You are viewing a single comment's thread from:
RE: নদীর পাড়ের খোলা হাওয়ায় বন্ধুদের সাথে ইফতারের অভিজ্ঞতা।
সব বন্ধুদেরকে নিয়ে একসাথে ইফতার করার মজাই আলাদা। এবার অবশ্য আমার কপালে এই সৌভাগ্যটা জোটে নি। ভীষণ মিস করেছি এ ব্যাপারটা। তবে ভাইয়া আপনাদের পুরো অভিযান টা দারুন লেগেছে। ট্রলারে করে পদ্মার পাড়ে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা এবং ইফতার ,, এর থেকে বড় তৃপ্তি এবং শান্তি আর কোথায় আছে! ! বন্ধুত্বগুলো এভাবে ভালো থাকুক সারা জীবন। শুভেচ্ছা রইল ভাই।