DIY" রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি || by @rubayat02 || 10℅ for shy-fox
হ্যাল্লো বন্ধুরা
হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
May / 31 / 2022
- রঙিন পেপার
- 4B পেন্সিল
- একটি কাঁচি
- পরিমাণ মত গাম
- রঙিন পুঁতি
- প্রথমে আমি হালকা ব্লু কালার পেপার দিয়ে কয়েকটি পাইপ তৈরি করে নিলাম।
- এরপরে পাইপ গুলো আমি একটি সাদা পেপারের চারিদিকে গাম দিয়ে বসিয়ে দিলাম।
- এরপরে ফুল তৈরি করার জন্য আমি কমলা কালার পেপার গুলো ধাপে ধাপে কেটে নিলাম।
- এরপরে সুন্দর করে আমি কয়েকটি ফুল তৈরি করে নিলাম।
- এরপরে আমি সবুজ কালারের কাগজ দিয়ে কয়েকটি পাতা তৈরি করে নিলাম।
- এরপরে অনুরুপ ভাবে আবারও সবুজ কাগজ দিয়ে পাইপ তৈরি করে নিলাম।
- এরপর ফাঁকা ওয়ালমেটির মধ্যে নিচের দিকে আমি পাতা গুলো লাগিয়ে নিলাম।
- এরপরে সবুজ পাইপ গুলো আমি ফুলের ডাল হিসেবে লাগিয়ে নিলাম।
- এরপর ডাল গুলো মধ্যে আমি সব গুলো ফুল লাগিয়ে নিলাম।
- এরপর ফুল গুলোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের মাঝে আমি রঙিন পুঁতি বসিয়ে দিলাম।
- আমার ওয়ালমেটটি পরিপূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে, ওয়ালমেটটির মাঝে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।
💞-খোদা হাফেজ-💞
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
ভাইয়া,খুবই সুন্দর কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।আপনার ওয়ালমেট টি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। খুবই সুন্দর হয়েছে বিশেষ করে ওয়ালমেটের ফুল গুলো আমার খুব ভাল লেগেছে। কমলা রঙের ফুল সবুজপাতা বেশ দারুন লাগছে ভাইয়া। ভাইয়া,রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া,শুভকামনা রইল আপনার জন্য।।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে মিলিয়েছেন। আমার কাছে আপনার এই ওয়ালমেট দেখতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে ।সেই সাথে চমৎকার লাগছে এই কারণে যে কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে ধাপে ধাপে নিখুত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর ভাবে ওয়ালামেট তৈরি করেছেন। অনেক গুলা চিত্রের সমন্বয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে ফুটিয়ে তুলিছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
বেশ কিছুদিন আগে আমিও এরকম একটি রঙিন কাগজের ফুলের ওয়ালমেট তৈরি করে আমার বাংলা ব্লগ পরিবারে শেয়ার করেছিলাম। আর আজ আপনি কিছুটা সেরকমই রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে কিন্তু ভীষণ রকম সুন্দর লাগছে। আমি জানি এরকম একটি ওয়ালমেট তৈরি করতে কতটা ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আপনিও ঠিক একই রকম ধৈর্য ও সময় নিয়ে এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধৈর্য নিয়ে কোনো কিছু করলে সত্যি অনেক সুন্দর হয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।
ওয়াও! কি চমৎকার রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এই কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন চমৎকারভাবে কাজগুলো করে আপনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিলেন যা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো। ফুলগুলো খুব সুন্দর দিয়েছেন। এমনকি তার সাথে নিচের অংশের পাতাগুলো অনেক ভালো লেগেছে। এইরকম ওয়ালমেট ডিজাইন ঘরে লাগিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মনি, প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর মন্তব্য আমায় উপহার দিতেছেন, এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। আপনার কাজগুলো আসলে সব সময় ইউনিক হয় আমার কাছে খুব ভালো লাগে। আর আজকের ওয়ালমেট তৈরি করেছেন সেটি দেখতেও কিন্তু চমৎকার লাগছে। আর আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে
এই প্রজেক্টটি আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে। আপনার কোয়ালিটিফুল কাজ দেখে সত্যি খুবই ভালো লাগলো। আসলে সবাই এসব কাজ পারে না। সৃজনশীলতা প্রকাশ ঘটিয়েছেন আপনি।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস দেখতে অসাধারণ লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।