আহা কি মিষ্টি লাগছে বাচ্চা হাস টাকে 👌👌। আপনার হাতের কাজগুলোর তুলনা নেই সত্যি। মাঝেমধ্যে ছোটখাট ভুল হলেও আপনি তবু ধৈর্য নিয়ে এই কাজগুলো করেন , আমি কোন কিছু করতে নিয়ে না মিললে তো পাগল হয়ে যেতাম 😅। একবার আপনার এই ধরনের কাজ গুলো করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ সব সময় এমন মিষ্টি মিষ্টি কাজ করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য।
আমারও মাঝেমধ্যে এমন হয়। বিশেষ করে ভাঁজ করা জিনিসগুলো বানাতে গিয়ে। ভাঁজ মেলাতে না পারলে রাগে ছিড়ে ফেলে দিই।