কাছে থেকেও দূরত্ব টা যেন অনেক

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

কখনো কখনো খুব কাছের জিনিসকেউ কাছে যাওয়ার পর খুব দূরে মনে হয়। মনের ভেতরে উথাল পাথাল হয়ে গেলেও আগের অবস্থানে আর ফিরে যাওয়া যায় না। সময় এতোটাই নিষ্ঠুর খেলা খেলে আমাদের সাথে। হয়তো এটাই জগতের নিয়ম। পুরাতনকে তার জায়গা ছেড়ে দিতে হবে নতুনের আহ্বানে। অন্য কথায় যাকে বলে পরম্পরা।

IMG20230130225221.jpg
Location

সারা দিন বেশ কর্ম ব্যাস্ততার মাঝে দিয়ে কাটে ক্যাম্পাসে যাওয়ার পরদিন। স্যার দের সাথে নানান বিষয়ে কথা হয়। অনেকদিন পর দেখা হওয়ায় সবাই বেশ খুশি। বিশেষ করে আমার ডিপার্টমেন্টাল হেড স্যারের সাথে সবচেয়ে বেশি সময় কেটেছে। স্যার তার মূল্যবান কাজ ফেলে আমার সাথে অনেকক্ষণ সময় কাটান। আমারও ভীষণ ভালো লাগে।

IMG20230130231741.jpg
Location

রাতের দিকে একা একা ক্যাম্পাসের চারপাশ দিয়ে হাঁটছিলাম বেশ। কত স্মৃতি মনে পরছিল!! রাত বিরাতে এই জায়গা গুলো দিয়ে কত আড্ডাবাজি করেছি! কিন্তু সেদিন নিজের ক্যাম্পাসে নিজেকেই অতিথি হিসেবে লাগছিল যেন। সবকিছুই আমার, আবার কিছুই যেন আমার নেই। আমি শুধু অতীতের সাক্ষী মাত্র। নিজের পুরোনো রুমেও গিয়েছিলাম একবার। দেখলাম আমার লাগানো একটা কাগজ এখনও আছেই দেওয়ালে লাগানো। আর আসার আগে নিজের নামটা যে লিখে এসেছিলাম ওটা এখনও আছে । কেউ মুছে ফেলে নি। অদ্ভূত একটা তৃপ্তি পেলাম চার তোলার সেই ৪০৪ নম্বর রুমে।

IMG20230131113302.jpg
Location

একদম অল্প সময় নিয়ে গিয়েছিলাম ময়মনসিংহে। পরদিন রাতের বেলায় ব্যাক করি। এত বছর পর পুরনো স্মৃতিগুলোকে নিয়ে খেলা করতে মন্দ লাগেনি একদমই। তবে নিজেকে শুধু অথিতিই মনে হয়েছে, অধিকারের জায়গাটা যেন হারিয়ে ফেলেছি। জীবনের স্বর্ণালী স্মৃতি এখন আমার ক্যাম্পাস লাইফ। হয়তো আর কোনদিন সেই বন্ধু, সেই সিনিয়র বা জুনিয়রকে নিয়ে একসাথে হাসি ঠাট্টায় মেতে ওঠা হবেনা। ফিরে পাব না সেই হারিয়ে যাওয়া দিন। ওরা সবাই ভালো থাকুক। জীবনের নানান রঙে বর্ণিল হয়ে উঠুক প্রতিটি প্রাণ।

Sort:  
 2 years ago 

নিজের ক্যাম্পাসে গেলে আসলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখন সেখানে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে তখন মনে হয় যেন আবার ফিরে যায় সেই দিনগুলোতে। বন্ধু-বান্ধব, প্রিয় শিক্ষক আর প্রিয় জায়গাটাকে অনেক বেশি মিস করা হয়। তবে আপনি একটা দিন সময় করে সেখানে গিয়েছেন এবং মুহূর্তগুলোকে আবার অনুভব করে এসেছেন। আর আমাদের মাঝে শেয়ার করেছেন, তাই বেশ ভালো লেগেছে।

 2 years ago 

সত্যিই ভাই অনেক মিস করেছি ফেলে আসা সেই দিন গুলোকে। কি মধুর ছিল দিনগুলো! অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনার জন্য ও ভালোবাসা রইলো প্রিয় ভাই। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি। ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

স্মৃতিগুলো বড়ই অদ্ভুত ৷ জীবন যতদিন স্মৃতিগুলোও ততদিন বেঁচে থাকে ৷ আর আমরা তো সবাই অতিথী ৷ কারন জীবন তো অনেক প্রতি মূহুর্তে বদলে যেতে সময়ের স্রোতে ৷ আপনি যেখানে দীর্ঘ কতদিন ক্যাম্পাসে ছিলেন কত বন্ধু বান্ধব সিনিয়র, জুনিয়র স্যার ৷ কিন্তু এখন এসব থেকে দুরে চলে গেলেন ৷ সর্বোপরি জীবন এমনি ৷

 2 years ago 

গতিই জীবন ভাই। প্রতিনিয়ত এখানে পরিবর্তনের মাঝেই টিকে থাকতে হয়। অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

আসলে স্মৃতি মানুষকে কাঁদায় হাসায়। ভাই কলেজ ক্যাম্পাসে গেলে সে সোনালী মুহূর্ত মনে পড়ে যায়। বন্ধুবান্ধব শিক্ষকদের সাথে কত মধুর মুহূর্ত চোখের সামনে ভেসে উঠে। ব্যস্ততার কারণে কলেজ ক্যাম্পাসে আর যাওয়া হয় না আমার। আপনি তো অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ক্যাম্পাসে গিয়ে। আপনার ৪০৪ নম্বর রুমে গিয়ে মনে হচ্ছে জীবনে আবার পেলে আসা সময়ের মাঝে ফিরে যায় তাই না? পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে স্মৃতি গুলো রোমন্থন করতে খুব ভালো লাগে,, তবে আগের সেই দিনে ফেরত যেতে খুব একটা ইচ্ছে করে না। সবাই সামনে এগিয়ে যেতেই বেশি ভালোবাসে। হিহিহিহি। ভালো থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67319.79
ETH 2629.90
USDT 1.00
SBD 2.67