আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় @hafizullah ভাইয়ের সাথে কাটানো কিছু মুহূর্তের গল্প 😊
আমাদের ছোট এই জীবনে কখন কি হয়ে যায় সেটা সত্যি বলা খুব মুশকিল। একটু আগ মুহূর্তেও কল্পনা করতে পারিনা ঠিক তার পরের মুহূর্তে কি হতে চলেছে। গানের কথার মতোই বলা চলে জীবনটা পদ্মপাতায় জলের মত। চারপাশের নানা সমস্যা নিয়ে জর্জরিত থাকা এই আমি হঠাৎ করেই আজ নিজের গণ্ডিকে ছাড়িয়ে সম্পূর্ণ আলাদা এক জগতে চলে গেছিলাম। আর সেখানে ছিল শুধু একরাশ মুগ্ধতা, ভালোলাগা এবং ভালোবাসা।
আচ্ছা আমাদের এই আমার বাংলা ব্লগ পরিবারে এমন একজনকে কি খুঁজে পাওয়া যাবে যে আমাদের @hafizullah ভাই কে পছন্দ করেন না কিংবা ভালোবাসেন না? যে মানুষটা সদা হাস্যজ্জল তার প্রতিটা কমেন্টে এবং পোস্টের মধ্যে। সেই মানুষটার সাথে যদি কিছুটা মুহূর্ত সময় কাটানো যায় তাহলে কতটা মনের তৃপ্তি আসতে পারে একবার ভেবে দেখেছেন কেউ!!
হ্যাঁ আজ আমি সেই সৌভাগ্যবান হাফিজ ভাই এর সাথে কিছু মুহূর্ত কাটাতে পেরে। কিছু ভালোলাগা কখনো প্রকাশ করা যায় না। অনুভূতিতে থেকে যায় সারা জীবনের জন্য। আমার ক্ষেত্রেও অনেকটা সেরকম। এত মজার একটা মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজকে উপভোগ করেছি। অনেক কিছু জেনেছি, শিখেছি।
ভাইয়ার অফিসের সামনে দাঁড়িয়ে ফোন দিতেই বেরিয়ে আসলেন আমাকে নেওয়ার জন্য। মুখে ছিল নির্ভেজাল একটা হাসি। অফিসে বসে নানান কথা শুরু হল। মাঝে চা নাস্তা করলাম। আমি অবাক হয়ে গেছি এই মানুষটা আমার বাংলা ব্লগ পরিবারের প্রতি কতটা ডেডিকেটেড এটা দেখে। অফিসের বিভিন্ন কাজ, পারিবারিক কাজ সবকিছু করছেন। আবার তার ফাঁকে ফাঁকে আমার সাথে কথা বলে চলেছেন এবং অন্য হাতে আমার বাংলা ব্লগে আর ডিসকর্ড এ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ও হ্যা যেটা বলা হয় নি, শুরুতে ভাইয়ের টেবিলে গিয়ে বসতেই চোখ পড়ল তার পিসিতে আমার বাংলা ব্লগ সাইট টা ওপেন করা। আমি রীতিমত অবাক হয়ে গেছিলাম। সে যাই হোক সেখানে গিয়ে আমাদের কমিউনিটির আর একজন সদস্যের সাথে পরিচয় হলো।
গল্পে গল্পে দেড় থেকে দুই ঘন্টা কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। অফিসের সবার লাঞ্চ করা শেষ। এদিকে আমরা দুইভাই নানান কথা বলেই চলেছি। তারপর হাফিজ ভাই আমাকে নিয়ে বেরোলেন। ছোট ভাইকে কাছে পেয়েছে দুপুরে না খেয়ে ছেড়ে দেবে এমন মানুষ তো হাফিজ ভাই নয়। হাহাহাহা 🤪😊। আমাদের এই পরিবারের সবাই জানি আমাদের হাফিজ দাদা কেমন ভোজন রসিক একজন মানুষ।
দুই ভাই চলে গেলাম এস কে এস টাওয়ারে। খাবারের ফ্লোরে আমরা সোজা চলে যাই। কোথায় বসবো কোথায় বসবো এটা ঠিক করতে পারছিলাম না। হঠাৎ করেই চোখে পড়ল দিল্লি দরবার নামে একটা লেখা আর তার সামনে শুধু একটা টেবিল ফাঁকা। কথা না বাড়িয়ে ওখানেই বসে পরলাম। হাফিজ ভাই খাবারের অর্ডার করে দিলেন। আমার অবশ্য নামটা পুরোপুরি মনে নেই 🤪। তৃপ্তিভরে শুধু খেয়েছি। আবছা আবছা বলতে পারি ওটা মনে হয় গ্রিলড চিকেন বিরিয়ানি ছিল। অসাধারণ খেতে ছিল। পরিমাণে অনেক বেশি দিয়েছিল। আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। তার সাথে কোলড্রিংস ছিল। গল্পে গল্পে দুই ভাই এত খেয়েছিলাম পেটের একটা জায়গাতেও ফাঁকা ছিল না।
খাবার খেয়ে নামার সময় মোবাইল দিয়ে দুই একটা ছবি তোলার চেষ্টা করলাম। আশেপাশের স্টল গুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। কিন্তু দুঃখের বিষয় খুব একটা ক্রেতা চোখে পরেনি।
সবশেষে রাস্তায় দাঁড়িয়ে দুই ভাইয়ের কিছুক্ষণ কথা হল আর তারপর ভাই তার অফিসের দিকে রওনা দিলেন। আমিও রওনা দিয়ে দিলাম। ঢাকা শহরের জ্যাম টা অত্যধিক বেড়ে গিয়েছে। তবে এতো চমৎকার একটা মানুষের সাথে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পেরে যাওয়া-আসার এই ক্লান্তি এক নিমিষেই মিলিয়ে গেছে।
হাফিজ ভাইকে নিয়ে বলার মত বা লেখার মত শব্দ আমার নেই। শুধু এতটুকু বলতে পারি সহজ সরল এবং নির্ভেজাল একজন ভালো মানুষ। মানুষটা যেন এমনই থাকে সারা জীবন। ঈশ্বর যেন তার মুখের এই হাসিটা সারাজীবন ধরে রাখে।
বাহ্ দারুন কাটিয়েছেন সময়টা। বালতিতে ফেলে রাখা খাবার গুলো দেখে আর লোভ সামলাতে পারছিনা। 😁
আমি মানুষের পকেট ফাকা করতে উস্তাদ। আসতেছি @hafizullah ভাই, মেনুগুলো নোট করে রাখলাম। হাহাহা
ভাই যখনই আসেন, এই অভাগারেও একটা টুক্কি দিয়েন 🤪
আমাদের হাফিজ হলো একদম নির্ভেজাল হাস্যজ্বল মনের একজন মানুষ,এই ব্যাক্তিত্বটার সাথে আসলেই কোনো তুলনা হয়না।ভালো লাগলো,কাল ই শুনেছিলাম আমি।আজ পড়লাম।
একদম ঠিক বলেছেন আপু। আমি সত্যি মুগ্ধ হয়েছি ভাইয়ের সান্নিধ্যে এসে।
প্রিয় হাফিজ ভাইয়ের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনি হাফিজ ভাইয়ের সাথে দেখা করেছেন শুনে খুবই ভালো লাগলো। আপনার মত আমাদের সকলের খুব ইচ্ছে হয় হাফিজ ভাইয়ের সাথে দেখা করতে। বলতে হবে আপনি খুব ভাগ্যবান। দুজনে খুব অসাধারণ মুহূর্ত পার করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সময় টা সত্যি অনেক উপভোগ করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া।
সময় টা সত্যি অনেক উপভোগ করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া।
খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি হাফিজ ভাইয়ার সাথে দেখা করেছেন। আর আপনি সত্যি অনেক সৌভাগ্যবান ,এমন একজন রসিক আর হাস্যৌজ্জল মানুষের সাথে অনেকটা সময় কাটাতে পেরেছেন ।আসলে আমার তো হিংসে হচ্ছে আপনি ভাইয়ের সাথে এত সময় কাটিয়ে ফেলেছেন কিন্তু আমরা পারলাম না ।যাই হোক ভার্চুয়ালি তো কিছুটা সময় ভাইয়ার সাথে কাটানো হয় । আপনাদের দুজনের সুস্থতা কামনা করছি।
হাহাহাহাহা,, সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপু আমার বাংলা ব্লগ পরিবারে। হতেই পারে খুব শীঘ্রই একটা মিলন মেলা।
ভাইয়া আপনি হাফিজ ভাইয়ের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন এটা জেনে ভালো লাগলো। তিনি এমন একজন মানুষ যাকে সকলেই পছন্দ করেন। আসলে উনার আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে। আর আপনি সেই মানুষটির সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। সেই সাথে অনেক গল্প করেছেন, আড্ডা দিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন। আপনাদের মুহূর্তগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
মানুষটা সত্যিই খুব আন্তরিক। ভালো লাগলো আপু সুন্দর মন্তব্য পেয়ে । ভালো থাকবেন
দুজনে বেশ ভালই সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। হাফিজ ভাই আসলেই অন্যরকম মানুষ। কমিউনিটিতে সবাই তাকে পছন্দ করে। তবে খুবই আফসোস এর ব্যাপার উনার সাথে আমার এখন পর্যন্ত সরাসরি দেখা হয়নি। হয়তো কখনো দেখা হয়ে যাবে। তখন আপনার মতোই তার সাথে আড্ডা দিবো। আর দুইজন ভোজন রসিক এক জায়গায় হলে খাওয়া-দাওয়া তো অবশ্যই হবে। চমৎকার করে আপনার সময়টা বর্ণনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম আমরা সবাই মিলে যেন একটা ভালো আড্ডা দিতে পারি সেই প্রচেষ্টা করবেন ভাইয়া।
হাফিজ ভাই আমারও খুব পছন্দের মানুষ। যদিও মানুষটিকে কখনো সামনাসামনি দেখিনি। তবে ভালোলাগার বা ভালোবাসার জন্য দেখার খুব বেশি প্রয়োজন নেই বলেই আমি মনে করি। তার হাস্যজ্জল কথাবাত্রা আর বিনয়ী মনোভাব আমাকে সবসময় মুগ্ধ করে। এত সুন্দর একজন মানুষের সঙ্গে সময় কাটান সত্যি আনন্দের ব্যাপার। অনেক ভাল লাগতো যদি আপনার সঙ্গে আমিও থাকতে পারতাম।
একদম ঠিক কথা বলেছেন। ভালো থাকবেন ভাইয়া।
আসলেই একজন মানুষকে না দেখার পরও শুধু তার কজ কর্মে এত পছন্দ করা যায় তা হাফিজ ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না। আপনি হাফিজ ভাইয়ের সঙ্গে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো।। আর খাবার-দাবার গুলো খুব ভালো ছিল মনে হয়। এই খাবারের জন্য হলেও হাফিজ ভাইয়ের সঙ্গে একবার দেখা করতে হবে😋😜।
আপু ভাইয়া খেতে যেমন ভালোবাসেন, খাওয়াতেও 😊। আমাদের সবার যেন দেখা হয় সেই অনুরোধ করে এসছি।
আমাদের সবার প্রিয় হাফিজ ভাইয়ের সাথে দেখা হয়েছে , এবং সুন্দর সময় কাটিয়েছেন জেনে খুবই ভালো লেগেছে। হাফিজ ভাই আমার নিজেরও খুব প্রিয় একজন মানুষ। আমার বাংলা ব্লগ পরিবারের সবাই আমরা একজন অন্যজনকে খুবই ভালোবাসি। আমার নিজেরও এডমিন মডারেটর এবং ফাউন্ডার সহ সবার সাথে দেখা করার খুবই স্বপ্ন রয়েছে। আশা করি একদিন আমার স্বপ্ন পূরণ হবে। খুবই ভালো লাগলো আপনাদের কাটানো দিন টা পড়ে।
খুব তারাতারি যেন সবার একটা মিলিনলেনা হয় সে জন্য ভাইকে বলেছি আমাদের দাদাকে অনুরোধ জানাতে।
আপনি একদম ঠিক বলেছেন এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা হাফিজুল্লাহ ভাইকে পছন্দ করেনা। আমাদের কমিউনিটির সবচেয়ে মজার মানুষ হলো আমাদের প্রিয় ভাই। আপনি তার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনাদের আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।