হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02
কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
রঙিন পেপার দিয়ে ফুল দানি তৈরি
আজ আমি রঙিন পেপার দিয়ে ফুল দানি তৈরি করেছি, ফুল দানিটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, আমার জানানোর মত এখানে অনেক শিল্প রয়েছে যারা নিয়মিত রঙিন পেপার দিয়ে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে থাকে, সাধারণত আমি তাদের কাছ থেকে অনেক আইডিয়া খুঁজে পাই, তাই আমি আজকে একটি ফুল দানি তৈরি করেছি, জানিনা আমার তৈরিকৃত ফুল দানিটি কেমন লাগবে, তবে আশা রাখতে পারি আমার আমার প্রজেক্টটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা আমার ফুল দানি তৈরি দেখে নেওয়া যাক।
- কয়েকটি রঙিন পেপার
- একটি কাঁচি
- পরিমাণ মত গাম
- একটি পেন্সিল
প্রথমে আমি হলুদ পেপার গুলো কাঁচি দিয়ে কেটে নিলাম। |
এরপরে আমি সেই হলুদ পেপার গুলো দিয়ে ফুল তৈরি করে নিলাম। |
এরপরে আমি সবুজ পেপার গুলো কেটে নিলাম। |
এরপরে আমি সেই কাজগ গুলো দিয়ে পাতা তৈরি করি এবং সেগুলো ফুলের সাথে লাগিয়ে দিলাম। |
এরপর একটি পাইপে সব ফুল গুলো লাগিয়ে নিলাম। |
এরপরে আমি ফুল দানি তৈরি করতে শুরু করি। |
এরপর আমি ফুল দানিটি তৈরি করে ফেলি। |
এরপরে আমি ফুল দানিতে তৈরি করা ফুলটি বসিয়ে দিলাম। |
এরপর সাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করলাম। |
পরিপূর্ণ ভাবে ফুল দানিটি তৈরি হওয়ার পর |
ফুল দানিটির সাথে আমার একটি সেলফি |
এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয়ে ফুল দানি তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, প্রতি দিনের মত আজকেও সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
রঙিন কাগজের ফুলদানি তৈরি দেখতে অনেক চমৎকার লাগছে। আপনার ফুলদানির কালার কম্বিনেশন অনেক ভালো লাগছে। আপনার কাছ থেকে আমি নতুন ফুলদানি তৈরি করা শিখলাম। পরবর্তীতে আমিও বাসায় এরকম ফুলদানি তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলদানি তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ফুলদানি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ফুলদানি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুলদানি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে দিয়ে ফুলদানি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সম্পূর্ণ রঙিন কাগজের তৈরি ফুলদানি কি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। কাগজ কেটে আর কাগজের ভাজে এত সুন্দর ফুলদানি তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না। বিশেষ করে হলুদ রঙের ফুলের পাপড়ি গুলো বেশি ফুটিয়ে তুলেছে।
রঙিন পেপার দিয়ে অসাধারন একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া ।আপনার ফুলদানির কালার টা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা পরবর্তীতে আমাদের তৈরি করতে কাজে লাগবে।
শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ফুল এবং ফুলদানি তৈরি করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার ফুলগুলো। এত নিখুত ভাবে ফুলগুলো তৈরি করেছেন দেখে বোঝার উপায় নেই এগুলো কাগজের তৈরি না সত্যিকারের। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের ফুল এবং ফুলদানিটি।
রঙিন পেপার দিয়ে ফুলদানির দারুন একটি দৃশ্য প্রস্তুত করেছেন আসলে এত সুন্দর দৃশ্য প্রস্তুত করতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় যা আপনার মধ্যে বিদ্যমান খুবই ভালো লাগলো দৃশ্যটি দেখে শুভেচ্ছা রইল আপনার জন্য
আপনার বানানো ফুলদানির এই প্রজেক্ট টি চমৎকার হয়েছে। খুবই সুন্দর করে ধাপে ধাপে প্রজেক্ট টি বানিয়েছেন আপনি। আপনার ধারণার প্রশংসা না করে পারলাম না। অনেকে কাজ পারে কিন্তু ধারনা থাকেনা। কিন্তু আপনি দেখি সব দিক থেকেই পার্ফেক্ট। সত্যি অসাধারন ছিলো।
সাধারণত আমরা মাটির বা প্লাস্টিকের ফুলদানি দেখে থাকি আমি প্রথম দেখে বুজতে পারি যে এটা সত্যি কারের ফুল পরে আয়নার পোস্ট পরে বুঝলাম এটা কাগজের ফুলদানি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আপনি আপনার হাতে করা কাগজের ফুলদানি তৈরি করলেন আবার তার সাথে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন।
মাটি বা প্লাস্টিকের তৈরি ফুলদানি আমরা সাধারণত কিনে থাকি। কিন্তু কাগজের ফুলদানি কখনো ব্যবহার করিনি এবং দেখিওনি। অনেক সুন্দর ছিল ভাই আপনার রঙিন কাগজের তৈরি ফুলদানি টা। বেশ ইউনিক ছিল। এবং দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।