You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৮
নীল সাগরের তীব্র কষ্ট
বারে বারে কেঁপে ওঠা ওষ্ঠ
হাত বাড়িয়েও এসেছে ফিরে
দম্ভ ধরেছে সর্বস্ব ঘিরে
কেউ বুঝিনি কোন কারণ
নিরবতা করেছি স্মরণ
আনমনেই রয়ে গেল অপেক্ষা
আজন্মের অগ্নি পরীক্ষা
আমার শহরেও বৃষ্টি নামে
আমি ভিজি বারোমাস
গল্পেরা এখনো খুঁজে যায়
তোকে আঁকা কানভ্যাস
আপনার এই কবিতা পড়ার পর আসলে আমি কবিতা লেখার সাহস পাচ্ছি না এখানে। হা হা হা... এত সুন্দর কি করে লেখেন।
ভাগ্যিস আমি একটু আগে আগেই লিখে ফেলেছিলাম, সকাল সকাল উঠে তো আপনার লেখা পড়লাম, ওটা পড়লে তো আর আমার লেখা হয়ে উঠতো নাহ্ 😉😉 হিহিহিহি।
কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে ভাইয়া। সত্যি ভাইয়া আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপু, আপনাদের প্রতিভার কাছে আমি কিছুই না সত্যি। পাগলামো করে দুই একটা লাইন লিখে ফেলি জাস্ট। বিশ্বাস করেন সিরিয়াস ভাবে একদম কিছু করি না। তবু এই সুন্দর মন্তব্য গুলো বার বার উৎসাহ দিয়ে যায়। 🙏🙏
অসাধারণ লিখেছেন আপনি, সত্যিই দারুন লাগলো অনু কবিতাটি পড়ে।
আসলে কি বুঝে কি লিখেছি নিজেই দ্বিধায় পড়ে যাই মাঝে মধ্যে। তবে এতটুকুও যদি ভালো লাগে, তাহলে আমার লেখা সার্থক 🙏🙏🙏
সত্যিই অনেক সুন্দর হয়েছে লেখাটি।