গানের আড্ডায় রবীন্দ্র সরোবরে

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমারও দিন কেটে যাচ্ছে প্রকৃতির নিয়মে। বেশ কয়েকদিন ধরে কলকাতা ঘোরাঘুরি করার পোস্টগুলি করছি। সত্যি বলতে এখনো বেশ কিছু পোস্ট করা বাকি আছে কলকাতা নিয়ে। আস্তে আস্তে করবো। আজ ভাবলাম অন্য কিছু নিয়ে একটা পোস্ট করি। আশা করি আজকের আয়োজনটা আপনাদের ভালই লাগবে।

দুই দিন আগের কথা। সন্ধ্যাবেলা হঠাৎ করেই রাজিব এবং আরো কয়েকজন জুনিয়র ফোন দিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে যেতে বলছে। আসল কারণ হলো ওদের ভেতরের তিনজন এই মাসের ২৭ তারিখে ইউরোপে চলে যাবে স্কলারশিপ নিয়ে। আমার সাথে মোটামুটি সকলের ভালো একটা সম্পর্ক রয়েছে আগে থেকেই। আর তাই জন্য যাবার আগে একবার দেখা করে যাবে।

একটা দীর্ঘ সময় পর সকলের সাথে দেখা। কি যে ভালো লাগা কাজ করছিল বলে বোঝাতে পারবো না। রাজিব উকুকেলে বাজিয়ে গান শুরু করে দিল। ধীরে ধীরে আড্ডাটা বেশ জমে উঠলো। আমিও চুপ করে বসে থাকতে পারছিলাম না। হাতের কাছে একটা বোতল পেলাম। ওটা দিয়েই বাজানো শুরু করে দিলাম। ভীষণ মজা হচ্ছিল ওটা নিয়ে।

received_738034080618986.jpeg
Location

একটা সময় পর ওখানে আশে পাশে থেকে কিছু ছেলে এসে পাশে বসলো। ওদেরও দারুন লাগছিলো গান গুলো। আসলে বাংলা ফোক গান শুনলে দূরে বসে থাকা মুশকিল হয়ে যায়। ধীরে ধীরে বেশ জমে উঠলো গানের আড্ডা। আমরা যতই গান শেষ করে উঠে আসতে চাইছিলাম কিন্তু আশেপাশে থাকা মানুষগুলো বারবার একের পর এক অনুরোধ করে যাচ্ছিল। আমরাও থামার বান্দা ছিলাম না। এরকম করতে করতে কখন যে রাত দশটা বেজে গেছে বুঝতেই পারেনি। দুই ঘন্টা সময় অনায়াসে কেটে গেছে।

received_468409561532864.jpeg
Location

আমাদের এক একজনের গন্তব্য ছিল এক এক জায়গায়। তাই আর বেশি দেরি করলাম না। রাত দশটা বাজার সাথে সাথে উঠে গেলাম গানের আড্ডা থেকে। তারপর সবাই কিছু ছবি তুললাম। সবাই বুক মেলালাম। আবার কবে দেখা হবে তার ঠিক নেই। একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। এই ছেলে গুলোর সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে ভার্সিটি লাইফ থেকে। হয়তো দেখা হয় না আমাদের ঠিক মত কিন্তু আমাদের মনের যে টান সেটা বিন্দু মাত্র কমে নি।

পরিবার-পরিজন বন্ধু বড় ভাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে দূর দেশে। প্রার্থনা করি ওরা সবাই যেন ভালো থাকে। আকাশ ছোঁয়া নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবে যেন রূপ দিতে পারে।

Sort:  
 2 years ago 

ভাই আপনাদের গানটি কিন্তু অনেক সুন্দর হয়েছে । আপনাদের মত আমরাও মাঝে মাঝে মেসে সবাই মিলে এরকম কিছু সময় আড্ডা দেই। সুন্দর গানটি গাওয়ার পাশাপাশি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাই আপনি ।
আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ভাইয়া

এমন আড্ডা হলে খারাপ হয় না। সব চিন্তা থেকে ক্ষণিকের জন্য মুক্ত হওয়া যায়। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনার বন্ধুরা মিলে খুব সুন্দর একটি গান করেছেন। খুবই ভালো লেগেছে আপনার গানটি।বন্ধুরা মিলে আড্ডায় গানটি জমে উঠেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।বন্ধুরা মিল এইভাবেই একসাথে সবসময় থাকবেন।

আপু ওরা সবাই আমার ছোট ভাই 😅,, বাইরে চলে যাবে তাই আড্ডাতে বসেছিলাম । অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

গানের আড্ডাটা দেখে আমার সত্যি বেশ দারুণ লাগল। অন‍্যরকমএক অনূভুতি। স্কলারশীপ নিয়ে যারা ইউরোপ যাচ্ছে ওদের জন্য শুভকামনা। ওদের কাছেও সন্ধ‍্যাটা স্মরণীয় হয়ে থাকবে।। ধন্যবাদ আপনাকে।।

পুরো লেখাটা ভালো ভাবে পড়ে যে মন্তব্য করেছেন এটা সত্যিই ভালো লাগলো খুব। এভাবেই পাশে থাকবেন আশা করি। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় অসাধারণ একটি গান দাদা । আপনি আর সজীব দাদা ভালোই বাজনা বাজিয়েছেন দেখছি। বেশ উপভোগ করেছেন আপনারা। আমরাও উপভোগ করলাম গানটি ❤️👌

ভাই আমার নামই তো সজীব, ওর নাম রাজীব 😅🤪। দুই ভাইকে গুলিয়ে ফেলেছেন 🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38