আজ গলা দিয়ে একটা কথাও বের হচ্ছে না, এতোটাই ভেঙ্গে গেছে ঠান্ডা লেগে। ঢাকাতেও দেখি বেশ ভালোই ঠান্ডা লাগছে দুদিন হলো। তবে আজ বাড়ি যাচ্ছি। শীতের আমেজ টা বেশ বোঝো যাবে, এটার আর কোন বিকল্প নেই। তবে আপনাদের ওইদিকে অনেক বেশি ঠান্ডা রে ভাই। আমরা শীতকালে যেমন পিকনিক করতাম আগে ঐ ব্যাপারটা এখন খুব একটা দেখা যায় না আর। কেমন যেন রসহীন এখনকার শৈশব গুলো। তবে যাই বলি না কেন, শীতকালে দরিদ্র মানুষ গুলোর দিকে তাকালে সত্যিই খুব কষ্ট হয় রে ভাই। আমিও চেষ্টা করি দুই এক জনকে সাহায্য করতে। কোন শো আপ নয়, নিজে থেকে যেটুকু পারি ওটুকুই।
ঠিক বলেছেন ভাই, ৯০দশকের ছেলেমেয়েরা তাদের সবগুলো শৈশব অনেক চমৎকার ভাবে কাটিয়েছে। কিন্তু বর্তমান শৈশব যেভাবে কাটছে ছেলেমেয়েদের তা সত্যিই অনেক করুন।