এবছর একটু ভিন্ন ভাবেই ঈদের দিনটা কাটলো

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক সকলকে। সবাই মিলে হাসি আনন্দে কাটুক কয়েকটা দিন এমনটাই প্রার্থনা করি সকলের জন্য। আর এইবারের ঈদ যেন সবার জীবনে অনেক অনেক সুখের বার্তা নিয়ে আসে সেই কামনাই করি। আমি বিশ্বাস করি সকলে অনেক আনন্দ নিয়েই দিনটি উপভোগ করেছেন এবং করছেন। সকাল থেকে আবহাওয়া টাও বেশ ভাল ছিল। আশা করি ঈদের দিন ঘুরে বেড়াতে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি কাউকেই।

IMG20240411064923.jpg

IMG20240411065327.jpg

Location

ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব সময় ঈদের সময়টাতে বাড়িতে কাটাতাম। ঈদের দিন বিকালে সব বন্ধু মিলে একসাথে আড্ডায় মেতে উঠতাম। এটা এক অন্যরকম ভালোলাগা, অন্যরকম ভালো অনুভূতি দিত মনে। তবে এবছরের ঈদটা অন্যান্য সকল বারের থেকে বেশ ভিন্ন আমার জন্য। এবার আর বাড়িতে যাওয়া হয়নি। সবাই ঢাকা থেকে বাড়িতে গেছে ঈদ করতে। আর আমি ঢাকাতেই ঈদ পালন করছি একা একা। এর অবশ্য কিছু কারণও আছে। মূলত সিকিউরিটি ডিপার্টমেন্টে জব করি আমি। তাই কোন না কোন গ্রুপকে সেখানে থাকতেই হবে। অনেক মুসলিম ভাইদেরও ডিউটি পড়ে গেছে আজ। কিচ্ছু করার নেই। দায়িত্ব আর কর্তব্য বোধের জায়গাতে সবাই আটকে গেছে।

IMG20240411134314.jpg

IMG20240411134341.jpg

Location

মানুষের গ্যাঞ্জাম, যানজটের তীব্রতা সব নিমিষেই যেন ঢাকা থেকে ছুটি নিয়ে নিয়েছে। এমন ঢাকা এর আগে কখনো আমি দেখিনি। সকাল বেলার ডিউটিতে বেরোনোর সময় চারপাশ একদম ফাঁকা ছিল। তবে অনেককেই দেখছিলাম নতুন পাঞ্জাবি পড়ে নামাজের জন্য ছুটছেন। অনেকের ছোট বাবুকে সাথে করে নিয়ে ঈদগাঁ মাঠে যাচ্ছিলেন। খুব ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখে। পাড়ার বন্ধুগুলোকে খুব মিস করছিলাম। সত্যি বলতে শুধুমাত্র এই ঈদের সময়টাতেই সব বন্ধুর দেখা পাওয়া যায় একসাথে। যেতে যখন পারিনি তাই অফিসের কলিগদের সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হলো।

IMG20240411064753.jpg

Location

ঈদ উপলক্ষে অফিস থেকে বেশ ভাল রকমের একটা খাবারের আয়োজন ছিল দুপুর বেলা। এক কথায় কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া যাকে বলে। বিকাল পর্যন্ত ডিউটি করে বাড়ির দিকে যখন রওনা দিলাম তখন দেখলাম অনেকেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। খুব ভালো লাগছিল সবার হাসি মুখ দেখে। সন্ধ্যেবেলায় আমিও ঢাকার কিছু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাই। এক কথায় একটু ব্যতিক্রমধর্মী হলেও খুব একটা মন্দ কাটেনি এবারের ঈদের দিন টা।

Sort:  
 5 months ago 

ঈদের সময় ঢাকা শহরকে একেবারে ভিন্ন রকম লাগে। একেবারে জনমানব শূন্য মনে হয়। ঈদের সময় যাদের ডিউটি পরে তাদের খুব খারাপ সময় কাটে। এই সময়টাতে আসলেই সবাইকে এক সাথে পাওয়া যায়। যাক বাড়ি যেতে না পারলেও দুপুরে খাওয়া দাওয়ার জন্য মন কিছুটা ভালো হয়ে গিয়েছে নিশ্চয়ই।

এটা সত্যি আপু দুপুরের খাবারটা বেশ মজা করেই খেয়েছিলাম। আর জীবিকার তাগিদে এখন অনেক কিছু মেনে নিতে হচ্ছে আপু। দোয়া করবেন। অনেক ধন্যবাদ 🙏।

 5 months ago 

আসলে এই ঈদের দিনে আপনি যে আপনার বাড়িতে যেতে পারেননি এর জন্য আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে এই ঈদের দিনগুলোতে পরিবার ছেড়ে দূরে একা একা ডিউটি করা কষ্ট কেউ বুঝতে পারবে না। যাইহোক এবারের ঈদ ভালো না কাটলেও সামনের বারের ঈদ যেন আপনার ভালো কাটে এই প্রার্থনা রইলো।

Posted using SteemPro Mobile

আমার মনে হয় পরের ঈদেও আমার একই হাল হবে। ট্রাই করছি এর মাঝেই আনন্দ খুঁজে নেওয়ার। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে দাদা। ভালো থাকবেন।

 5 months ago 

ঈদ মোবারক ভাই। ঈদের মুহূর্তগুলো বেশ সুন্দরভাবে অতিবাহিত করেছেন। এই মুহূর্তগুলো সত্যি বেশ দারুণ। তবে বাড়িতে গিয়ে পরিবার পরিজন আত্মীয়-স্বজনের সকলের সাথে ঈদ উদযাপন করতে পারলে বেশ ভালো লাগতো। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই। ‌

আসলে কিছু কিছু কর্মে কাউকে না কাউকে থাকতেই হয়। চাইলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53807.82
ETH 2237.98
USDT 1.00
SBD 2.30