হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ৭ই বৈশাখ / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে রঙ পেন্সিল দিয়ে একটি রঙিন তরবারি আর্ট নিয়ে এসেছি।
রঙ পেন্সিল দিয়ে রঙিন তরবারি অঙ্কণ |
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আবারও আপনাদের মাঝে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি, আজ আমি একটি রঙিন তরবারির চিত্র অঙ্কণ করেছি, এরকমই তরবারি গুলো দেখলে আমার প্রাচীন কালের যুদ্ধ গুলোর কথা মনে পরে যায়, আমি এমন অনেক যুদ্ধের গল্প শুনেছি, যাই হোক আমার রঙিন তরবারির চিত্র অঙ্কণ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, তবে আমি আশা রাখতে পারি আপনাদের খারাপ লাগবে না, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার রঙিন তরবারির চিত্র অঙ্কন দেখে নেওয়া যাক।
- আর্ট পেপার
- রঙ পেন্সিল
- পেন্সিল
- রুল কাঁটার
- রাবার
- স্কেল
প্রথমে আমি পেন্সিল দিয়ে তরবারির শুরুর অংশ আর্ট করে নিলাম। |
এরপরে আমি সিঙ্গেল ভাবে পুরো তরবারিটি আর্ট করে নিলাম। |
এরপরে আমি তরবারির উপর দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করতেছি। |
এরপরে পেন্সিল দিয়ে আমি তরবারিটির উপরে একটু ডিজাইন করে নিলাম। |
এরপরে তরবারির ডিজাইন গুলোতে আমি রঙ করা শুরু করে দিলাম, প্রথমে আমি অল্প একটু জায়গায় রঙ করে নিলাম। |
এরপরে আমি পুরো ডিজাইন টিতে রঙ করে নিলাম, এবং বেগুনি রঙের উপর দিয়ে লাল রঙ করে নেই। |
এরপরে আমি ছুরিটিতে রঙ করে নিলাম, রঙিন ছুরি হিসাবে আমি হলুদ রঙ করে নিলাম। |
এরপর তরবারিটির ধরার জায়গায় আমি রঙ করে নিলাম, এখন আমার তরবারি আর্ট করা হয়ে গেছে। |
এরপরে আমার তরবারি আর্ট করা হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি। |
পরিপূর্ণ ভাবে রঙিন তরবারি অঙ্কণটি হয়ে যাওয়ার পর |
রঙিন তরবারি অঙ্কণটি হাতে নিয়ে আমার সেলফি |
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের রঙ পেন্সিল দিয়ে রঙিন তরবারি অঙ্কণ, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
আপনি তো দেখছি খুব ভালো আর্ট করেন, তার বাড়িটি দেখতে খুব চাকচিক্য হয়েছে। এবং কালার কম্বিনেশন টা এতটাই সুন্দর ভাবে করেছেন যে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে আছি।
বাহ্ রং পেন্সিল দিয়ে আপনার তৈরি রঙিন তরবারিটি দেখতে অসাধারণ হয়েছে ভাইয়া। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দরভাবে রঙিন তরবারির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ।আপনার জন্য রইল শুভকামনা।
আপনি খুবই সুন্দর করে আকছেন জল রঙ দিয়ে,তরবারী খুবিই ভালোভাবে আমাদের মাঝে ফুটে উঠছে।রঙ করাটা বিশেষ করে অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে আমাদের মাঝে খুবই সুন্দর করে প্রেজেন্ট করছেন। ধন্যবাদ
এত সুন্দর তরবারি দিয়ে কি আর যুদ্ধ করতে ইচ্ছা করবে? মনে হবে ড্রইংরুমে সাজিয়ে রাখি। খুব চমৎকার হয়েছে আপনার তরবারির আর্টটি। বিশেষ করে বাইরের ডিজাইন এর কারণে এটি আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে।
রং পেন্সিল দিয়ে খুবই চমৎকার একটি তরবারি অঙ্কন করেছেন আপনি ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।বেশ সুন্দর সুন্দর কালার বেছে নিয়েছেন যার জন্য তরবারিটি দেখতে আরও বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার চিত্র সত্যি অসাধারণ হয়েছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। উপস্থাপন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।
এটা কি সুলেমানি তলোয়ার নাকি? খুব সুন্দর করে ডিজাইন করেছেন তলোয়ারটি ।পেন্সিল দিয়ে প্রাচীনকালের দারুন একটি তরবারি আপনি অঙ্কন করলেন ।রং করার জন্য অনেক বেশি আকর্ষণীয় সুন্দর লাগছে অনেক ভালো লাগলো আমার কাছে।
ভাইয়া,রঙ্গিন কলম দিয়ে অসাধারণ সুন্দর একটি রঙিন তরবারি অংকন মাঝে শেয়ার করেছেন। রঙিন কলম দিয়ে রঙিন তরবারি অংকনটি খুবই নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি করেছেন।রঙিন তরবারি টি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে।ভাইয়া,রঙিন তরবারি অঙ্কন করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল আপনার জন্য।।
বাহ আপনি তো পেন্সিল দিয়ে অনেক সুন্দর আরট করতে পারেন। পেন্সিল দিয়ে কত সুন্দর হবে একটি তরবারি অঙ্কন করেছেন। আপনার প্রতিটি ধাপ অসম্ভব সুন্দর হবে সাজিয়ে বসে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বাহ আপনি সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশন করে তরবারি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা করছি।