আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি একটি ভুল করেছি, সেই ভুলের ক্ষমা করার জন্য আবেদন পত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু তত বেশি ভালো না, কারণ আজকে আমি আমার একটি বড়ো ভুল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


20211226_163835-01.jpeg


প্রথমেই আমি ক্ষমা চেয়েনেই আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিচালক @rme দাদার কাছ থেকে এরপর কমিউনিটির সকল admin এবং modarator ভাইয়া ও আপুদের কাছে থেকে কারণ আমি একটি ধোকায় পরে অনেক বড়ো ভুল করে ফেলেছি, শুরু থেকেই যদি আপনারা ক্ষমার দৃষ্টিতে না দেখেন তাহলে হয়তো শেষ পর্যন্ত আমার ওপর আপনাদের অনেক ঘৃণা চলে আসবে, তাই দয়া করে শুরু থেকেই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


আমি যে ভুল করেছি


আমি ৯ মাস আগে আমার আপুর বাড়িতে গিয়ে এক বন্ধুর কাছ থেকে স্টিমিট আইডি খুলে নেই, এরপর বাড়িতে এসে আমি নিজে নিজে আইডি খোলার চেষ্টা করি এবং আমি সফল হই, এরপর আমার বন্ধুর খুলে দেওয়া @rubayat02 আইডি দিয়ে একটি কমিউনিটিতে কাজ করি, সেখানে কয়েক মাস কাজ করার পর আমাদের কমিউনিটির গ্রুপে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির কথা জানতে পারি, কিন্তু এর সাথে আমি আরো একটি কথা সেখানে জানতে পারি, সেটা হলো steem-bangladesh কমিউনিটিতে যারা কাজ করে তাদের নাকি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সাপট দেওয়া হয় না, জানি এটা বিশ্বাস করার মত কথা না, কিন্তু সত্যি আমি এমনটাই শুনতে পেয়েছি, তাই ধোঁকায় পড়ে আমার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসলো, বর্তমান যেটা আমার কাল (সমস্যা) হয়ে দারিয়েছে।


IMG_20211226_171944.jpg

আমি যে আইডি দিয়ে ভুলটি করেছি সেই আইডির লিংক


ওই কথাটি শুনার পর আমি ভাবলাম আমি যদি অন্য একটি আইডি দিয়ে কাজ করি তাহলে তো ঠিকেই সাপট পাবো, তখন আমি নিজে যে @mamun02 আইডি খুলে ছিলাম সেই আইডি দিয়ে ৫ মাস আগে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি, এবং আমি ৩ মাস সেই আইডি দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করেছি, যেটা আমার অনেক বড়ো ভুল হয়েছে, আমি তখন ফেক আইডির বিষয়ে বেশি কিছু জানতাম না।

আমি তখন আমার বাংলা ব্লগ কমিউনিটির discord গ্রুপে জয়েন ছিলাম না, এরপর একদিন @moh.arif ভাইয়া আমায় discord গ্রুপে কথা বলতে বলে, আমি তাদের সাথে কথা বলি, কিন্তু তারা বুঝতে পারে যে এটা আমার ফেক আইডি, তখন আমার আইডিটি পারমানেন্ট ব্যান করা হয়। এটা প্রায় ২ মাস আগে ঘটে যাওয়া ঘটনা।

তার এক সপ্তাহ পরে আমার @rubayat02 (রিয়াল) আইডি দিয়ে @rex-sumon ভাইয়াকে সব কিছু জানাই এবং ভাইয়ার কাছে আমার অপরাধ শিকার করি, এবং এধরণের কাজ আমি আর কখনো করবো না এমন প্রতিশ্রুতি ভাইয়াকে দেই, এবং আমার রিয়াল আইডি দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করি, তখন পুরো ঘটনা জানার পর ভাইয়া আমায় বলছিলো যে আমি যেনো পরিচয় মুলুক পোস্টে এসব কথা তুলে ধরি, কিন্তু আমি তখন খুব লজ্জার মুখে ছিলাম, তাই ভাবলাম আমি কিছু দিন আমার বাংলা ব্লগ কমিউনিটির discord গ্রুপে থেকে সব কিছু ভালো করে জেনে বুঝে কাজ করবো, তাই আমি অনেক দিন ধরে discord এ জয়েন ছিলাম এবং অনেক কিছু জানতে পারি।


সবার কাছে ক্ষমার আবেদন


আমি সবার কাছে ক্ষমা চাই কারণ আমি খারাপ কাজ করে অনেক ভালো ইউজারদের হক নষ্ট করেছি, আমি খুবই লজ্জিত এমন একটি জঘন্যতম কাজ করার জন্য, সত্যি আমি অনেক বড় একটি ভুল করেছি, তাই সকল admin এবং modaretor ভাইয়া এবং আপুদের কাছে আমি ক্ষমা চাই, দয়া করে আমার পূর্বর ভুলটা ক্ষমা করবেন, এবং আমি আপনাদের কাছ থেকে সততার সাতে আমার রিয়াল আইডি দিয়ে কাজ করার একটি সুযোগ চাইতেছি।


ভুল থেকে আমার শিক্ষা


আসলে মানুষ বলতেই ভুল তাই আমি এমন একটি ভুল করেছি, আসলে আমি একটা ভুল কথা ফলো করে এমন একটি বড় ভুল কাজ করেছি, আজকে যদি সেই কথাকে বিশ্বাস না করে একটু যাচাই করতাম তাহলে হয়তো এতো বড় ভুল কাজ করতাম না, আর মানুষ ভুল করে যেটা শিক্ষা নেই দ্বিতীয় বার সেই ভুল তার দ্বারা হওয়া সম্ভব না যদি সে নিজের ভুল টাকে নিজেই ঘৃণার দৃষ্টিতে তাকায়, সত্যি আমি অনেক লজ্জিত এমন একটি কাজ করার জন্য, তাই আমার চরম একটি শিক্ষা হয়ে গেছে আমি দ্বিতীয়তে এমন ভুল আর কখনোই করবো না, দ্বিতীয়তে এমন ভুল আর কখনো হবেও না ইনশাআল্লাহ।
তাই @amarbanglablog কমিউনিটির founder ও admin এবং modaretor ভাইয়া এবং আপুদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে একটা সুযোগ দেওয়া হক, কারণ আমি খারাপ কাজ করে আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি তাই আমি চাই আমার রিয়াল আইডি দিয়ে কাজ করে আপনাদের মনে একটা ভালো জায়গা তৈরি করে নিতে।



কৃতজ্ঞতা প্রকাশ করছি

@rme
@rex-sumon
@shuvo35
@moh.arif
@hafizullah
@kingporos
@blacks
@rupok
@winkles
@nirmalya
ভাইয়া এবং
@nusuranur
@tengera
@brishti
আপুদের কাছে।



সবাইকে অনেক ধন্যবাদ আমার এমন একটি পোস্ট পরার জন্য আর আমার লেখা এবং কথায় যদি ভুল ত্রুটি হয় তাহলে, আবারও সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



❣️খোদা হাফেজ ❣️



Sort:  
 3 years ago (edited)

@rubayat02, ভবিষ্যতে এই ধরনের কাজ আর যেনো না হয়। এরপর কিন্তু আর কোনো আবেদন মানা হবে না।আজই আপনি Appeal চ্যানেল এ ভুল মওকুফের জন্য এডমিন শুভ ভাইয়ার সাথে যোগাযোগ করুন। উনাকে মেনশন করুন এবং কথা বলুন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.24
JST 0.040
BTC 93472.35
ETH 3317.06
USDT 1.00
SBD 9.41