DIY" এসো নিজে করি - রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট তৈরি || by @rubayat02 || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট


20220221_205225-02.jpeg

আমার বাংলা ব্লগ পরিবারের সবাই রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকেন, সবার ভিন্ন ভিন্ন দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে পরি, আমিও আবারো একটি অন্য রকম ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, জানিনা আপনাদের কেমন লাগবে তবে আশা রাখতে পারি ভালো লাগবে, কারণ ওয়ালমেট্টি তৈরি করতে একটু সময় বেশি লেগেছে এবং আমার কাছে এই ডিজাইনটি অনেক ভালো লেগেছে তাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আশা রাখতে পারি আপনাদের ও ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আমি কি করে ওয়ালমেট্টি তৈরি করেছি।

প্রয়োজনী উপকরণ


IMG_20220220_063455-02.jpeg

  • কয়েকটি রঙিন পেপার
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • কিছু রঙিন পুঁতি
  • একটি পেন্সিল
  • একটি স্কেল

ধাপঃ—০১


IMG_20220220_063524-01.jpeg

প্রথমে আমি আকাশি কালার পেপার নিলাম, এরপর আমি সেই পেপার গুলো গোল করে কেটে নিলাম

ধাপঃ—০২


IMG_20220220_064057-01.jpeg

IMG_20220220_064141-01.jpeg

IMG_20220220_064252-01.jpeg

এরপরে গোল পেপার গুলোর এক সাইটে তাম দিয়ে জয়েন্ট করে দেই, দেখতে ফুলের পাপড়ি গুলো মত দেখাচ্ছে।

ধাপঃ—০৩


IMG_20220220_064320-01.jpeg


IMG_20220220_064337-01.jpeg

এরপর আমি গোল করে একটি কাগজ কেটে নেই, এবং আকাশি কালার পেপার দিয়ে সেটি মুড়িয়ে নেই।

ধাপঃ—০৪


IMG_20220220_064802-01.jpeg

IMG_20220220_064926-01.jpeg


IMG_20220220_064957-01.jpeg

এরপর সেই মুড়ানো ফুল গুলো একটি একটি করে গাম দিয়ে লাগিয়ে দেই, ডাবোল করে ভালো ভাবে লাগিয়ে নেই।

ধাপঃ—০৫


IMG_20220220_065024-01.jpeg

IMG_20220220_065049-01.jpeg


IMG_20220220_065129-01.jpeg

এরপর আমি সাদা কাগজ দিয়ে কয়েকটি ফুল তৈরি করি, এবং সেই ফুল গুলো গাম দিয়ে লাগিয়ে দেই।

ধাপঃ—০৬


IMG_20220220_065214-01.jpeg

এরপর আমি ফুল গুলোতে রঙিন পুঁতি বসিয়ে দেই।

ধাপঃ—০৭


IMG_20220220_065451-01.jpeg


IMG_20220220_065528-01.jpeg

তারপর আমি কয়েকটি ঝেরুল তৈরি করি এবং সেগুলোতেও রঙিন পুঁতি বসিয়ে দেই।

ধাপঃ—০৮


IMG_20220220_065549-01.jpeg

IMG_20220220_065615-01.jpeg


IMG_20220220_065645-01.jpeg

এরপর আমি ওয়ালমেট্টিতে ঝেরুল গুলো লাগিয়ে দেই।

ধাপঃ—০৯


IMG_20220220_065708-01.jpeg

এরপর ওয়ালমেট্টির মাঝে আমার সাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে ওয়ালমেট্টি তৈরি হওয়ার পর


IMG_20220220_065758-03.jpeg

ওয়ালমেট ফুলটির সাথে আমার একটি সেলফি


IMG_20220220_070026-01.jpeg



এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আবারও সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

রঙিন পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটি সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপনি । বলতে হয় আপনি অনেক ধৈর্য্য দক্ষতা সহকারে ওয়ালমেটকে আরো সুন্দর করে তুলেছে । তাছাড়া ওয়ালমেট টির ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, গঠন মূলক একটি মন্তব্য করেছেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার সূর্যমুখী ফুলের ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে। খুবই চমৎকার করে আপনি ওয়ালমেট টি তৈরি করেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ওয়ালমেট টা দেখতে সুন্দর হয়েছে। সাদা ফুলগুলো শিউলি ফুলের মত লাগছে।আসলে এই সব জিনিস বানাতে সময় তো লাগেই পাশাপাশি ধৈর্য লাগে।আপনি খুব সুন্দর করে সূর্যমুখি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।উপস্থাপনা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরীকৃত ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। ওয়ালমেট এর কালার টা আমার কাছে বেশ দারুন লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। দেখতে তো খুবই চমৎকার দেখাচ্ছে আপনার এই ওয়ালমেট টি। এরকম ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে খুবই চমৎকার লাগে। আপনার এই ওয়ালমেট টি আমার খুবই পছন্দ হয়েছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি সূর্যমুখীর ওয়ালমেট তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। রঙিন কাগজ ব্যবহার করে উঠে এইরকম সূর্যমুখীর ওয়ালমেট তৈরি করা যায় সেটি সত্যিই আমি জানতামই না এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে এটা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের সূর্যমুখী ওয়ালমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে সূর্যমুখি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার সূর্যমুখী ফুলের ওয়ালমেট টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি থাকা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44