DIY (এসো নিজে করি) -একটি ছেলের বই পড়ার টেবিল সহ চিত্রাঙ্কন। 10% Beneficiary @shy-fox🐺 জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের -সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা 🌷

🙏 আশা করি অশেষ সৃষ্টিকর্তা রহমতে সবাই ভাল আছেন ।🙏🏽আমি আপনাদের দোয়ায় এবংঅশেষ সৃষ্টিকর্তা রহমতে ভালো আছি এবং আমি সবার কাছে দোয়া প্রার্থী।

আজ ২৩ জানুয়ারি ২০২২ ইং - রবিবার
বাংলা ১০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ

🙌 ইমোজি সোর্স

হ্যালো আর্ট প্রেমী 👨‍🎨 ফ্রেন্ডস

✍️

আজ আমি আবারও ফিরে এসেছি আমার চিত্রাঙ্কন নিয়ে। আজকে আমি যেই চিত্রাঙ্কনটি সবার সাথে শেয়ার করব -সেটি হচ্ছে একটি ছেলের পড়ার টেবিল সহ পড়ার মূহূর্তের অঙ্কন।আশা করি সবার ভালো লাগবে।

আমার বাংলা ব্লগের বন্ধুরা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার চিত্রাঙ্কনের ধাপ গুলো।

একটি ছেলের বই পড়ার টেবিল সহ চিত্রাঙ্কন চুরান্ত ধাপঃ
👨‍🎨

IMG_20220123_175518.jpg

আমার চিত্রাঙ্কনের উপকরন সমূহ ছিলঃ

  • প্রথমত ১টি পেন্সিল
  • একটি সাদা কাগজ খাতা সহ
  • একটি রাবার
  • একটি রুলার মেশিন
  • একটি স্কেল
  • অনেক রকম কালার পেন্সিল যা দিয়ে আমি রঙ করবো
👨‍🎨আমার অঙ্কনের ধাপ -১
ফটো-১ফটো-২
IMG_20220122_201148.jpgIMG_20220122_201332.jpg

✍️

প্রথমে আমি একটি স্কেল ,রাবার, পেন্সিল ,সাদা কাগজ ,একটি রুলার কাটার নিয়েছিলাম।এর পর আমি সাদা কাগজে দাগ টান্তে শুরু করি।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -২
ফটো-৩ফটো-৪
IMG_20220122_201731.jpgIMG_20220122_202242.jpg

✍️

এখানে আমি গ্রাফ আকারে দাগ টানি যাতে আমার অঙ্কনটি করতে সহজ হয়। এর পর আমি আমার অঙ্কনের প্রথমত ছেলেটির দুটি চোখ আর নাক অঙ্কন করি।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৩
ফটো-৫ফটো-৬
IMG_20220122_202452.jpgIMG_20220122_202758.jpg

✍️

এই ধাপে আমি ছেলেটির ঠোট , ভ্ররু এবং কি মুখের আকৃতি অঙ্কন করি,যা আমাকে আমার মার্জিন করা প্রতিটি ধাপ সাহায্য করে।এখানে আমি ছেলেটির বসার জন্য একটি চেয়ারের আকৃতি অঙ্কন নেই।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৪
ফটো-৭ফটো-৮
IMG_20220122_203219.jpgIMG_20220122_203424.jpg

✍️

এখানে আমি প্রথমে গলার অংশ করি,এর পর হাতের দিকে অঙ্কন শুরু করি এবং হাত সহ বডির অঙ্কন করি।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৫
ফটো-৯ফটো-১০
IMG_20220122_203715.jpgIMG_20220122_203937.jpg

✍️

এই ধাপে আমি স্কেল দিয়ে পড়ার টেবিল এবং পড়ার বই অঙ্কন করি।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৬
ফটো-১১ফটো-১২
IMG_20220122_204052.jpgIMG_20220122_204521.jpg

✍️

এই ধাপে আমি অঙ্কনের লাইন গুলো পেন্সিল দিয়ে একটু ভালো ভাবে দিয়ে দেই।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৮
ফটো-১৩ফটো-১৪
IMG_20220122_205346.jpgIMG_20220122_205842.jpg

✍️

এই ধাপে আমি রাবার দিয়ে অঙ্কনের বাহিক লাইন বা গ্রাফ গুলো মুছে নেই,আস্তে আস্তে যাতে আমার অঙ্কন ভাল হয়।

👨‍🎨আমার অঙ্কনের ধাপ -৯
ফটো-১৫ফটো-১৬
IMG_20220122_210815.jpgIMG_20220122_211353.jpg

✍️

আমার অঙ্কনের সর্ব শেষ ধাপে আমি ভালো ভাবে রাবার দিয়ে পরিস্কার করি ।এর পর আমি ছেলেটির মাথার চুল গুলো পেন্সিল কালার দিয়ে রঙ করি,যা ধুসর রঙ আসে।

👨‍🎨আমার অঙ্কনের রঙ করার ধাপ সমূহঃ

👨‍🎨আমার রঙ করার ধাপ -১
ফটো-১ফটো-২
IMG_20220122_212234.jpgIMG_20220122_212527.jpg

✍️

রঙ করার প্রথম ধাপে আমি শরিরের স্কিন কালার নেই এবং আমি শরিরের মুখে এবং হাতে এই রঙ ব্যবহার করি।এর পর সবুজ রঙ দিয়ে হাতার কালার করি। এবং কি বইয়ের রঙ হিসেবে পেন্সিল রঙ ব্যবহার করি,বইয়ের লেখা আকৃতি স্বরুপ আমি পেন্সিল দিয়ে আকাবাকা করে দিয়ে দেই।

👨‍🎨আমার রঙ করার ধাপ -২
ফটো-৩ফটো-৪
IMG_20220122_213044.jpgIMG_20220122_214050.jpg

✍️

এই ধাপে আমি ছেলেটির বাসার চেয়ারের রঙ করি যার রঙ ছিল হালকা নীল রং।এবং এখানে আমি আমার অঙ্কনের সিগ্নাচার করি, আরো আমি ছেলেটির দুই ঠোটে আমি লাল এবং গোলাপি রঙ করি।

👨‍🎨আমার রঙ করার ধাপ -৩
ফটো-৫ফটো-৬
IMG_20220122_214231.jpgIMG_20220122_214233.jpg

✍️

এই ধাপে আমি টেবিলের রঙ করি বেগুনী রঙ।

👨‍🎨আমার রঙ করার ধাপ -৪
ফটো-৭ফটো-৮
IMG_20220122_214234.jpgIMG_20220122_214236.jpg

✍️

এই ধাপে আমি রঙ গুলো ভালো ভাবে ঘষতে থাকি যাতে আমার রঙ প্রক্রিয়াটি ফুটে উঠে।

👨‍🎨আমার রঙ করার ধাপ -৫
ফটো-৯ফটো-১০
IMG_20220123_175258.jpgIMG_20220123_175625.jpg

✍️

সর্ব শেষে আমি কমলা রঙ দিয়ে টেবিলের উপরের অংশটি রঙ করি ,এবং আমি আমার অঙ্কন সহ একটি সেলফি নেই।এখানে আমার অঙ্কনের রঙ প্রক্রিয়া এবং অঙ্কন শেষ করি।

👨‍🎨আমার অঙ্কনের সমস্ত ছবি তুলি
ডিভাইসতথ্য
📱Walton Primo NF5লোকেশন: নীলফামারি
ক্যামেরা📷পিছনে ১৩মেগা পিক্সেল/সামনে ৫মেগা পিক্সেল
অঙ্কন👨‍🎨@rsalim

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8jiQM7VPi6KcHTLEkUJ5jEBKCeVFEdQ4nDEh8d85hibNrHV3ueEcGMUm7Zw9ZtSMCnwtwWi4Q7xBrvhgPZVwCz6mgDE4VkaJB5W7ZyawTQNq7m34ii1s7tzAon3oUik5PdAJ8sSfU3sZgUvd9Y3bySpU8GNHdhAnLo24G6zRzYi.jpg

Sort:  

আপনার এই পোস্টটি আমার অনেক সুন্দর লেগেছে। একটি ছেলে টেবিলের বই পরিচিতি ও আপনি অনেক ভালোভাবে অংকন করেছেন। এই কাজটি অনেক জটিল ছিল কিন্তু আপনি ধাপে ধাপে অনেক ভালোভাবে বুঝিয়েছেন সহজ করে। ধন্যবাদ আপনাকে এবং আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্ত্যবের জন্য।

 2 years ago 

আপনার অঙ্কনটি খুবই সুন্দর লাগছে। আপনি এটি খুবই নিখুঁতভাবে শেষ করেছেন। এজন্য দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্ত্যবের জন্য। শুভ কামনা রইল

 2 years ago 

ভাইয়া আপনার টেবিলসহ একটি ছেলের বই পড়ার চিত্রটি খুবই চমৎকার হয়েছে। আপনি যে খুব সুন্দর আর্ট করেন তা আপনার আর্ট দেখেই বোঝা যাচ্ছে। অনেক নিখুঁতভাবে আর্টটি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্ত্যব করার জন্য। আমি নতুন হিসেবে চেষ্টা করতেছি দোয়া করবেন।শুভ কামনা

 2 years ago 

একটি ছেলের বই পড়ার টেবিল সহ চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যেন ছেলেটি অনেক সুন্দর ভাবে পড়ার টেবিলে বসেছে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই চিত্রটি। দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ আপু ।

 2 years ago 
  • একটি ছেলে বই পড়ার টেবিল সহ চিত্রটি খুবি সুন্দর হয়েছে।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে চিত্রটি উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন থেকে খুব সহজে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

শেখার কোন শেষ নাই ভাইয়া , শেখার জন্য শুভ কামনা ।ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

 2 years ago 

অনেক সুন্দর করি একটি ছেলের টেবিলে বই পড়ার চিত্র অংকন করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সরকারে চিত্রটি অঙ্কন করেছেন ভাইয়া। কিন্তু ভাইয়া পেন্সিল রং যদি আরেকটু বেশি দিতেন তাহলে আরোও চমৎকার লাগতো দেখতে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 years ago 

একটি ছেলের বই পড়ার সহ চিত্র অংকন্টি দারুন হয়েছে।খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

একটি ছেলের বই পড়া এবং বইয়ের সাথে টেবিলের ড্রইং টি আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলেই ভাই আপনার হাতের দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম ‌‌। এমন সুন্দর কাজ দেখে আসলেই অনেক ভালো লাগে। আপনি ড্রইং করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ,আপনাদের ভালো লাগায় আমার কাজের সফলতা।

 2 years ago 

ভাইয়া,আপনার ছবির ছেলেটা, বই রেখে কেন অন্যদিকে তাকাই আছে,😜😜।যাই হোক ছেলেটা কিন্তুু কিউট করে এঁকেছেন। প্রতিটি ধাপ আপনি সহজভাবে দেখিয়েছেন,আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

আমি যখন তার ছবি আঁকছিলাম তখন সে আমার দিকে তাকিয়ে ছিলো 😃 ।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্ত্যবের জন্য।

ভাই খুব সুন্দর একটা আর্ট একেছেন আপনি সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। একটি ছেলের পরার টেবিল চিত্র অংকনটি আপনি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্ত্যবের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61067.28
ETH 3381.84
USDT 1.00
SBD 2.47