DIY" ম্যান্ডালা ফুলের টপ আর্ট || 10% for shy-fox 🦊
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ১৮ই-কার্তিক১৪২৯ বঙ্গাব্দ
- আর্ট পেপার
- 4B পেন্সিল
- জেলপেন
- রুল কাঁটার
- রাবার
- স্কেল
প্রথমে আমি পেন্সিল দিয়ে ফুলের টোপটির একটু অংশ আর্ট করে নিলাম।
এরপর টোপ টির গায়ে হালকা করে ম্যান্ডালা আর্টের ডিজাইন করে নিলাম।
এরপরে আমি ফুলের টপে ম্যান্ডালা আর্ট করে নিলাম।
এরপর আমি সম্পুর্ণ টপ টিতে ম্যান্ডালা আর্ট করে নিলাম এবং আমার হাতের দৃশ্যের একটি ফটো শেয়ার করলাম।
এরপর আমি টপের মধ্যে একটি জবা ফুল আর্ট করে নিলাম।
এরপর আমি আরও দুইটি জবা ফুল আর্ট করে নিলাম।
এরপর আমি জবা ফুল গুলোতে পেন্সিল দিয়ে হালকা কালো করে নিলাম।
এরপর আমি গাছের পাতা আর্ট করে নিলাম।
আমার আর্টি সম্পুর্ন হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আর্টির নিচে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি।
💞-খোদা হাফেজ-💞
💞-খোদা হাফেজ-💞
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
ম্যান্ডেলা ফুলের টপ আর্ট টি অসাধারণ হয়েছে ভাইয়া।বিশেষ করে টপটা নিখুঁতভাবে ভাবে আর্ট করেছেন।টপের ফুলের ডিজাইনটা খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলসহ ফুলের টবটি খুব সুন্দর করে এঁকেছেন আপনি। দেখতে বেশ ভালো লাগছে । দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আর্ট টি করার চেষ্টা করেছেন । আমার কাছে আপনার আর্টটি বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপের উপস্থাপন ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।
বাহ অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। টপের মধ্যে ফুল দেখতে খুব অসাধারণ লাগলো। আমিও আজকে ম্যান্ডেলা করলাম। সত্যি অনেক সুন্দর করে ম্যান্ডেলাটি আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।