হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02
কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
রঙিন পেপার দিয়ে কলম দানি এবং ফুল দানি
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আপনাদের জন্য খুব সহজে কলম দানি এবং ফুল দানি তৈরি নিয়ে হাজির হয়েছি, অল্প সময়ে খুব সুন্দর একটি কলম দানি আপনিও তৈরি করতে পারবেন, আবার এই কলম দানিটি ফুল দানি হিসাবে ও ব্যবহার করতে পারবেন, সেটাকে আমরা বলে থাকি এক থেলে দুই পাখি, আমার তৈরি করা কলম দানিটি অনেক মজবুত ও হয়েছে, কলম দানিতে কলম গুলো রাখার পর আমার মনে হলো এটি তো ফুল দানি হিসাবে ও ব্যবহার করা যাবে, তাই আমি ঝটপট একটি ফুলের তোড়া বানিয়ে ফেলি, ফুল গুলো রাখার পর কলম দানি টির আরো সৌন্দর্য বৃদ্ধি পেলো, তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে কলম এবং ফুল দানি তৈরি দেখে নেওয়া যাক।
- কয়েকটি রঙিন পেপার
- একটি কাঁচি
- পরিমাণ মত গাম
- একটি গোল কাঠি
তুমি আমি হলুদ রঙের পেপার দিয়ে ছয়টি পাইপ তৈরি করে নিলাম। |
এবার আমি লাল রঙের পেপার দিয়ে আবারো ছয়টি পাইপ তৈরি করে নেই। |
এরপরে আমি হলুদ রঙের পাইপ গুলো ভাগ করে নেই, এবং সে গুলোকে ত্রিভুজ বানিয়ে নে। |
অনুরূপভাবে আমি লাল পাইপ গুলোকে ও ত্রিভুজ বানিয়ে নিলাম |
এরপরে আমি একটি কালো কাগজ কেটে নিলাম এবং সেটিকে ত্রিভুজের নিচে লাগিয়ে দিলাম, তারপর একটির ওপর আর একটি এভাবে বসিয়ে দিলাম, এভাবেই আমার কলম দানিটি তৈরি হয়ে গেলো। |
এরপর আমি কলম দানিতে কয়েকটি কলম এমন একটি কাঁচি রেখে দিলাম। |
এখন আমি একটি ফুলের তোড়া বানিয়ে কলম দানিতে দেখে দেবো, কারণ এটি ফুলদানি হিসেবেও ব্যবহার করা যাবে। |
প্রথমে আমি হলুদ রঙের পেপার গুলো ছোট ছোট করে কেটে দিলাম। |
এরপরে আমি পেপার গুলো ভাজ করে কেটে কেটে, সুন্দর করে পাঁচটি ফুল তৈরি করে নিলাম। |
এরপরে সবুজ পেপার দিয়ে ছোট ছোট ডাল বানিয়ে সেগুলো ফুলের মধ্যে লাগিয়ে দেই। |
এরপরে আমি কয়েকটি পাতা তৈরি করে নেই, এবং ফুল পাতা সবগুলো একটি ডালের মধ্যে লাগিয়ে নিলাম, অবশেষে আমার ফুলের তোড়া তৈরি হয়ে গেলো। |
এরপরে ফুলের তোড়াটি আমি কলম দানিতে বসিয়ে দিলাম। |
কলমদানি এবং ফুলদানির নিচে স্বাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি। |
পরিপূর্ণ ভাবে কলম এবং ফুল দানি তৈরি হওয়ার পর |
কলম এবং ফুল দানি টির সাথে আমার একটি সেলফি |
এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয়ে কলম দানি এবং ফুল দানি তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
রঙিন পেপার দিয়ে কলম এবং ফুল দানি তৈরির খুবই সুন্দর একটি পদ্ধতি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কলমদানি এবং ফুলদানি তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, গঠন মূলক মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি এবং ফুলদানি টি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে দারুন লেগেছে এটি। ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আপনি খুব নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। এবং খুব চমৎকারভাবে আমাদের সাথে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।
জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে কলম ও ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই কলমের ফুলদানি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে ফুল রাখার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য
জ্বি ভাইয়া, এখানে কলম এবং ফুল দুটোয় রেখেছি, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডাই তৈরি করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কলমদানি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কলমদানি টি বিশেষ করে ওগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার জন্য শুভেচ্ছা রইল
ভাইয়া রঙ্গিন পেপার দিয়ে তৈরি করা আপনার এই ফুলদানিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি ।বিশেষ করে আপনি হলুদ রঙ্গের রঙ্গিন পেপার ব্যবহার করাতে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সব মিলিয়ে এই পোস্টটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ক্রিয়েটিভিটি সম্পুর্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://twitter.com/Rubaiyathasan02/status/1505573369848406016?s=20&t=1KH6lxVumrnXu9Z1FxrMCA
অসাধারণ অনেক সুন্দর হয়েছে আপনার কলমদানি। বলে বুঝানো যাবে না যে কতটা সুন্দর হয়েছে। সেইসঙ্গে আপনার ফুলটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।
রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তা এই বাংলা ব্লগে না আসলে জানতেই পারতাম না। রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার কলম ও ফুলদানি দেখতে খুবই চমৎকার হয়েছে। কাগজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাঠির মত বানিয়েছেন দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে বানানো খুবই ভালো লাগলো আমার কাছে আপনার ফুলদানিটি।
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি তো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি এবং ফুলদানি তৈরি করেছেন। এটি আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন এবং ডেকোরেশন করার জন্যফুল তৈরি করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই পোষ্ট টি। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি।