বাড়ির সিঁড়ি অংকনের প্রচেষ্টা

নমস্কার,,

বাড়িতে ভাগ্নে এসেছে গতকাল। পুরো বাড়ি সরগরম হয়ে আছে। লাফালাফি চিল্লাচিল্লি সব কিছুতে সে এক্সপার্ট। সাথে দুষ্টুমি টাও বেশ ভালোই পারে। আমাদের এখানে আসলে বেশির ভাগ সময় আমার দায়িত্ব পরে ভাগ্নেকে চোখে চোখে রাখা। কতক্ষন আর পিছনে পিছনে ছোটা যায় ! আমি যখন হাপিয়ে যাই তখন চেষ্টা করি কিছু একটা করে ওকে ব্যাস্ত রাখতে। আর এই জন্য ছবি আকা খুব ভালো একটা বুদ্ধি। ভাগ্নের সামনে ছবি আকা শুরু করলে ছেলেটা বেশ চুপচাপ করে দেখে। খুব একটা বিরক্ত করে না।

IMG20221011112844.jpg

আজকে ঠিক তেমন ভাবেই ভাগ্নেকে ঠান্ডা রাখতে দুপুরের দিকে ছবি আঁকতে বসে যাই। সত্যি বলছি বেশ শান্তিতে ছিলাম ঐ টুকু সময়। আর সাথে সাথে আমার কাজ টাও হয়ে যায়। মানে পোস্ট করার একটা কনটেন্ট রেডি হয়ে যায়। হিহিহিহি। আজ আমরা মামা ভাগ্নে মিলে একটা সিড়ি আঁকার চেষ্টা করেছিলাম। মোটামুটি একটা সেপ দিয়েছি। সেটারই কিছু ধাপ আপনাদের সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আশা করি ভালো লাগবে সকলের।

IMG20221011105757.jpg

IMG20221011110049.jpg

প্রথমে মোটামুটি ১২ ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে নেই এবং প্রতি ইঞ্চিতে একটি করে ডট চিহ্ন দিয়ে মার্ক করে রাখি। তারপর সেই ডট দেওয়া চিহ্ন থেকে সমান্তরাল ভাবে এমন ভাবে রেখা আকি যার প্রথমটি ছোট এবং পরের দুইটি পূর্ববর্তী রেখা অপেক্ষা বড় হবে এবং সমান হবে।

IMG20221011110333.jpg

এরপরে শুরুর ছোট রেখা থেকে তির্যকভাবে রেখা টেনে নিচের রেখার সাথে মিলিয়ে দেই। আর পরবর্তী দুটি সমান্তরাল রেখা সোজাসুজি রেখা টেনে মিলিয়ে দেই। আশা করি উপরের ছবি দেখে আপনারা ঠিকই বুঝতে পারছেন।

IMG20221011110420.jpg

IMG20221011111123.jpg

এভাবে সিঁড়িটি আঁকা হয়ে গেলে পেন্সিল দিয়ে দাগ দিয়ে পুরো জায়গাটা বদ্ধ করে দেই এবং চিত্রটি ফুটিয়ে তোলার জন্য চারপাশে সমান্তরাল রেখা টেনে নেই।

IMG20221011111659.jpg

IMG20221011112808.jpg

এবার কালো মার্কার পেন দিয়ে নির্দিষ্ট কিছু অংশ একদম গাঢ় কালো রং করে নেই। আর তারপরে বাকি অংশগুলোতে পেন্সিল দিয়ে হালকা করে ঘষে কালো করে দেই এবং কিছু জায়গা টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে দেই ফুটিয়ে তোলার জন্য।

IMG20221011115527.jpg

IMG20221011115540.jpg

আর এভাবেই আমি আমার সিড়ি আঁকাটা সম্পূর্ণ করলাম।

ছবিটার এক পাশ থেকে লক্ষ্য করলে অনেকটা থ্রি ডি সেপ এসেছে মনে হলো। ভাগ্নে বেশ খুশি হল ছবিটা দেখে। আমি যখন ছবিটা আকছিলাম ও নিজেও অন্য একটা প্যাড নিয়ে আমার মত করে আঁকার চেষ্টা করছিল। ব্যাপারটা দেখে আমার বেশ ভালো লাগছিল। যাই হোক আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোন ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে এভাবে উৎসাহিত করার জন্য। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন দাদা ছবি একটা পাশ খেয়াল করলে থ্রিডি এর মত লাগে। আবার ভাল করে খেয়াল করলেই সিঁড়ি বোঝা যায়। আপনি খুব সুন্দর এবং নিখুঁতভাবে অঙ্কন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

হ্যাঁ আমার কাছেও অমনটাই লাগছে। মজার ছলে ছবিটা আজ এঁকেছি আপু। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তো বেশ দারুণ বুদ্ধি ভাগিনাকে আটকানোর জন্য খুব চমৎকার ভাবে চিত্রাংকন শুরু করেছেন, যাতে করে সে মনমুগ্ধ হয়ে আপনার অঙ্কনের দিকে তাকিয়ে থাকে। আর এদিক থেকে আপনার কাজ হল ছেলেটাকেও এদিক ওদিক পাহারা দিতে হলো না,নিজের সাথে বসে থাকলো। যাই হোক থ্রিডি সিঁডিটি অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ।

হিহিহিহি কি আর বলবো ভাই, দুষ্টু ভাগিনাকে মানিয়ে রাখতে এমন না করে উপায় নেই 😅। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ভালোবাসা রইলো ভাই।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকারভাবে আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। একঢিলে দুই পাখি মারলেন হা হা।আপনার একটা পোস্ট ও রেডি হয়ে গেল অন্য দিকে ভাগ্নে ও ঠান্ডা থাকল।আর আপনার বাড়ির সিঁড়ি অংকন অসাধারণ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আট শেয়ার করার জন্য।

কি আর করবো আপু, যা জ্বালাতন করে! মাঝে মধ্যে এমন না করে কোন উপায় নেই একদম 😊😊। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনার বাড়ির সিঁড়ি অংকন টি অসাধারণ হয়েছে। আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। আপনি তো এক ডিলে দুই পাখি মারলেন হা হা হা। একদিকে ভাগ্নেও ঠান্ডা থাকলো অন্যদিকে একটি পোস্ট রেডি হয়ে গেল। অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

 2 years ago 

বেশ একটা থ্রিডি লুক এসেছে তো ছবিটার! ভালো লাগছে দেখে।

চেষ্টা করেছি দাদা। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

বাচ্চারা একটু ছোটাছুটি করবে এটাই স্বাভাবিক। তবে আপনার কৌশল খুব পছন্দ হয়েছে আমার, বাচ্চাকে শান্ত করার জন্য চিত্র অংকন। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি সিড়ির চিত্র একেছেন। প্রতিটি ধাপ খুব সহজ ছিল। ফাইনাল লুক ভাল এসেছে। ধন্যবাদ ভাইয়া।

কি আর করব ভাই,, এটাই ওকে শান্ত রাখার এক। আলো রাস্তা। হিহিহিহি। অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনার অংকনের প্রচেষ্টা দেখে খুবই ভালো লাগছে ভাইয়া। তবে আপনাকে একটা ছোট্ট টিপস দেই। সেটা হলো থ্রিডি আর্ট করার পর সেটার ঠিকঠাক ফটোগ্রাফি করাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় থ্রিডি আর্ট গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম সৌন্দর্য বহন করে। সে ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন এ ছাড়া আর্টটি চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে যখন কেউ ছবি আঁকা দেখে নিজেও ছবি আঁকতে বসে যায়। আপনার ভাগ্নের বোধহয় ছবি আঁকার প্রতি খুব শখ রয়েছে।

আপু সত্যি বলছি এই ছবি তুলতে গেলেই আমার মাথা গুলিয়ে যায়। আমি এই জিনিসটা আজও পর্যন্ত ঠিক করতে পারলাম না। পরবর্তিতে আরো ভালো করে খেয়াল রাখবো অবশ্যই। অনেক ধন্যবাদ আপু সুন্দর টিপস্ সহ আপনার মন্তব্য করার জন্য।

 2 years ago 

থ্রিডি ৮ সবাই করতে পারে। কিন্তু থ্রিডি এর মধ্যে সবচেয়ে আসল টপিক হল ছবি তোলা । ছবি তোলার মাধ্যমে একটি আর্ট কে 3d করে তুলা যায়।
আর আপনি অনেক সুন্দর ভাবে একটি থ্রিডি তৈরি করেছেন

আপনার থ্রি ডি ৮ লেখার ধরণ টা আমার দারুন লেগেছে ভাই 😀🙏। নতুন কিছু শিখে নিলাম। অনেক ধন্যবাদ 😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65