হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আজ ২৩ চৈত্র / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি।
রঙিন কাগজ দিয়ে তরবারি তৈরি |
আমার প্রিয় বন্ধুগন, আজ চতুর্থ রোজার দিন আশা করি আপনদের সবাই রোজা গুলো অনেক সুন্দর করে দিয়েছেন, তো বন্ধুরা আজ আমি আপনার মাঝে রঙিন কাগজ দিয়ে একটি তরবারি তৈরি নিয়ে এসেছি, তরবারির কথা শুনলেই কোনো জানি ঐতিহাসিক যুদ্ধ গুলো কথা মনে পরে যায়, যাই হোক ওসব কথা বাদ দেই এই তরবারিটি শুধু মাত্র ঘরে সাজিয়ে রাখার জন্য তৈরি করেছি, তরবারিটি তৈরি করার আগে ভাবিনি এতোটা ভালো লাগবে তবে তৈরি হওয়ার পরে তরবারিটি দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি আশা রাখতে পারি তরবারি এবং তরবারি তৈরি করার পদ্ধতি আপনাদের ও ভালো লাগবে, তাহলে চলুন বন্ধু কথা না বাড়িয়ে তরবারি তৈরি দেখে নেওয়া যাক।
উপকরণের নাম | পরিমাণ |
রঙিন কাগজ | তিনটি |
কাঁচি | একটি |
গাম | পরিমাণ মত |
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম, এরপর কাগজটি মাঝ বরাবর ভাজ করে নিলাম। |
এরপরে আমি মাথার দিকে ভাজ করা শুরু করি, প্রথমে মাথার দিক দিয়ে দুই ভাজ করে নিলাম। |
এরপরে আমি পিছনের দিক দিয়ে আবারও দুটি ভাজ করে নিলাম। |
এরপর মাঝ দিয়ে একটি ভাজ করে নিলে প্রথমত একটি ছুরির মতো তৈরি হয়ে যাবে। |
এরপরে আমি একটি রঙিন কাগজ দিয়ে পাইপ তৈরি করলাম। |
এরপরে আমি ছুরি এবং পাইপটিতে ভালো করে গাম লাগিয়ে নিলাম এবং পাইপটি দিয়ে তরবারির ডেরা তৈরি করে নিলাম। |
এরপরে আরও একটি রঙিন কাগজ ভাজ করে তরবারি এর নিচ দিয়ে লাগিয়ে দিলাম। |
অবশেষে আমার তরবারি তৈরি করা হয়ে গেলো। |
তরবারি তৈরি করা হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম নিচে উল্লেখ করি। |
পরিপূর্ণ ভাবে তরবারি তৈরি হওয়ার পর |
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের রঙিন কাগজ দিয়ে তরবারি তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি তরবারি তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা তরবারিটি দেখে প্রথমে আমি মনে করেছিলাম এটা সত্যি কারের কোন একটি তরবারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের কাছে শেয়ার করার জন্য
রঙিন কাগজ দিয়ে তরবারি তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে তরবারি তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের তরবারি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর করে এই তরবারি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, গঠন মূলক মন্তব্য করার জন্য।
বাহ!!কি সুন্দর করে কাগজের তরবারি তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সত্যি ভাইয়া আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি খুবই নিখুঁতভাবে তরবারিটি তৈরি করেছেন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি তরবাড়ি দেখতে চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামত করে পাশে থাকার জন্য।
তরবারি যুদ্ধের প্রতিক সাথে আত্মরক্ষারও। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। রঙিন কাগজ দিয়ে তলোয়ার টা ভালো তৈরি করেছেন ভাই। সুন্দর লাগছে দেখতে। তবে এই তলোয়ার দিয়ে আবার আপনি যুদ্ধ করতে যাইয়েন না হাহাহা।
এই লাল তরবারি টি মুগল আমলের তরবারির মতো লাগছে। তবে এই রকম প্রজেক্ট আমি কাউকে তৈরি করতে দেখি নাই। আমার কাছে খুবই ইউনিক লেগেছে। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট ও কারুকার্য তৈরি করা হয়। আজকে আপনি একটি ভিন্ন ধরনের কাজ আমাদের মাঝে উপস্থাপন করলেন। রঙিন কাগজ দিয়ে তরবারি তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনার ভিন্নধরনের একটি কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি তরবারি তৈরি করেছেন।। আপনার তরবারি টি দেখতে খুবই সুন্দর লাগছে।। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।।
রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর হবে তার বাড়ি তৈরি করা যায় তা আমার কখনোও জানা ছিলনা। আপনার এই পোস্ট এর মাধ্যমেই নতুন একটি জিনিস সম্পর্কে অবগত হলাম এবং জানতে পারলাম।
জ্বি ভাইয়া, চেস্টা করে এটি তৈরি করেছি।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি তরবারি প্রস্তুত করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে যদি কখনো যুদ্ধে যাই তাইলে আপনার সাথে যোগাযোগ করব তরবারি টা নেওয়ার জন্য
জ্বি ভাইয়া, আপনি শুধু বলিয়েন আমি সবার জন্যই বানিয়ে রেখে দিবো।