You are viewing a single comment's thread from:

RE: হ-য-ব-র-ল জীবনের গল্প (জ্ঞান)

সত্যি বলতে আমরা বাইরের দেশের পোশাক আর সংস্কৃতি নিয়েই বেশি লাফালাফি করি। কিন্তু কাজের জায়গা গুলোতে কেউ হাত দিয়ে দেখি না। আর এজন্যই আমরা পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন। আমাদের দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার এমন বেহাল দশা হয়েছে যে বর্তমান সমাজে যে কারিগরি তে পড়ে তাকে ভাবা হয় সবচেয়ে দুর্বল ছাত্র। আবার চাকরী তে গেলে ঠিকই কারিগরি অভিজ্ঞতা চেয়ে বসে থাকে। ব্যাপারটা কতটা হাস্যকর আমাদের নীতি নির্ধারকরা কি একবারও ভেবে দেখেছেন? এভাবেই চলছে দেশ। তবে হ্যাঁ কেউ যদি নিজে জ্ঞান অর্জন করতে চায় তবে তার চেষ্টা কে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই বিশ্বে তারাই তত উন্নত যারা যত বেশি তথ্য ধারণ করে রেখেছে। প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হলে জ্ঞান বা তথ্য যেটাই বলি না কেন, এর গুরুত্ব অপরসীম এক কথায়।

অভিজ্ঞতা অনেক বেড়ে যেক।

ভাই লাইনটার শেষে একটা ছোট সংশোধন করে নেবেন 🙏।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65