DIY" এসো নিজে করি - রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট | by @rubayat02 | ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ফুলের ওয়ালমেট


20220307_213628.jpg

হেল্লো আমার স্টিমিট বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে একটি ওয়ালমেট তৈরি নিয়ে হাজির হয়েছি, আজ আমি রঙিন পেপার দিয়ে একটি সূর্যমুখি ওয়ালমেট তৈরি করছি, ওয়ালমেট্টি আমার কাছে বেশ ভালোই লেগেছে, এখন যদি ওয়ালমেট্টি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি সার্থক হবে যাবো, আমার কাজে আমি সফলতা আনতে পারবো, সূর্যমুখি ফুল এমনিতেই দেখতে আমার ভিসন ভালো লাগে, তাই ভাবলাম রঙিন পেপার দিয়ে একটি সূর্যমুখি ফুল দিয়ে ওয়ালমেট বানিয়ে রেখে দেই, তাই এমন একটি ওয়ালমেট তৈরি করেছি, আশা করি ওয়ালমেট্টি আপনাদের ও ভালো লাগবে।

প্রয়োজনী উপকরণ


IMG_20220307_215117.jpg

  • কয়েকটি রঙিন পেপার
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • একটি পেন্সিল

ধাপঃ—০১


IMG_20220226_202712-01.jpeg

প্রথমে আমি হলুদ পেপার গুলো চারকোনা করে কেটে নেই।

ধাপঃ—০২


IMG_20220226_202915-01.jpeg

IMG_20220226_202822-01.jpeg

IMG_20220226_202933-01.jpeg

এরপর কাগজ গুলো দিয়ে আমি তিনটি ফল তৈরি করি, এবং সেই তিনটি ফুল একত্রে করে একটি ফুল তৈরি করি।

ধাপঃ—০৩


IMG_20220226_203019-01.jpeg

IMG_20220226_203041-01.jpeg


IMG_20220226_203115-01.jpeg

IMG_20220226_203130-01.jpeg


IMG_20220226_203210-01.jpeg

এরপর কালো এবং হলুদ রঙের কাগজ দিয়ে ফুলের মাঝ খানের অংশটি তৈরি করি, এবং সেটি ফুলটির মাঝখানে বসিয়ে দেই।

ধাপঃ—০৪


IMG_20220226_203232-01.jpeg

একই নিয়মে আমি এরকম তিনটি সূর্যমুখী ফুল তৈরি করি

ধাপঃ—০৫


IMG_20220226_203248-01.jpeg

IMG_20220226_203328-01.jpeg

IMG_20220226_203343-01.jpeg

IMG_20220226_203411-01.jpeg

IMG_20220226_203427-01.jpeg

এরপরে সবুজ রঙের কাগজ দিয়ে আমি কয়েকটি পাতা তৈরি করে নেই, এবং পাতা গুলোতে ছোট ছোট বোটা লাগিয়ে নেই।

ধাপঃ—০৬


IMG_20220226_203509-01.jpeg

IMG_20220226_203555-01.jpeg

IMG_20220226_203614-01.jpeg

এরপরে গোলাপি রঙের কাগজ দিয়ে আমি চাকরি পাইপ তৈরি করি, এবং সবুজ রঙের কাগজ দিয়ে ডাল তৈরি করি, চারটি পাইপ আমি ওয়ালমেট এর চারদিকে লাগিয়ে দেই, এবং মাঝখানে ডালগুলো লাগিয়ে দেই।

ধাপঃ—০৭


IMG_20220226_203635-01.jpeg

IMG_20220226_203728-01.jpeg

IMG_20220226_203844-01.jpeg

এক এক করে তিনটি ডালে আমি তিনটি সূর্যমুখী ফুল লাগিয়ে নিলাম।

ধাপঃ—০৮


IMG_20220226_203944-01.jpeg

IMG_20220226_203912-01.jpeg

এরপরে পাতাগুলো সুন্দর করে আমি ওয়ালমেট্টিতে লাগিয়ে নিলাম

ধাপঃ—০৯


IMG_20220226_204126-01.jpeg

এরপরে ডালগুলোর। নিতে আমি একটি কাগজ কেটে লাগিয়ে দেই।

ধাপঃ—১০


IMG_20220226_204243-01.jpeg

ওয়ালমেট তৈরির কাজ শেষ হলে আমার সাক্ষ্যর হিসাবে, আমি আমার স্টিমিট ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে ওয়ালমেট্টি তৈরি হওয়ার পর


IMG_20220226_204300-02.jpeg

ওয়ালমেট ফুলটির সাথে আমার একটি সেলফি


IMG_20220226_205008-01.jpeg



এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট ফুল তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই অসাধারণ ভাবে সূর্যমুখী ফুলের একটি ওয়ালমেট তৈরি করলেন। আমার কাছে তো বিশেষ করে ফুল গুলো খুবই অসাধারণ লাগলো। এরকম রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনি তো খুবই চমৎকার ভাবে পুরো ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে সূর্যমুখী ফুলের অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে খুবই সুন্দর দেখায়। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে শেয়ার করুন করেছেন যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

রঙিন পেপার দিয়ে সূর্যমুখী ফুলের খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন সত্যিই আপনার দৃশ্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
কালার কম্বিনেশন সাধারণভাবে ফুটেছে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছেন যা সত্যিই অতুলনীয়। অসাধারণ সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরীর প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে খুব সহজে তুলে ধরার জন্য আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। সূর্যমুখী ফুল এমনিতেই আমার কাছে খুবই ভালো লাগে ।আপনার ভাই পোস্ট এর ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন ।যা বুঝতে সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার বানানো সার্থক হয়েছে আপনার ওয়ালমেটটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে ।ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লাগে তার পরে আবার আপনি সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছে সূর্যমুখী ফুল দেখতে অনেক ভালো লাগে আমার কাছে এজন্যই ওয়ালমেট আমার কাছে আরো বেশি ভালো লাগছে। ফুল গুলো কত সুন্দর করে আপনি কেটে কেটে বানালেন আসলে অনেক নিখুঁত হয়েছে বানানোটি।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে সূর্যমুখী ফুলের দৃশ্য পটভূমি দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর করে সূর্যমুখী ফুল তৈরি করেছেন। দেখতে বাস্তব সূর্যমুখী ফুলের মতো লাগছে ।আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে ফটোগ্রাফি দেখে আমি মনে করেছিলাম আপনি সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করেছেন। পরে বিষয়টি বুঝতে পারলাম যে আসলে এটি আপনার তৈরি করা একটি ওয়ালমেট। একদম নিখুঁত এবং অনেক চমৎকার করে এত সুন্দর ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি সূর্যমুখীর ওয়ালমেট তৈরি করেছেন। যেটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যি কিছু সূর্যমুখী ফুল ফুটে আছে। দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি ।আপনার কাগজের কালারটা একদম সূর্যমুখীর মতই হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33