হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আজ ২৪ চৈত্র / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ তৈরি নিয়ে এসেছি।
গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ তৈরি |
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আপনার জন্য গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ তৈরি করেছি, বর্তমান রমজানের চাঁদের বয়স পাঁচদিন, তাই চাঁদটি দেখতে একটু বড় দেখা যাচ্ছে, আমি প্রায় লক্ষ্য করে দেখতেছি গ্লিটার পেপার দিয়ে মানুষ অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতেছে তাই ভাবলাম আমি রমজান মাসের চাঁদের চিত্র তৈরি করি যেটি আপনাদের ও ভালো লাগবে এই চিন্তা ধারা মাথায় রেখে আমি এই প্রজেক্টি তৈরি করেছি, তবে আর কিছু দিন পরে আপনাদের মাঝে ঈদের চাঁদ তৈরি নিয়ে হাজির হবো, যাই হোক পরের কথা পরেই হবে এখন আপনারা জানাতে ভুলবেন না আমার প্রজেক্টি আপনাদের কেমন লেগেছে, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রমজানের চাঁদ তৈরি দেখে নেওয়া যাক।
উপকরণের নাম | পরিমাণ |
গ্লিটার পেপার | দুইটি |
বিস্কুট কার্টুন | একটি |
গাম | পরিমাণ মত |
কাঁচি | একটি |
পেন্সিল | একটি |
প্রথমে আমি বিস্কিটের কার্টুন থেকে চারটি বৃত্ত কাচি দিয়ে কেটে নিলাম।
এরপরে আমি সেই গোল বৃত্ত গুলো গাম দিয়ে একটি বানিয়ে ফেললাম, যাতে নিচের অংশটি শক্তিশালি হয়। |
এরপরে আমি গ্লিটার পেপার থেকে একটি গোল বৃত্ত কেটে নিলাম। |
এরপর আমি সেই গ্লিটার পেপারটি গোল বৃত্তের উপর বসিয়ে দিলাম। |
আবারও আমি বিস্কিটের কার্টুন থেকে দুইটি চাঁদ কেটে নিলাম, এবং গাম এর সাহায্যে দুইটি এডজাস্ট করে নিলাম। |
আবারও আমি চাঁদের আকারে একটি গ্লিটার পেপার কেটে নিলাম এবং সেই গ্লিটার পেপারটি চাঁদের গায়ে লাগিয়ে দিলাম। |
এরপরে আমি চাঁদটি গোল বৃত্তের উপর বসিয়ে দিলাম। |
এরপর আমি কার্টুন এবং গ্লিটার পেপার দিয়ে দুইটি তারা তৈরি করি। |
এরপরে তারা দুটি আমি গাম দিয়ে চাঁদের গায়ে বসিয়ে দিলাম। |
আমার প্রজেক্টি তৈরি হওয়ার পর স্বাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম নিচে উল্লেখ করি। |
পরিপূর্ণ ভাবে প্রজেক্টি তৈরি হওয়ার পর |
রমজানের চাঁদটি হাতে নিয়ে আমার সেলফি |
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ তৈরি , আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
একবারে ভিন্নধর্মী একটি কাজ দেখলাম ভাই। আপনি গ্লিটার পেপার দিয়ে একটি রমজানের চাঁদ তৈরি করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনার কারুকাজ আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এছাড়া আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে গঠন মূলক একটি মন্তব্য করার জন্য।
বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্লিটার পেপার দিয়ে অনেক অসাধারণ রমজানের চাঁদ তৈরি করলেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার এটা কিন্তু ঘরে সাজিয়ে রাখলে আরো বেশি সুন্দর দেখাবে। পুরোটা আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর করে রমজানের চাঁদ বানিয়েছেন আপনি। এটি দেখতে বেশ চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি চাঁদ বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন সবসময় এই কামনা করি।
ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য, আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।
গ্লিটার পেপার দিয়ে তৈরি করা রমজানের চাঁদ টি দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। খুবই নিখুঁতভাবে চাঁদ বানানোর প্রক্রিয়া আপনি সম্পন্ন করেছেন। চাঁদের গায়ে লাগানো তারা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি DIY প্রজেক্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল।
আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া, সুন্দর একটি মন্তব্য করেছেন।
গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল
গ্লিটার পেপার দিয়ে রমজানের চাঁদ তৈরি করেছেন ভাই। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। চমৎকার ভাবে তৈরি করেছেন এবং তা আমাদের সামনে উপস্থাপন করেছেন ভাই। আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি খুবই সুন্দর রমজানের চাঁদ তৈরি করেছেন। আপনার চাঁদটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব ধৈর্য্য সহকারে নিখুঁতভাবে কাজটি করেছেন ।দেখতে বেশ চমৎকার লাগছে ।এটি তৈরি করতে আপনার বেশ সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রমজানের চাঁদ শেয়ার করার জন্য।
জ্বি আপু একটু সময় নিয়েই কাজটি করেছি, শুভকামনা রইলো আপনার জন্য আপু।
ভাইয়া বেশ চমৎকার একটি কাজ আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গ্লিটার পেপার দিয়ে সুন্দর করে একটি চাঁদ তৈরি করেছেন ।তার সাথে তারা গুলো সত্যিই এতোটাই সুন্দর হয়েছে যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাজের প্রশংসা না করে পারলাম না,জাস্ট অসাধারণ হয়েছে।
রমজান এবং শাওয়াল মাসের চাঁদ আমাদের জন্য অনেক স্পেশাল কিছু। গ্লিটার পেপার দিয়ে রমজান এর চাঁদটা দারুণ তৈরি করেছেন ভাই। এটা যেন আমাদের আনন্দের প্রতিক। অনেক সুন্দর পোস্ট ছিল।।
ওয়াও আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত অসাধারণ ভাবে আপনি তৈরি করেছেন যে কেউ দেখলে প্রশংসা করতে বাধ্য হবে। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া