You are viewing a single comment's thread from:
RE: ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এ
এখনকার বাচ্চাদের পড়াশোনার উন্নতির জন্য কত কি করা হয় তাই নাহ্ আপু! কপাল ভালো যে আমাদের সময়ে এতকিছু ছিল না, থাকলে মাইর খেতে খেতে জীবন শেষ হয়ে যেত। তবে প্রতি মাসের এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় । ছোট ভাগ্নে সামনের বছর ভর্তি হওয়ার পর চাপ কিছুটা বাড়বে আপনার, কখন কোন খবর আসে এই ভয়েই, হাহাহাহাহা। তবে দুজনই অনেক ভালো করবে আমার বিশ্বাস।
একদম ঠিক বলেছেন ভাইয়া তখন এমন সিস্টেম থাকলে মার খেয়ে অবস্থা খারাপ হয়ে যেত। ছোটটাকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। বড়টাকে ধমক দিলে তাও শুনে ছোটটা কোন কিছুই মানে না। কি যে হবে আমার কে জানে।