হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02
কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
পাউরুটি দিয়ে ডিমের ওমলেট রেসিপি
আজ আমি পাউরুটি এবং ডিম দিয়ে খুব সহজে অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করলাম, এটি ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একটি রেসিপি, এই রেসিপিটি আমি প্রায় সময় তৈরি করে থাকি, এই রেসিপিটি আমার অনেক ভালো লাগে রেসিপিটি তৈরি করতে বেশি খরচ হয় না, অল্প খরচে খুব সুন্দর একটি রেসিপি যখন ইচ্ছে হয় তখনই রেসিপিটি বানিয়ে খাওয়া যায়, আমার জানামতে এই রেসিপিটি প্রায় অনেক মানুষেরই জানেন, তারপরে আমি আমার ভাললাগার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা স্টেপ অনুযায়ী রেসিপিটি দেখে নেওয়া যাক।
উপকরণের নাম | পরিমাণ |
ডিম | ৪টি |
পাউরুটি | এক পেকেট |
চিনি | পরিমাণ মত |
তেল | পরিমাণ মত |
প্রথমে আমি ডিম গুলো একটি প্লেটে নিলাম, আর সেগুলো একটি একটি করে বাটিতে ভেঙে নিলাম। |
এরপর ভেঙে নেওয়া ডিম গুলোতে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেই। |
এরপরে কাটা চামচের সাহায্যে আমি চিনি এবং ডিমগুলো মিশ্রণ করে নেই। |
এরপরে পরিমান মত তেল দিয়ে আমি তেল গুলো গরম করে নেই। |
এরপর পাউরুটি গুলোতে আমি ডিমের মিশ্রণ গুলো মিশিয়ে নেই। |
ভালো করে মেশানো হয়ে গেলে আমি পাউরুটি ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। |
হালকা তাপে আমি পাউরুটি গুলো সুন্দর করে ভাজতে লাগি। |
ভাজা হয়ে গেলে আমি পাউরুটি গুলো একটি প্লেটে নামিয়ে নিলাম। |
পরিপূর্ণ ভাবে রেসিপিটি তৈরি হওয়ার পর |
রেসিপিটি হাতে নিয়ে আমার একটি সেলফি |
এই ছিলো আমার আজকের পাউরুটি দিয়ে ডিমের ওমলেট রেসিপি, রেসিপিটি সবার জানা থাকলেও আশা করি আপনাদের ভালো লেগেছে, আবারও সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।
💞-খোদা হাফেজ-💞
Best Regards:-
@rubayat02
এই খাবারটি সত্যি একটি মজাদার খাবার আর এটা আমরা বিকেল বেলার নাস্তা হিসেবে করে থাকি প্রায় সময়। ধন্যবাদ ভাইয়া খুব লোভনীয় একটি খাবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাউরুটি দিয়ে ডিম নাস্তা হিসেবে এর কোন তুলনা হয় না। যেকোনো সময় এগুলো খেতে অনেক মজা লাগে। আমিও বাড়িতে প্রায়ই এগুলো খেয়ে থাকি। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ভাইয়া। অনেক সুন্দর ভাবে সেগুলো বর্ণনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
পাওরুটি দিয়ে এমন ডিমের ওমলেট আমি প্রথম দেখলাম।অনেক লোভনীয় লাগছে দেখতে খুব গুছিয়ে করেছেন ধাপ গুলো ধন্যবাদ শেয়াদ করার জন্য
সকালের নাস্তার জন্য, আমার কাছে একদম পারফেক্ট রেসিপি। ভাল লাগে খেতে।এখন খেতে পারলে ভালো লাগতো।আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে ৃ
অমলেট খেতে আমি অনেক ভালবাসি আপনি পাউরুটি দিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। কিছুদিন আগেই আমার আম্মু ডিমের অলমেট তৈরি করেছিলেন সেদিন খেয়ে অনেক মজা পেয়েছিলাম । ঠিক তেমনিভাবে আপনার এই অমলেট রেসিপিও মনে হয় বেশ মজাদার হবে ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। এভাবে পাউরুটি দিয়ে ডিম ভেজে খেতে সত্যিই খুবই মজার লাগে। এভাবে সকাল কিংবা সন্ধ্যাবেলা নাস্তা বানিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনি পুরো রেসিপিটি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
পাউরুটি আর ডিমের নাস্তা টা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই নাস্তা তৈরি করাও অনেক সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেক ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে এই খাবারটি বেশ ভালো হবে। আপনি খুব চমৎকারভাবে আজকের রেসিপি উপস্থাপন করেছেন, তবে রেসিপিটি তুলনামূলক একটু সাধারণ হয়ে গেছে। আপনি একজন ভাল ব্লগার আশা করি আপনার থেকে আমরা আরও চমৎকার কিছু জিনিস উপহার পাবো। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, আমি সব সময় চেস্টা করবো আপনাদের ভালো কিছু উপহার দেওয়া জন্য, আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো ভাইয়া