DIY" এসো নিজে করি - রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02


কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি


20220304_222245-01.jpeg

আবারও আমি আপনাদের মাঝে একটি DIY পোস্ট নিয়ে হাজির হয়েছি, আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ছাতা তৈরি করেছি, এরকম ছাতা গুলো শুধু মাত্র সাজিয়ে রাখার জন্য, তাই আমি ঘরে সাজিয়ে রাখার জন্য একটি ছাতা তৈরি করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে, মুলত আমি দুই কালারের কাগজ দিয়ে ছাতা তৈরি করেছি, উপরে আমি হালকা নীল কাগজ ব্যবহার করেছি এবং ভিতরে সাদা কাগজ ব্যবহার করেছি, তাহলে সেই বন্ধুরা এখন দেখে নেওয়া যাক কি ভাবে আমি রঙিন কাগজ দিয়ে ছাতাটি তৈরি করেছি।

প্রয়োজনী উপকরণ


IMG_20220304_200835-01.jpeg

  • দুইটি রঙিন কাগজ
  • একটি কাঁচি
  • পরিমাণ মত গাম
  • কিছু রঙিন পুঁতি
  • একটু পেন্সিল

ধাপঃ—০১


IMG_20220304_191651-01.jpeg

প্রথমে আমি দুইটি কাগজ এক সমান করে কেটে নিলাম।

ধাপঃ—০২


IMG_20220304_191723-01.jpeg

IMG_20220304_191802-01.jpeg

IMG_20220304_191827-01.jpeg

এখানে আমি কাগজটি কয়েকটি ভাজে ভাজ করে নিলাম।

ধাপঃ—০৩


IMG_20220304_191851-01.jpeg

IMG_20220304_191912-01.jpeg

IMG_20220304_191933-01.jpeg

আবারও আমি কয়েকটি ভাজ করে নিলাম

ধাপঃ—০৪


IMG_20220304_192036-01.jpeg

IMG_20220304_192054-01.jpeg

IMG_20220304_192114-01.jpeg

এরপরে আমি একবারেই সব ভাজ করা কাজ শেষ করে নেই।

ধাপঃ—০৫


IMG_20220304_192146-01.jpeg

IMG_20220304_192205-01.jpeg

IMG_20220304_192243-01.jpeg

পূর্বের কাগজটির মত করে আমি সাদা কাগজটিও ভাজ করে নেই, এবং সাদা কাগজটিতে পেন্সিল দিয়ে একটি দাগ দেই এবং কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপঃ—০৬


IMG_20220304_192307-01.jpeg

IMG_20220304_192333-01.jpeg

IMG_20220304_192415-01.jpeg

এরপর কাটা কাগজটি আমি উল্টো করে নেই।

ধাপঃ—০৭


IMG_20220304_192442-01.jpeg

IMG_20220304_192503-01.jpeg

এরপর আমি গাম দিয়ে দুইটি কাগজ এক সাথে লাগিয়ে নেই।

ধাপঃ—০৮


IMG_20220304_192520-01.jpeg

IMG_20220304_192536-01.jpeg

IMG_20220304_192721-01.jpeg

IMG_20220304_192619-01.jpeg

এরপর আমি সাদা কাগজ দিয়ে একটি পাইপের মত তৈরি করি, এবং সেই পাইপটি ছাতা টিতে লাগিয়ে দেই।

ধাপঃ—০৯


IMG_20220304_192758-01.jpeg

IMG_20220304_192824-01.jpeg

IMG_20220304_192737-01.jpeg

IMG_20220304_192857-01.jpeg

ধাপঃ—১০


IMG_20220304_192920-01.jpeg

IMG_20220304_192939-01.jpeg

IMG_20220304_192956-01.jpeg

এরপর আমি সাদা কাগজ দিয়ে আমি কয়েকটি ফুল তৈরি করি।

ধাপঃ—১১


IMG_20220304_193030-01.jpeg

IMG_20220304_193107-01.jpeg

এরপর আমি ফুল গুলো ছাতাটির মধ্যে লাগিয়ে নেই।

ধাপঃ—১২


IMG_20220304_193242-01.jpeg

IMG_20220304_193203-01.jpeg

এরপর ফুল গুলোতে আমি রঙিন পুঁতি লাগিয়ে দেই।

ধাপঃ—১৩


IMG_20220304_193536-01.jpeg

এরপর সাক্ষর হিসাবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে ছাতাটি তৈরি হওয়ার পর


IMG_20220304_193401-01.jpeg

ছাতাটি হাতে নিয়ে আমার একটি সেলফি


IMG_20220304_191446-01.jpeg



এই ছিলো আমার আজকের রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আবার সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন পোস্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপর কে সুস্থ রাখবেন।




💞-খোদা হাফেজ-💞




Best Regards:-
@rubayat02

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ছাতা তৈরি করেছেন ভাইয়া। আপনার ছাতা তৈরি করার এই পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ছাতা তৈরি ধাপগুলো প্রত্যেকটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাগজ দিয়ে তৈরি এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার এই ধরণের কাজ গুলো সত্যিই আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার উপস্থাপনা টা দারুন হয়েছে। এবং তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনি। এভাবেই এগিয়ে চলুন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ছাতা তৈরি করেছেন। এর আগে আমি এই ছাতা তৈরি করেছিলাম। আজকে আপনার ছাতা তৈরীর উপস্থাপন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ওয়াও ভাইয়া বেশ অসম্ভব সুন্দর একটি ছাতা তৈরি করেছেন তো। রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ভাইয়া। আপনার তৈরি ছাতা দেখতে অনেক কালারফুল লাগছে। আপনি খুব দক্ষতার সাথে এই দারুণ ছাতা তৈরি করেছেন।ধন্যবাদ ভাইয়া,আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু, অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি একটি ছাতা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ ভাবে আপনি এটি ফুটিয়ে তুলেছেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। ধাপে ধাপে খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ছাতা তৈরি করেছেন আপনি। দেখতে সত্যিই অনেক সুন্দর লাগতাছে এবং বাস্তব ছাতা গুলোর মতই দেখাচ্ছে। সত্যিই অসাধারণ এবং প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহুর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ছাতা তৈরি করলেন। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ছাতাটি আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। বিশেষ করে ছাতার উপরে ফুল গুলো খুবই চমৎকার দেখাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ছাতা তৈরি করেছেন । যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে । তাছাড়া সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি খুবই সুন্দর হয়েছে ।আপনি নিখুঁতভাবে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করলেন। যেটা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67599.37
ETH 3782.24
USDT 1.00
SBD 3.49