You are viewing a single comment's thread from:
RE: যে মানুষ যত বড় হতে চায়, সে তত বড় হতে পারে,,যদি সে,,
অনেক চমৎকার গুছানো একটা লেখা আপু। আমার জন্য এই আর্টিকেল টা হয়তো খুব দরকারী ছিল। তবে আপু, নিজেকে বোঝানো যতটা সহজ কিন্তু নিজেকে দিয়ে সেই অনুযায়ী কাজ করানো ততটাই কঠিন হয়ে যায়। তবে দিনশেষে এটা সত্যি যে , লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে, সেটা আজ হোক অথবা দুই দিন পর হোক। দোয়া করবেন আপু। অনেক শুভেচ্ছা রইলো।
আমিও সেটাই মনে করি, হাল ছেরে দেওয়া মানে জীবন থেকে পরিত্রাণ নেওয়া যা কোনভাবেই আমাদের কারোরই কাম্য নয়।।