জানেন তো আপু আমাদের চারপাশে এরকম মানুষের অভাব নেই যাদের মুখে মধু আর অন্তরে বিষ। এই মানুষগুলো কেমন যেন, নিজে তো অন্যের ভালো কখনোই করবে না, আবার কেউ যদি ভালো থাকে সেটাও যেন তার সহ্য হয় না। এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। লেখাগুলো পড়ছিলাম আর চোখের সামনে দুই একটা কুৎসিত মানুষের মুখ ভীষণ পরিমাণে ভেসে উঠছিল। যাই হোক, ভালো ছিল উপস্থাপনাটা আপু।