ভাইয়া আপনার গান শুনলেই বোঝা যায় আপনি শিল্পী আসিফ আকবরের কত বড় একজন ফ্যান। আপনার গলাতে পুরনো দিনের এই গানগুলো নতুন করে আরো একবার শুনতে সত্যিই অসাধারণ লাগে। প্রথমে তো গানের কথাটা মনেই করতে পারছিলাম না আমি। তারপর আপনার গানের প্রথম অংশটুকু শুনে পুরোটাই মনে হয়ে গেল। মন ভরে গেছে ভাইয়া গানটা শুনে। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। আর ভাই, গানের লিরিক্স গুলো শুরুতে এলোমেলো হয়েছে একটু। ওটা ঠিক করে দেবেন কেমন।
আসিফ আকবর আমার খুব প্রিয় শিল্পী তাই চেষ্টা করি তার গানগুলো গাওয়ার। আর হ্যাঁ ভাই, ইদানিং কাজের খুব চাপে আছি, তাই হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে লিরিক্স একটু ভুল হয়ে গেছে লক্ষ্য করিনি। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।