মামা ভাগ্নের বাজার ভ্রমণ 🥰😊

নমষ্কার,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কথা। বাড়ির বাজার সাধারনত বাবা করে থাকেন। আমি আসলে কোন দিনও বাড়ির পুরো বাজার করি নি। হঠাৎ কিছু দরকার হলে তখন ছুটতে হয়েছে ।

ভাগ্নে অভ্র বেশ কিছুদিন হলো বলছে, মামা আমি বড় মাছ দেখবো। আসলে বইয়ে যতই মাছ দেখুক কিন্তু বাস্তব অভিজ্ঞতা খুব দরকারি সবার জীবনেই। তাই ভাবলাম একদিন সকাল সকাল ভাগ্নেকে নিয়ে বেড়িয়ে যাব বাজারে। অনেকদিন হলো আমি নিজেও যাইনি বাজারে। তরকারি বা মাছের বাজার সম্পর্কে কোন ধারনাই নেই এখন। এই সুযোগে আমারও জানা হয়ে যাবে।

বাজার আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না। মোটামুটি পাঁচ মিনিট হাঁটলেই ছোটখাটো একটি বাজার পাওয়া যায়। আমি আর অভ্র সকাল দশটায় বেরিয়ে গেলাম বাজার ভ্রমণের উদ্দেশ্যে।

IMG_20211122_140648.jpg

বাজারে ঢুকে শুরুতেই চলে যাই মাছের দিকে। মাছগুলো দেখে অভ্র কি যে খুশি হয়েছিল বলে বোঝানো যাবে না। আনন্দে লাফাচ্ছিলো এক কথায়। ভাগ্নে এমনিতে অনেক মাছের নাম বলতে পারে। বই দেখে দেখে চিনতেও পারে। কিন্তু বাজারে গিয়ে মাছের দোকানের সামনে সব যেন তালগোল পাকিয়ে ফেলছিল। একটা মাছের নাম ও ঠিকঠাক বলতে পারছিল না 🥰😂🤪😊। আসলে এমন হওয়াটাই স্বাভাবিক। সামনাসামনি এভাবে কখনো আগে আসেনি। আমি ওকে একটা একটা করে মাছের নাম বলে চিনিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম।

IMG20211118104909.jpg

IMG20211118104949.jpg

IMG20211118105307.jpg

IMG20211118105403.jpg

IMG20211118105445.jpg

IMG20211118105502.jpg

IMG20211118105449.jpg

IMG20211118105625.jpg

IMG20211118105758.jpg

IMG20211118110813.jpg

IMG20211118105657.jpg

তবে মাছের থেকে শুরু করে কাচা বাজারে যখন আমি গেলাম মাথায় পুরো বাজ পড়লো। এত দাম !!

• দুই থেকে আড়াই কেজি রুই কাতলা মাছ ২৭০ টাকা কেজি
• তিন কেজির রুই কাতলা ৩৫০ টাকা কেজি থেকে শুরু
• ইলিশ মাছ মোটামুটি বড় গুলো ১১০০ টাকা কেজি থেকে শুরু
• চিংড়ি মাছ ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি
• অনেক বড় একটা চিতল মাছ দেখলাম। ৫০০ টাকা কেজি দাম বলল
• বড় সাইজের আইর মাছ ১১০০ টাকা কেজি দাম বলল
• ছোট ছোট দেশি ট্যাংরা মাছ ২৫০ গ্রাম ৯০ টাকা

এছাড়াও বাজারে সিলভার কাপ, গ্লাসকাপ, পাঙ্গাশ , শোল, দেশি কৈ, ইত্যাদি অনেক ধরনের মাছ ছিল।

IMG20211118105926.jpg

এরপর আমরা চলে গেলাম কাঁচা বাজারের দিকে। বাজারে শীতকালীন নতুন নতুন শাকসবজি দেখতে খুব ভালো লাগছিল। ফুলকপি ,বাঁধাকপি ,গাজর, পালং শাক, লাল শাক, বরবটি সবকিছু দিয়ে একদম ভরপুর ছিল।
বাঁধাকপি ফুলকপি ৪০ থেকে ৬০ পর্যন্ত দাম চাচ্ছিল। তবে গাজরের দামটা অত্যাধিক দেখলাম। ১৫০ টাকা কেজি চাইছিল। আসলে সবে তো বাজারে আসতে শুরু করেছে তাই হয়ত সব কিছুর দাম একটু বেশি। কিছু দিন পর আস্তে আস্তে কমবে মনে হয়।

IMG20211118110200.jpg

IMG20211118110304.jpg

IMG20211118105851.jpg

IMG20211118110008.jpg

IMG20211118110156.jpg

IMG20211118110024.jpg

তবে অনেক দিন পর বাজার গিয়ে যেটা মনে হলো, সব কিছুর দাম আগের থেকে অনেকটাই বেশি । নিম্ন আয়ের মানুষদের জন্য এরকম বাজারব্যবস্থা মোটেও কাম্য নয়। আশেপাশে আরও শুনছিলাম তেল থেকে শুরু করে চাউলের দাম বেশ ঊর্ধ্বমুখী। আর সবকিছুর জন্য দায়ী সুষ্ঠ মনিটরিং এর অভাব। সব দ্রব্যমূল্যের দাম এরকম ঊর্ধ্বমুখী থাকলে সমাজের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সবাইকেই চরম পরিমাণের ভুগতে হবে।

IMG20211118111311.jpg

যাইহোক বেশ খানিকটা সময় বাজারে অতিবাহিত করে আমি আর অভ্র বাড়ির দিকে রওনা দিলাম। তবে খালি হাতে ফিরিনি। আমাদের বাজারে যাওয়ার একটু আগেই বাবাও বাজারে যায়। বেশ বড়সড় একটা কাতলা মাছ কিনে একদম কেটে রেখেছিল। ওটা নিয়ে বাড়ি ফিরলাম। অনেকদিন পর বাজারে গিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা হল। অভ্রও ভীষণ খুশি 😊।

Sort:  
 3 years ago 

অভিজ্ঞতা সবার জীবনেই দরকার ছোট বেলায় আমি গ্রামে বেড়ে উঠেছি বাবার কাধে উঠে আমিও আপনার ভাগ্নের মতো বাজারে যেতাম এবং বড় বড় মাছ গুলো দেখতাম ভালো লাগতো।অনেক সুন্দর মুহুর্ত শেয়ার করেছেন ভাই।শুভ কামনা।

আমিও এমন করতাম ভাই। বাজারে মাছ দেখতে যাওয়ার খুব নেশা ছিল আমার বাবার সাথে। বয়স টা একটু বাড়ার সাথে সাথে ইচ্ছে থাকলেও অনেক কিছু আর করা হয় না। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই মনে হচ্ছে পুরো বাজারটাই নিয়ে আসছেন মামা-ভাগ্নে মিলে। মাম-ভাগ্নে যেখানে আপদ-বিপদ নেই সেখানে।

মাছতো অনেক দেখলাম, বেশ ভালো মাছই উঠে বাজারে দেখছি। তবে সবজিগুলো একদমই টাটকা মনে হয়েছে। দারুণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ

হাফিজ ভাই এই মজার কথা কি আর বলবো। ভাগ্নে সব মাছের দোকানে গিয়ে যেটা সব চেয়ে বড় মাছ ওটা দেখে জেদ করছিল, এই মাছ আমি নেবো। কি এক কান্ড। অনেক কষ্টে সব ম্যানেজ করেছিলাম।

আর বাজার টা থেকে গ্রাম খুব কাছেই । তাই বেশ টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যায়।

 3 years ago 

আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি এর মাধ্যমে আপনার বাজার ভ্রমনের অভিজ্ঞতা আনাদের মাঝে উপস্থাপন করেছেন।বিশেষ করে আপনার মাধ্যমে অনেক দিন পর চিতল মাছ দেখলাম।
শুভকামনা রইল মামা ভাগ্নে জন্য।

চিতল মাছ আমার খুব প্রিয়। কিন্তু কাটা টা অত্যাধিক। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অভ্র এর অবস্থা দেখি আমার মতোই। আমি নিজেও মাছ ওইভাবে চিনিনা আসলে, কিছু চিনি।আম্মু ওইদিক বললো চিংড়ির কেজি নাকি ১১০০ বলছে।আসলে দাম এর অবস্থা একেবারে শোচনীয়। যে যা পারছে তাই চাইছে।

অভ্র তো অভ্রই। সারা দিন দুষ্টামি আর পাগলামি। হিহিহিহি। বাজারের অবস্থা খুব বেশি ভালো না দিদি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম ছাড়া।

You have been upvoted by @tarpan, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57142.47
ETH 2437.81
USDT 1.00
SBD 2.39