DIY" বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ তৈরি || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ তৈরি


20220327_202541-01.jpeg

আবারও আপনাদের মাঝে একটি DIY পোস্ট নিয়ে হাজির হালাম, আজ আমি প্লাস্টিকের বোতল এবং গ্লিটার পেপার দিয়ে একটি চায়ের কাপ তৈরি করেছি, তবে এই চায়ের কাপটি শুধু শোকেসের মাঝে সাজিয়ে রাখার জন্য, চায়ের কাপটি দোখতে সুন্দর হলেও ব্যবহারের জন্য না জাস্ট সাজিয়ে রাখা জন্য, প্রতিনিয়ত ভিন্ন ধরনের DIY পোস্ট তৈরি করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের মাঝে নিত্য নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি, তবে কতটা সফল হতে পারবো আমি জানিনা, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চায়ের কাপ তৈরি দেখে নেওয়া যাক।

প্রয়োজনী উপকরণ


IMG_20220327_153715-01.jpeg
  • কমলা রঙের গ্লিটার পেপার
  • একটা প্লাস্টিকের বোতল
  • পরিমাণ মত গাম
  • একটি কাঁচি
  • পেন্সিল
  • স্কেল

ধাপঃ—০১


IMG_20220327_153744-01.jpegIMG_20220327_153902-01.jpeg


IMG_20220327_153834-01.jpeg
প্রথমে আমি একটি প্লাস্টিকের বোতল নেই এবং সেই বোতলটি কাপের সাইজে অথবা চায়ের কাপের অনুমানে সুন্দর করে কেটে দিলাম।

ধাপঃ—০২


IMG_20220327_153943-01.jpeg


IMG_20220327_154008-01.jpeg
এরপরে আমি একটি শক্ত পেপার গোল করে কেটে নেই এবং গ্লিটার পেপারটি একই সাইজে কেটে নিলাম এবং শক্ত পেপার এর উপর গ্লিটার পেপারটি বসিয়ে দিলাম।

ধাপঃ—০৩


IMG_20220327_154132-01.jpegIMG_20220327_154153-01.jpeg


IMG_20220327_154234-01.jpeg


IMG_20220327_154254-01.jpeg
এরপরে আমি চিকন এবং লম্বা করে একটি গ্লিটার পেপার কেটে নিলাম এবং পেপারটি কাপের দুই পাশে লাগিয়ে নিলাম।

ধাপঃ—০৪


IMG_20220327_154332-01.jpeg


IMG_20220327_154403-01.jpeg
এপারে আমি শক্ত পেপারটিতে চায়ের কাপটি বসিয়ে দিলাম।

ধাপঃ—০৫


IMG_20220327_154419-01.jpegIMG_20220327_154521-01.jpeg


IMG_20220327_154448-01.jpeg
এরপরে চায়ের কাপটি ধরার জন্য আমি কাপের একটি ডানটা বানিয়ে নিলাম।

ধাপঃ—০৬


IMG_20220327_154536-02.jpeg


IMG_20220327_154601-01.jpeg
এরপরে গ্লিটার পেপার দিয়ে আমি একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম।

ধাপঃ—০৭


IMG_20220327_154624-01.jpeg
এরপরে গোলাপ ফুলটি চায়ের কাপের একদিকে ফুলটি বসিয়ে দিলাম, চায়ের কাপটি তৈরি করা হয়ে গেলো।

ধাপঃ—০৮


IMG_20220327_154735-01.jpeg
চায়ের কাপটির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে চায়ের কাপটি তৈরি হওয়ার পর


IMG_20220327_154805-02.jpeg

চায়ের কাপটি হাতে নিয়ে আমার সেলফি


IMG_20220327_154959-01.jpeg



এই ছিলো আমার আজকের বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।


FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

💞-খোদা হাফেজ-💞

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

IMG_20220312_000133-01.jpeg

আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png


Best Regards:-
@rubayat02

Sort:  
 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি চায়ের কাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই চায়ের কাপ টি দেখতে সত্যিই অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এটা তৈরি করেছেন। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনি বোতল এবং গ্লিটার পেপার দিয়ে মাঝে দারুন একটি কাপ তৈরি করে দেখিয়েছেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই অনেক মুগ্ধ হলাম ভাই ‌‌ ‌‌ আপনি অনেক সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করেছেন । ধন্যবাদ আপনাকে এমন কোয়ালিটিফুল একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌।

 3 years ago 

image.png


ভাই আপনার সম্পন্ন করা ক্রাফটটি জোশ ছিল।গ্লিটার পেপার ও বোতল কেটে নিয়ে অনেক সুন্দর একটি ক্রাফট সম্পন্ন করেছেন।চায়ের কাপের পাশে বাটিতে রাখা ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


image.png

 3 years ago 

আপনি অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ । আমার কাছে খুবই ইউনিক লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে চায়ের কাপ তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও ভাইয়া, গ্লিটার পেপার ফেলে দেওয়া বোতল দিয়ে আপনি অসাধারণ সুন্দর একটি চায়ের কাপ তৈরি করেছেন।চায়ের কাপ টি দেখে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে।এত নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি চায়ের কাপ তৈরি করেছেন কি আর বলব।ভাইয়া,গ্লিটার পেপার ফেলে দেওয়া বোতল দিয়ে চায়ের কাপ তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য, এভাবে উৎসাহ পেলে কাজ করার আগ্রহ আরো বৃদ্ধি পায়।

 3 years ago 

খুবই চমৎকার একটি কাপ তৈরি করেছেন আপনি। প্রথমে আমি দেখে অবাক হয়ে গেলাম। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত অসাধারন একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাইয়া দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বোতল ও গ্লিটার পেপার দিয়ে আপনি চমৎকার একটি চায়ের কাপ তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ‌‌‌‌‌‌‌আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে গঠন মূলক একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

বাহ ভাইয়া, আপনার তৈরি বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ টি দেখে ধন্য হয়ে গেলাম। চায়ের কাপটি আমার কাছে খুব খুব ভালো লেগেছে। বাস্তবে চায়ের কাপ যেমন হয় তার চাইতেও বেশী ভালো লাগছে। এত সুন্দর একটি চায়ের কাপ আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ কাপটা তো দেখছি অনেক সুন্দর। প্রথমে দেখলে কেউ বুঝতেই পারবে না এটা গ্লিটার পেপার এবং বোতল দিয়ে তৈরি। দারুণ তৈরি করেছেন ভাই। দেখে মনে হচ্ছে দামী চায়ের কাপ। পোস্ট টাও দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার প্রতিভা শেয়ার করার জন্য।।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এভাবে আমাশ উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বোতল এবং গ্লিটার পেপার দিয়ে চায়ের কাপ তৈরির আইডিয়াটা, আমার খুব ভালো লেগেছে এবং শতভাগ ইউনিক একটি আইডিয়া ছিলো। আর কাজটিও খুব পরিপাটি ভাবে আপনি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময় এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89