DIY" এসো নিজে করি - রঙিন পেপার আপেল তৈরি || by @rubayat02 || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন পেপার দিয়ে আপেল তৈরি


IMG_20220228_212304-01.jpeg

আজ আমি আপনাদের মাঝে রঙিন পেপার দিয়ে একটি আপেল তৈরি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের সকালের অনেক ভালো লাগবে, রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল, ওয়ালমেট, এলবাম ডিজাইন ইত্যাদি তৈরি করা যায় তাই আমি ভাবলাম খাওয়ার জিনিস তৈরি করলে কেমন হয় তাই আমি আপনাদের মাঝে একটি আপেল তৈরি করলাম, বাস্তবে আমি দুই কালারের আপেল দেখেছি, লাল এবং সবুজ তাই আমি সবুজ রঙের একটি আপেল তৈরি করেছি।

প্রয়োজনী উপকরণ


IMG_20220228_184002-01.jpeg

  • কয়েকটি রঙিন পেপার
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • একটি পেন্সিল

এখন আমি নিচের ধাপ অনুযায়ী আপনাদের সাথে আপেল তৈরি শেয়ার করবো

ধাপঃ—০১


IMG_20220228_184032-01.jpeg

প্রথমে আমি কয়েকটি সবুজ রঙের পেপার নেই

ধাপঃ—০২


IMG_20220228_184119-01.jpeg

IMG_20220228_184151-01.jpeg


IMG_20220228_184241-01.jpeg

এরপরে সেই সবুজ পেপার গুলো চার কোনা করে কেটে নেই এবং কেটে নেওয়া পেপারটি ভাজ করে নেই তারপর পেন্সিল দিয়ে দাগ দেই এরপরে দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপঃ—০৩


IMG_20220228_184257-01.jpeg

IMG_20220228_184334-01.jpeg


IMG_20220228_184357-01.jpeg

এরপরে আপেলের সাইছে কেটে নেওয়া পেপার গুলো আমি ৫টি ভাজ করে নেই।

ধাপঃ—০৪


IMG_20220228_184429-01.jpeg

IMG_20220228_184548-01.jpeg


IMG_20220228_184616-01.jpeg

এরপর ভাজ করা পেপার গুলোর ভিতরে মাঝখানে দুই যায়গায় গাম লাগিয়ে দেই তারপর আাবারো ভাজ করে উপরে তিন যায়গায় গাম দিয়ে লাগিয়ে নেই এভাবে সব গুলো আপেলের পেপার গুলো লাগিয়ে দেই।

ধাপঃ—০৫


IMG_20220228_184639-01.jpeg

একটু পরে যখন গাম গুলো ভালো করে লেগে যায় তখন আমি এক পাশে গাম লাগিয়ে দেই।

ধাপঃ—০৬


IMG_20220228_184708-01.jpeg

IMG_20220228_184733-01.jpeg

এরপরে যে সাইটে গাম দিয়েছিলাম ঐ সাইটটি অপর দিকের সাইটের সাথে লাগিয়ে নেই, এখন এটি আপলের মত লাগতেছে।

ধাপঃ—০৭


IMG_20220228_184749-01.jpeg

IMG_20220228_184909-01.jpeg


IMG_20220228_185011-01.jpeg

এরপর আমি একটি কাগজ কেটে নেই এবং সেই কাগজটি দিয়ে একটি পাতা তৈরি করি এবং একটি পাইপের সাথে গাম দিয়ে লাগিয়ে নেই।

ধাপঃ—০৮


IMG_20220228_185025-01.jpeg

IMG_20220228_185101-01.jpeg

এরপর পাতাটির সাথে থাকা পাইপটি আমি আপেলের মাঝখানে ডুবিয়ে দেই, এখন এটি আপেলের বোটা হয়ে গেলো।

ধাপঃ—০৯


IMG_20220228_185156-02.jpeg

আপেল তৈরি শেষ করে আমার সাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে আপেলটি তৈরি হওয়ার পর


IMG_20220228_185211-01.jpeg

আপেলটি হাতে নিয়ে আমার একটি সেলফি


IMG_20220228_221154-01.jpeg



এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয় আপেল তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আবার সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি অবশ্যই প্রশংসার দাবি রাখে ।আপনি খুবই সুন্দর ভাবে আপেল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের জাদু আছে বলতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার পোষ্টটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে আপেল তৈরি করেছেন। দেখে আমি খুব মুগ্ধ হলাম । কাগজের তৈরি আপেল দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে অসাধারন একটি আপেল তৈরি করলেন। এরকম ভাবে তৈরি করতে কিন্তু অনেক কষ্ট। কারন আমি একবার এই ডিজাইনের আনারস তৈরি করেছিলাম। আপনি কিন্তু একদম পারফেক্ট ভাবে পুরো কাজটি সম্পূর্ণ করেছেন। আমার কাছে দেখে অনেক ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এ পর্যন্ত যতগুলো অরিগামি আমি দেখেছি তার মধ্যে আপনার টি বেস্ট। সত্যিই অনেক চমৎকার ভাবে আপেলটি বানিয়েছেন আপনি। দেখে একদম সত্যি কারের আপেল এর মতোই মনে হচ্ছে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

কি চমৎকার একটি আপেল তৈরি করলেন। দেখে তো মনে হচ্ছে যেন সত্যিকারের একটি তরতাজা আপেল। এটা যদি সত্যি কারের আপেল হয় তাহলে আমার জন্য পাঠিয়ে দিয়েন 😁 আমার কাছে আপনার আপেলটা জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

রঙিন পেপার কাচা আপেল টি দেখতে অসাধারণ হয়েছে।।
সত্যি আপনার ইউনিক বুদ্ধির তারিফ করতে হয়।।
আমি কখনো এ রকম কখনো ভাবিনি।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
শুভেচ্ছা রইল ভাইয়া

 2 years ago 

চমৎকার একটি জিনিস তৈরি করেছেন তো ভাই। খুবই সুন্দর লাগছে দেখতে। তার সাথে পাতাটিও খুবই সুন্দর ভাবে বানিয়েছেন। সবমিলিয়ে দারুন লাগছে দেখতে। আপনি অনেক ধৈর্য্য সহকারে এটি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

ভাই
রীতিমতো আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে তাক লাগিয়ে দিলেন। এটা সত্যিই অনেক ভালো লাগার মতো একটি বিষয়। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

রঙিন কাগজ দিয়ে যেমন সুন্দর আপেল তৈরি করেছেন এবং তার সাথে আবার তৈরি করেছেন অনেক সুন্দর পাতা। খুবই ভালো লাগছে আমার কাছে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর ভাবে টা কে তৈরি করেছেন। আপনার DIY পোস্টটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে । আপনি রঙিন কাগজ দিয়ে আপেল তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে আপেল তৈরি আমার কাছে ইউনিক লেগেছে। খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে আপনি একটি আপেল তৈরি করেছে। আপেল দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে যেন সত্যি কারের আপেল দেখতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এত অসাধারন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56