যাওয়া-আসার কিছু গল্প, ভ্রমণ সঙ্গী ছিল যানজট

নমস্কার বন্ধুরা। আশা করি সকলের সুস্থ আছেন এবং ভাল আছেন। আমার দিনকাল কেটে যাচ্ছে বেশ।

মুখোশধারী অনেক মানুষের মুখোশ আসতে আসতে খুলতে শুরু করেছে। একটু এলোমেলো ভাবেই সময় চলছে। তবে আপনাদের সাথে একসাথে সময় কাটালে আশা করি খুব তাড়াতাড়ি সবটা সামলে উঠবে।

আজ একটা অন্য ধরনের লেখা সবার সাথে ভাগ করে নিচ্ছি। প্রয়োজনের তাগিদে মাঝেমধ্যেই রাজধানী ঢাকাতে ছুটতে হয় আমাকে। এই ঢাকা যাওয়া এবং আসার কথা মনে হলেই বুকের ভিতর জ্যাম নামক রাক্ষসের ভয় খুব জড়োসড়ো হয়ে বসে।

গত সপ্তাহে যখন যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রয়োজনের তুলনায় তিন ঘন্টা সময় অতিরিক্ত লেগে গেল শুধুমাত্র জ্যাম এর জন্য। সেদিন এত গরম ছিল। তীব্র রোদে মাঝ রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে পুরো পাগল হয়ে গেছিলাম।

যাত্রাপথে কিছু ছবি তুলেছিলাম। সেগুলো সবার সাথে ভাগ করে নিচ্ছি।

IMG20220324111335.jpg

IMG20220324111535.jpg

IMG20220324111445.jpg

উত্তরবঙ্গে ঢাকা থেকে যারা যাতায়াত করেন তারা সবাই ফুডভিলেজ নামক রেস্টুরেন্টের সাথে মোটামুটি পরিচিত। এদের দুটি শাখা। একটি ফুড ভিলেজ এবং অপরটি ফুড ভিলেজ প্লাস। যাত্রাবিরতিতে এই দুটি হোটেলের জুড়ি মেলা ভার। এখানে সময় কাটাতে আমার বেশ ভালই লাগে।

IMG20220324122148.jpg

এই ছবিটা নলকা ব্রিজের উপর থেকে তোলা। কিছুদিন আগেও সবথেকে ভয়াবহ জ্যাম লাগতো ঠিক এই জায়গাতেই। এখন অবস্থা অনেকটা ভালো। ব্রিজ থেকে দেখলাম নদীতে খনন কাজ শুরু হয়েছে। বেশ ভালো একটা উদ্যোগ।

IMG20220324124331.jpg

IMG20220324124339.jpg

এই ছবিটা দেখে সবাই ইতিমধ্যে বুঝে গেছেন এটা যমুনা ব্রিজের উপর থেকে তোলা।

ঢাকা থেকে ফেরার পথেও এবার বেশ বেগ পোহাতে হয়েছে আমাকে। যেখানেই যাই যানজট যেন আমার পিছু ছাড়ছিল না। সকাল সাড়ে আটটায় বেরিয়ে টার্মিনাল পৌঁছাতে সাড়ে নয়টা বেজে গেল। আর দশটার গাড়ি আসলো এগারো টায়। আর বাড়ি পৌঁছাতে বেজে গেল বিকাল পাঁচ টা।

IMG20220328132442.jpg

এই ছবিগুলো ফেরার পথে তুলেছিলাম যমুনা ব্রিজ থেকে আবার।

IMG20220328140814.jpg

IMG20220328140820.jpg

IMG20220328141019.jpg

IMG20220328141210.jpg

ঢাকা থেকে ফেরার পথে আমার গাড়িটা ফুড ভিলেজ প্লাস এ যাত্রাবিরতি দেয়। সারাদিন না খাওয়া কি খাব তাই বুঝতে পাচ্ছিলাম না। আমি আবার আইসক্রিমের লোভ সামলাতে পারি না যদি সামনে দেখি। ব্যাস একটা আইসক্রিম নিয়ে বসে মজা করে খেলাম।

ফেরার দিন মোটামুটি আট ঘণ্টা সময় চলে গেল। মাঝে মাঝে নিজের কাছেই অবাক লাগে প্রতিদিন যানজট আমাদের জীবন থেকে কত মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। সারাদিনের মূল্যবান সময় যদি গাড়িতে বসেই নষ্ট করি তাহলে প্রয়োজনীয় সময়টা আর পাব কোথায়। আর এজন্যই হয়তো আমরা উন্নত দেশ গুলো থেকে এত পিছিয়ে। জানিনা আমাদের দেশের মানুষ কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে।

আজ এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন এবং প্রিয়জনকে ভালো রাখার চেষ্টা করবেন।

Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো । আসলে যানজট থাকবে এর মাঝে আমাদের আনন্দ উপভোগ করতে হবে। আপনার আলোকচিত্র গুলো খুবই অসাধারণ হয়েছে। যমুনা ব্রিজের উপর আলোকচিত্রগুলো খুব সুন্দর ভাবে তুলে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাই। পাশে থাকবেন।

 2 years ago 

অনেকদিন পর দাদা আপনার দেখা পেয়ে বেশ ভালো লাগছে। আমি আপনার পোস্ট দেখে চমকে গেলাম। সত্যিই অনেক ভালো লাগলো।যমুনা ব্রিজ নলকা ব্রিজের দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। উপভোগ করলাম

অনেক ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। ভালোবাসা নিও ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57574.67
ETH 2368.94
USDT 1.00
SBD 2.42