You are viewing a single comment's thread from:
RE: জেলা সরকারি গ্রন্থাগার'র'অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ও স্বরচিত কবিতা পাঠে আমি সেলিন সাথী||~~
এত গুণী মানুষদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা কেমন আপু? আসলে কখনো তো এরকম সৌভাগ্য হয়নি তাই জিজ্ঞেস করলাম। নিঃসন্দেহে সবকিছু লিখে হয়তো প্রকাশ করা সম্ভব। বিশেষ করে অনুভূতিটুকু। খুব মন দিয়ে লেখাগুলো পড়ছিলাম, অনেক ভালো লাগলো আপু। শেষের ভিডিওটা ভালোলাগার মাত্রাটা আর বাড়িয়ে দিয়েছে। অনেক দূর এগিয়ে যান এটাই প্রার্থনা করি। আর ছোট ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।
আসলে আমার জীবনে অনেক বড় বড় গুনী মানুষদের সাথে চলাফেরা ওঠা-বসা হয়েছে।
আসলে এসব গুণী মানুষদের পাশে কিংবা সাথে থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায়। অন্যরকম একটা ভালো লাগা কে স্পর্শ করে।
ভাইয়া আপনার সাথে মূল্যবান কিছু কথা আছে।নতুন একটা আইডিয়া নিয়ে,,
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য আমাকে সবসময় উজ্জীবিত করে।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥
ঠিক আছে আপু, আমি আপনাকে মেসেঞ্জারে নক দেব এক সময়, কেমন। 🙏🙏
ওকে ভাইয়া♥♥