DIY এসো নিজে করি || ভালোবাসার দু'টি হাত অঙ্কণ || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি,
আজ আমি আপনাদের সাথে ভালোবাসার দু'টি হাত অঙ্কণ শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে অঙ্কণটি শুরু করা যাক।



ভালোবাসার দু'টি হাত


20211230_190438-01.jpeg

ভালোবাসার দু'টি হাত, ভালোবাসা এক আজব জিনিস সত্যি কারের ভালোবাসা চাইলেও কখনো ভুলে যাওয়া সম্ভব হয় না, তাই আমি চাই সবার ভালোবাসা যেনো চিরঅমর হয়ে থাকে, এভাবেই যেনো হাতে হাত রেখে সারাজীবন দুজন দুজনের মাঝে বেছে থাকে, সবার পবিত্র ভালোবাসার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, জানিনা আমার অঙ্কণটি কেমন হয়েছে, তবে অঙ্কণটি ভালোবাসার মানুষের জন্যই তৈরি করেছি, আমি ছোট মানুষ যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন।



উপকরণ


IMG_20211230_182605-01.jpeg

  • একটি আর্ট পেপার
  • এটকি পেন্সিল
  • জেল কলম
  • একটি রাবার
  • রুল কাটার
  • একটি স্কেল



ধাপঃ—০১


IMG_20211230_182713-01.jpeg

প্রথমেই আমার ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম উপরে উল্লেখ করে, আমি ভালোবাসার দু'টি হাত অঙ্কণটি শুরু করি।



ধাপঃ—০২


IMG_20211230_182737-01.jpeg

এরপরে আমি প্রথমে একটি ছেলের হাত আর্ট করি, পুরো হাতটি আর্ট করে নেই।



ধাপঃ—০৩


IMG_20211230_182804-01.jpeg

এরপরের দৃশ্যে আমি মেয়েটির হাতের তিনটি আঙুল আর্ট করি।



ধাপঃ—০৪


IMG_20211230_182836-01.jpeg

তারপর আমি মেয়েটির পুরো হাতটি আর্ট করি, এরি মধ্যে আমার সাধারন ভাবে হাত দু'টি আর্ট হয়ে যায়।



ধাপঃ—০৫


IMG_20211230_182911-01.jpeg

এরপর আমি ছেলেটির হাতে একটি ঘড়ি এবং মেয়েটির হাতে দু'টি চুরি আর্ট করি।



ধাপঃ—০৬


IMG_20211230_182955-01.jpeg

এরপর ঘড়িটিতে একটু জেল কলম দিয়ে কালো করে দেই, সাথে চুরি গুলোও কালো করে দেই।



ধাপঃ—০৭


IMG_20211230_183054-01.jpeg

এরপর আমি পেন্সিল দিয়ে হাত দুটিতে হালকা করে কালো করি, যাতে হাত দুটি সুন্দর লাগে।



ধাপঃ—০৮


IMG_20211230_183144-01.jpeg

এরপরে আমার অঙ্কণটিতে আমার সাক্ষর হিসাবে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।



পরিপূর্ণ ভাবে চিত্রটি আর্ট হওয়ার পর


IMG_20211230_203323.jpg

অবশেষে আমার অঙ্কণটি পরিপূর্ণ হলো।



আমার আর্ট করা চিত্রটির সাথে আমার সেলফি


IMG_20211230_182549-01.jpeg



এই ছিলো আমার আজকের ভালোবাসার দু'টি হাত অঙ্কণ, জানিনা আপনাদের কেমন লেগেছে, তবে আমি অনেক চেষ্টা করেছে ভালো করে অঙ্কণটি করতে, আশা করি আপনাদের ভালো লাগবে, আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার কোনো একটি নতুন চিত্র অঙ্কণ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।



💞 খোদা হাফেজ 💞



Best Regards:-
@rubayat02

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার আর্ট করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি দুটি ভালোবাসার হাত এঁকেছেন সত্যিই খুবই সুন্দর শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার জন্যও শুভকামনা রইল

 3 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে ভালবাসার দুটি হাতের দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এই অঙ্গন টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অংকন টি সম্পন্ন করেছেন, এত সুন্দর একটি অঙ্গন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65017.48
ETH 3454.80
USDT 1.00
SBD 2.50