দাদা দ্বিতীয় পুরুষ পড়ছিলাম আর যেন আয়নাতে নিজের মুখ টাই দেখছিলাম। বর্তমানের তথাকথিত ভালোবাসার বাস্তব চিত্র একদম তুলে ধরেছেন। সবটাই আপনি জানেন। আসলে জীবনের এই পর্যায়ে এসে বারবার একটা কথাই মনে হয় দাদা, এই সকল মেয়েদের জীবনে স্পেশাল ওয়াণ বলতে কিছু নেই তাদের কাছে বেটার ওয়ান টাই আগে। এদের জন্যই ভালোবাসা নামক পবিত্র জিনিস টা বারবার কলঙ্কিত হয়েছে। এসব নিয়ে আর বেশি না বলাই ভালো।
আর দ্বিতীয় কবিতাটা পড়তে খুব মজা পেয়েছি দাদা। সাত-আট বছরের কোন ছোট বাচ্চা যদি এই কবিতাটা আবৃত্তি করতো খুব সুন্দর শোনাতো।