DIY" এসো নিজে করি - রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি || by @rubayat02 || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি


20220222_213801-01.jpeg

আজ আমি রঙিন পেপার দিয়ে একটি ঝুড়ি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ঝুড়ি তৈরি আপনাদের ভালো লাগবে, এই প্রথম আমি রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি করেছি জানিনা কেমন হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে, প্রথম বার হলেও ঝুড়িটি আমার ভালোই লেগেছে, তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কি ভাবে রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি করেছি।

প্রয়োজনী উপকরণ


IMG_20220216_114951-01.jpeg

  • কয়েকটি রঙিন পেপার
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • কয়েকটি রঙিন পুঁতি

ধাপঃ—০১


IMG_20220215_100919-01.jpeg

প্রথমে আমি কয়েকটি রঙিন পেপার নেই এবং সেই পেপার গুলো সাইজ মত কেটে নেই।

ধাপঃ—০২


IMG_20220215_100932-01.jpeg

IMG_20220215_100952-01.jpeg


IMG_20220215_101051-01.jpeg

এরপর আমি পেপার গুলো ভাজ করে নেই, এবং গাম দিয়ে সেগুলো ভালো করে লাগিয়ে নেই।

ধাপঃ—০৩


IMG_20220215_101111-01.jpeg


IMG_20220215_101134-02.jpeg

এরপর আমি একবারে গোল করে গাম দিয়ে লাগিয়ে নেই।

ধাপঃ—০৪


IMG_20220215_101232-01.jpeg

IMG_20220215_101310-01.jpeg


IMG_20220215_101349-01.jpeg

এরপর আমি একটি শক্ত কাগজ গুলো করে কেটে নেই, এবং সেখানে রঙিন পেপার গুলো লাগিয়ে নেই।

ধাপঃ—০৫


IMG_20220215_101409-01.jpeg

ঝুড়ি টি ধরার জন্য একটি রঙিন পেপার লাগিয়ে দিলাম।

ধাপঃ—০৬


IMG_20220214_140627-01.jpeg

এরপর কাগজ দিয়ে কয়েকটি ফুল তৈরি করি এবং ফুল গুলোতে রঙিন পুঁতি বসিয়ে দেই।

ধাপঃ—০৭


IMG_20220214_141137-01.jpeg


IMG_20220214_142232-01.jpeg

এরপর ফুল গুলো আমি ঝুড়িতে লাগিয়ে দেই।

ধাপঃ—০৮


IMG_20220215_101643-01.jpeg

তারপর আমি ঝুড়ি টির নিচে একটি কাগজ লাগিয়ে নিলাম।

ধাপঃ—০৯


IMG_20220215_101703-01.jpeg

সাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে ঝুড়িটি তৈরি হওয়ার পর


IMG_20220215_101703-01.jpeg

ঝুড়িটি হাতে নিয়ে আমার একটি সেলফি


IMG_20220215_101908-01.jpeg



এই ছিলো আমার আজকের রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবার প্রতি শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর একটা ঝু্ড়ি বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে, এর আগে মনে হয় এই রকম একটি ঝুড়ি বানানোর পোস্ট কেউ একজন দিয়েছে। আপনার ঝুড়ি টা বেশ ভালো হয়েছে। ঝুড়ির হ্যান্ডেলে শিউলি ফুল গুলো দেওয়ার একতে চমৎকার হয়েছে।কালার কম্বিনেশন টা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, তবে আপু আমার চোখে পরেনি এরকম ঝুড়ির পোস্ট, যদি পরতো তাহলে আমি দ্বিতীয় বার এমন পোস্ট দিতাম না, জানিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

রঙিন পেপার দিয়ে ঝুড়ি তৈরিটি অনেক সুন্দর হয়েছে সত্যি আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ ঝুড়ি টির কালার টা বেশ সুন্দর লাগছে ড্রাই প্রজেক্ট টি সম্পর্কে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আমিও একবার রঙিন কাগজ দিয়ে এরকম একটি ঝুড়ি তৈরি করেছিলাম। আপনার তৈরি ঝুড়ি খুবই সুন্দর হয়েছে ।এত সুন্দর করে আপনি তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ঝুড়ি তৈরি করা খুবই সুন্দর হয়েছে ।খুব সুন্দর করে আপনি ঝুড়িটি বানিয়েছেন। যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপের উপস্থাপন ছিল অসাধারণ ।ঝুড়ি তৈরির জন্য আপনি যে কাগজ নিয়েছেন সেই কাগজের কালার চমৎকার হয়েছে ।যার জন্য আপনার ঝুড়িটি আরও বেশি আকর্ষণীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঝুড়ি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু, গঠন মূলক একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন।আরও বেশি সুন্দর লাগছে ছোট ছোট ফুল গুলো গুলো জন্য। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।ঝুড়ি টা দেখতে অনেক কালারফুল লাগছে।
ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ তো আপনি রঙের কাগজ দিয়ে চমৎকার একটি ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়ির কালার কম্বিনেশন টা অসাধারন হয়েছে। ঝুড়িটি দেখতে অনেক কিউট লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 
ওয়াও রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে। অনেক সুন্দর মোটের উপর পুরাই জোস লাগতাছে এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মূহুর্ত আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,,
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ঝুড়ি তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই রঙিন কাগজের ঝুড়ি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মানুষের উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি আপনার এই রঙিন কাগজের ঝুড়ি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঝুড়ি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ঝুড়ি তৈরি করলেন আপনি ‌‌। দেখতে তো একেবারে অসাধারণ দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো আমার কাছে এমনিতে দেখতে খুবই চমৎকার লাগে। আপনার তৈরি করা ঝুড়িটা তো অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা টাও করলে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍 ‌

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ঝুড়ি তৈরি করেছেন এবং অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন রঙিন কাগজের তৈরি ঝুড়ি টির সম্পর্কে। দেখতে খুবই চমৎকার লাগছে। দেখেই বুঝা যাচ্ছে আপনার হাতের কাজ অনেক ভালো। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33