হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ১০ই বৈশাখ / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে আমি একটি পেন্সিল আর্ট শেয়ার করতে যাচ্ছি।

আমার প্রিয় বন্ধুগন, সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা, আজ আমি আপনাদের মাঝে একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি, আমি জানি এখানে অনেক দক্ষতাবান পেন্সিল আর্টটিস রয়েছে, তারা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পেন্সিল আর্ট করে থাকেন, আর আমি তাদের পোস্ট গুলো দেখে অবিজ্ঞতা নিয়ে আজ আমি চাঁদ, মানুষ এবং পাহাড়ের দৃশ্য আর্ট করেছি,মূলত এটি একটি একাকিত্ব সময় এমন দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে তাই ভালো লাগার জায়গা থেকে আজকে আমার এই চিত্র অঙ্কণ, আমি আশা রাখতে পারি আমার চিত্র অঙ্কণটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চিত্র অঙ্কণটি দেখে নেওয়া যাক।


- আর্ট পেপার
- 4B পেন্সিল
- রুল কাঁটার
- কাটাকেম্পাস
- রাবার
- স্কেল


প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বৃত্ত আর্ট করি, এই বৃত্তি আমি চাঁদে পরিনিত করবো। |


এরপরে আমি চাঁদটির দুই পাশে দুটি পাহাড় আর্ট করে নিলাম। |


এরপরে চিত্রটির চারি পাশে পেন্সিল দিয়ে কালো করে নিলাম, এরপর টিস্যু দিয়ে ফেনে সিং করে নেই। |


এরপর পাহাড় দুটিতে পেন্সিল দিয়ে একেবারেই কালো করে নিলাম। |


এরপর নিচের পাহাড়টিতে একটি গাছ আর্ট করি এবং গাছটিও একবারে কালে করে নেই। |


এরপর বড় পাহাড়টির চূড়ায় একটি মানুষের চিত্র আর্ট করি, যেনো নিরিবিলি একটা পরিবেশ। |


এরপর বড় পাহাড়ের মাঝখানে আমি আরো একটি গাছ আর্ট করি, তবে গাছটিতে কোনো পাতা নেই। |


এরপরে চিত্র অঙ্কণটি হয়ে গেলে স্বাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি। |

পরিপূর্ণ রুপে চিত্র অঙ্কণটি হয়ে যাওয়ার পর |




তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পেন্সিল দিয়ে চাঁদ এবং মানুষের চিত্র অঙ্কণ, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

💞-খোদা হাফেজ-💞


আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।





Best Regards:-
@rubayat02
ওয়াও কী অসাধারণ আর্ট। আসলেই প্রসংশার যোগ্য ভাইয়া। চাঁদটি অনেক সুন্দর লাগছে। আবার গাছটিও অসাধারণ হয়েছে ভাইয়া। সব মিলিয়ে পুরো আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে।
আশাকরি সবসময় এভাবে সুন্দর সুন্দর আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করবেন। শুভকামনা রইল ভাইয়া।
জ্বি আপু মনি, সব সময় সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।
প্রকৃতির মাঝে এভাবে একাকী থাকতে আমার অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে একাকী মানুষের একটি চিত্র অঙ্কন করেছেন ভাইয়া।একাকী এভাবে বসে থেকে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। খুবই মনোরম একটি দৃশ্য অংকন করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।
এক কথায় অসাধারণ। আপনার পেন্সিল স্কেচ টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ কারুকাজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার অংকন এর প্রশংসা করতে হয়। কারণ খুব নিখুঁতভাবে চিত্র কে অঙ্কন করেছেন। চাঁদ ও মানুষের চিত্রটি এবং আপনার কনসেপ্টটি অসাধারণ ছিল। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ এরকম সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের ভালোবাসা পেয়েই এপর্যন্ত আসতে পেরেছি, আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।
পেন্সিল দিয়ে চাঁদ এবং মানুষের খুবউ সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি দারুন হয়েছে খুব গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
এক কথায় অসাধারণ ভাই। আপনার আঁকা দেখে বোঝাই যাচ্ছে আপনি একজন দক্ষ। পাহাড় মধ্যে চাঁদ এবং বসে থাকার দৃশ্য সত্যি অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য।
চাঁদ মানুষ পাহাড় এর অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন খুবই ভালো তোমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো নিয়ে শুভকামনা রইল আপনার জন্য
খুব সুন্দর একটি পরিবেশ ,বিশাল একটি চাঁদ,পাহাড়ের চূড়ায় বসে থাকা একজন মানুষ সবকিছু মিলিয়ে আপনি দারুন একটি পেন্সিল আর্ট করেছেন। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় দেখাচ্ছে ।বিশেষ করে সবগুলো কাজ আপনি খুব নিখুঁতভাবে করেছেন । সত্যিই খুব ভালো লাগলো আপনার আজকের চিত্রটি।
পেন্সিল রং দিয়ে চাঁদ এবং মানুষের চিত্রাঙ্কনটি দসরুন হয়েছে। পেন্সিল আর্ট আমার খুবই পছন্দ। আমি প্রায় সময় পেন্সিল আর্ট করি।পেন্সিল আর্ট রংয়ের আর্ট এর চেয়েও ভালো লাগে। আপনার চিত্র টি আপনি দক্ষতার সাথে এঁকেছেন। দেখে মনে হচ্ছে কোন খুঁত নেই। ধাপে ধাপে চিত্রটি এঁকে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার পেন্সিল আর্টি সত্যিই অসাধারণ হয়েছে। একা একই মানুষ পাহাড়ের চূড়ায় বসে আছে সত্যি দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনি খুব সুন্দর নিখুঁত ভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং আর্টি ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল ব্যবহার করে চাঁদ এবং একটি মানুষের চিত্র তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল