবে ফুটে উঠেছে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57491.44
ETH 3031.27
USDT 1.00
SBD 2.38