You are viewing a single comment's thread from:

RE: মহাকাশ নিয়ে আমার ব্যক্তিগত কিছু চিন্তা-ভাবনা ও ছোট একটি কুইজ

লেখা টা পড়লাম , আর তারপর চোখ বুজলাম একবার, ভাবলাম কই থেকে কই গেল 😀। মহাবিশ্বের এই ব্যাপার গুলো নিয়ে আপনি যে কতটা চিন্তা করেন সেটা আপনার এই লেখা থেকেই বোঝা যায়। তবে ভাই একটা কথা স্বীকার করতে বাধ্য যে পুরো লেখাটা পড়লে নিজের মনের মাঝেও কিছু কিছু প্রশ্নের সৃষ্টি হয় অজান্তেই। কোয়ান্টাম ফিজিক্স সব থেকে ক্রিটিক্যাল একটা টপিক লাগে আমার কাছে। আর আপনার মত আমারও মনে হয় সম্পূর্ণ মহাবিশ্ব একটা যৌগিক পদার্থ। পৃথিবীর সব কিছু তো এই মহাবিশ্বেরই এক এক টা ক্ষুদ্র অংশ। তাহলে যৌগিক পদার্থ বলতে বাঁধা কই!

আর নেট ঘেঁটে যেটা দেখলাম ড্রফট প্লানেট আছে মোট দশ টি।
১. প্লুটো
২. এরিস
৩. সেরেস
৪. হোমিয়া
৫. মেকমেক
৬. সেডনা
৭. গংগং
৮. অর্কাস
৯. হাইজিয়া
১০. কোয়ার

আমি ভুলও হতে পারি। এই ব্যাপারে আইডিয়া একদম নেই বললেই চলে।

Sort:  
 2 years ago 

লেখা টা পড়লাম , আর তারপর চোখ বুজলাম একবার, ভাবলাম কই থেকে কই গেল 😀

অনেক চিন্তা ভাবনাই করি ভাই, কিন্তু সব কিছু শেয়ার করতে ভয় লাগে, কেউ যদি পাগল বলে বসে, হাহাহা। আপনার উত্তর টি সঠিক হয়েছে তবে প্রধান ড্রফট প্লানেট ৫ টি, বাকি গুলোকে বেশকিছু বছর আগে লিস্টে এড করা হয়েছে। আপনি Discord এ আসলে একটি মেনশন দিবেন ভাই, ছোট্ট একটি উপহার আছে আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65