You are viewing a single comment's thread from:

RE: নিউট্রন স্টার ☀️ (দ্বিতীয় পর্ব)

একটা সত্যি কথা বলি সিয়াম ভাই, মাঝে মাঝে মহাকাশের এসব গভীর বিষয় সমূহ একদম রূপকথার মত লাগে। মানুষ কি আদেও এর কিছু কি চোখে দেখেছে! না পৃথিবীর সাথে কিছু ঘটেছে বর্তমানে! কিন্তু ঐ যে , বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

লেখার মাঝে এত সব নতুন নতুন জিনিস, একবার পড়ার পর মাথা বন বন করে উঠলো। আজকে ম্যাগনেটার নিয়ে জানলাম কিছুটা। আমার কথা হলো, এদের এত ম্যাগনেটিক ফিল্ড তাহলে এদের কি কখনো পৃথিবীর দিকে আসার কোন সম্ভাবনা নেই? আসতেও তো পারে। কারণ নিয়ম না মেনে তো কিছু ক্ষেত্রে শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। আর একটা আজগুবি চিন্তা মাথায় আসলো ভাই, একটা সুপার নোভা বিস্ফোরণের ফলে যে শক্তি নির্গত হবে সেটা কি কোন ভাবে পৃথিবীতে কাজে লাগানো যায় নাহ্? একটা বড় ইলেকট্রিক ফিল্ড তো পাওয়া যাবে।

ভালো লাগছে বিষয় গুলো নিয়ে পড়তে।

দশটি সুপারনোভা বিস্ফোরণের ফলে একটি মাত্র ম্যানেজারের তৈরি হতে পারে।

শব্দটা ম্যাগনেটার হবে হয়তো ভাই।

Sort:  
 2 years ago 

অদূর ভবিষ্যতে এদিকে কোন ম্যাগনেটের আসতেও পারে তবে বর্তমানে কিছু কোটি বছরের মধ্যে আসার সম্ভাবনা নেই, এটাই বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে হ্যাঁ সেই বানানটি আমি ঠিক করে দিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58581.90
ETH 2278.10
USDT 1.00
SBD 2.51