একটি জ্যামিতিক থ্রিডি আর্টের প্রচেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

আমাদের এই পরিবারের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নানান রকমের সৃজনশীল কাজের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছে নিজ নিজ অবস্থান থেকে। আমার সত্যিই দারুন লাগে মানুষের মাঝে সুপ্ত এই প্রতিভা গুলো দেখে। আর নিজেকে সেই জায়গায় বসিয়ে একটু নতুন কিছু করতেও খুব মজা লাগে। ঠিক সেরকমই একটা বিষয় হলো ছবি আঁকা। আমার খুব ভালো লাগে ছবি আঁকতে। কিন্তু সময় আর ধৈর্যের অভাবে এই কাজগুলো ঠিক মন দিয়ে করে ওঠা হয় না।

IMG_20220919_182726.jpg

বেশ কিছুদিন হলো আমাদের এই পরিবারে বেশ কিছু থ্রি ডি আর্ট এর পোস্ট দেখছি। এক কথায় দূর্দান্ত লেগেছে আমার এই আর্ট গুলো। মাঝে দুই দিন চেষ্টাও করেছিলাম। অতটা ভালো হয় নি। তবু আমি ছবি গুলো এঁকে খুব মজা পেতাম। কয়েকদিন আগে শ্রদ্ধেয় @tania69 আপু একটা থ্রি ডি আর্ট পোস্ট করেন। আমার বেশ ভালো লাগে কাজটা। আর মনে হয়েছিল এটা হয়তো আমি পারবো। ব্যস্ততার কারণে করা হয়ে উঠছিল না। গতকাল বিকালে যখন একটু অবসর পেলাম সাথে সাথে আঁকার চেষ্টা করলাম। সেই কাজটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

IMG20220919172346.jpg

IMG20220919172450.jpg

প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। আর বাহুগুলোর মধ্য বিন্দু থেকে ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ আঁকলাম।

IMG20220919173226.jpg

IMG20220919173345.jpg

এবার ত্রিভুজের কর্ণ গুলো থেকে তির্যকভাবে ছোট দাগ বের করে দেই এবং পরবর্তিতে সেগুলো যোগ করে দেই।

IMG20220919174149.jpg

IMG20220919175405.jpg

এই পর্যায়ে ত্রিভুজের ভেতরের দিক থেকে কিছু কর্ণ এঁকে সেগুলো যোগ করে দেই। আর তারপর কিছু কিছু অংশ রবার দিয়ে মুছে দেই।

IMG20220919180102.jpg

IMG20220919180315.jpg

এবার ত্রিভুজটির কিছু অংশ পেন্সিল দিয়ে গাঢ় রং করে পরে আবার আঙ্গুল দিয়ে হালকা হালকা মিলিয়ে দেই।

IMG20220919181816.jpg

IMG20220919182159.jpg

আর সবশেষে একটা কালো বলপেন দিয়ে ছবিতে দেখানো অংশ গুলোতে গাঢ় কালো করে দেই যেন থ্রি ডি ভিউ টা মোটামুটি ফুটে ওঠে।

এই ছিল আজকে আমার উপস্থাপনা। ছবিটা এঁকে খুব মজা পেয়েছি। তবে একদম শেষে দেখি কিছুটা গরমিল আছে @tania69 আপুর ছবিটার সাথে। সেটা অতটা চোখে পরার মত না 😉। ওভাবেই কাজ চালিয়ে নিয়েছি। আসলে গরমিল করে মিলিয়ে দিয়েই তো সারাজীবন পাশ করে এসেছি। এটা আর এমন কি ব্যাপার। হিহিহিহি 🤪। সবাই ভালো থাকবেন, সুস্থ্ থাকবেন।

Sort:  
 2 years ago 

কয়েকদিন আগে শ্রদ্ধেয় @tania69 আপু একটা থ্রি ডি আর্ট পোস্ট করেন।

ভাইয়া আপনি তানিয়া আপুর থ্রিডি আর্ট দেখে উৎসাহ পেয়ে এই সুন্দর থ্রিডি আর্ট করেছেন দেখি সত্যিই ভালো লাগলো। আসলে আমার বাংলা ব্লগ পরিবারের প্রত্যেকটি সদস্য অনেক বেশি সৃষ্টিশীল এবং মেধাবী। সবার প্রতিভা গুলো যখন দেখি তখন সত্যি ভালো লাগে। অনেক কিছু শিখেছি এই পরিবারের সদস্যদের কাছ থেকে। আশা করছি ভবিষ্যতেও আরো অনেক কিছু শিখব। আপনার প্রচেষ্টা ভালো ছিল ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু আমাদের এই পরিবারের সবার সৃজনশীলতা সত্যিই মুগ্ধ করার মত। প্রতিনিয়ত শিখে চলেছি সবার কাছ থেকে কিছু না কিছু। আশা করি সামনে আরো অনেক কিছু শিখবো। অনেক ভালো থাকবেন আপু।

 2 years ago 

বারবার বলছিলাম না যে ভাইয়া চেষ্টা করেন। চেষ্টা করতে করতে এক সময় পেরে যাবেন। দেখেন ঠিকই আজকে পেরে গিয়েছেন। আসলে চেষ্টা করলে কোন জিনিস টা না পারা যায়? প্রয়োজন একটু ধৈর্য। ছোট্ট একটা টিপস দেই। পেন্সিল দিয়ে যখন কোন জায়গা রং করবেন সেই জায়গাটা টিস্যু দিয়ে ঘষে দিলে সমান হয় এবং দেখতেও ভালো লাগে। আর্টটি আমার আর্টের সঙ্গে না মিললে কি হবে হয়েছে কিন্তু দুর্দান্ত। আপনার জন্য সহজ সহজ আরো কিছু থ্রিডি আর্ট করতে হবে দেখছি যাতে শিখতে পারেন।

 2 years ago 

টিপস টা মাথায় থাকবে আপু 🙏। আপনার অলস ভাই এই কাজ টা করে নিজেও বেশ খুশি হয়েছে। আর হ্যাঁ সহজ কিছু আর্ট করবেন আমার জন্য। আমি সময় করে অবশ্যই চেষ্টা করব। ইউটিউব দেখে করতে গেলে কপিল শর্মার শো ছাড়া আর কিছুই মাথায় আসে না 😀😅। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আমার বাংলা ব্লগ থেকে আমারা সবাই কিছু না কিছু শিখছি।যেমন আমি ম্যান্ডালা ডিজাইন ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করতাম কিন্তু এটা যে ম্যান্ডালা ডিজাইন তা জানতাম না।এখান থেকেই তা জেনাছি।আপনিও চেস্টা করে থ্রিডি আর্ট করা শিখছেন।চেস্টা করে সব কিছু করা সম্ভব।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার নিজেরও দারুন লাগে। কিন্তু ধৈর্য ধরে করে উঠতে পারেনি কখনোই। আমিও চেষ্টা করব কোন একদিন। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার তৈরি থ্রিডি চিত্র অংকন দেখে। তানিয়া আপুর থ্রিডি আর্ট ও দেখেছি অনেক সুন্দর হয়েছিল। আপনিও চমৎকার ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

চেষ্টা করেছিলাম একটু আপু,, আশা করি মাঝে মাঝে এমন চেষ্টা আরো করব। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তারমানে তানিয়া আপুর থ্রিডি চিত্র থেকে আপনার মনেও সেই চিত্রাংকনের ইচ্ছা জাগলো। আর বিশেষ করে নতুন কিছু করতে সবারই ভালো লাগে, যেমনটি করে আপনি ধৈর্য ধরে এই সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের উপহার দিয়েছেন ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

হ্যাঁ ভাই এটা একদম সত্যি যে তানিয়ার আপুর ক্রেডিট সবার আগে। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার থ্রি ডি আর্টি।সত্যি ভাইয়া মানুষ চেষ্টা করলে সব পারে। শুধু সময় আর ধৈর্যের প্রয়োজন। কথায় আছে না একবার না পারিলে দেখ শতবার।এভাবেই আর্ট করতে থাকেন। আপনার কাছ থেকে আরো আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা আর ধৈর্যটাই সব চাইতে বড়। দোয়া করবেন আপু। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

দাদা আপনি আজকে চমৎকার ভাবে জ্যামিতিক থ্রিডি আর্ট করেছেন দারুন হয়েছে। নিখুঁত হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন। এটি দেখে মনে হয়েছে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। তবে আসলে এটি অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনিও অনেক সুন্দর আর্ট করেন আপু। অনেক ভালো থাকবেন। আর এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

সত্যিই আপুর ড্রইং গুলো বেশ চমৎকার হয়ে থাকে আমার নিজের কাছেও খুব ভালো লাগে তবে কখনো ট্রাই করিনি ভালো লাগলো আপনি ট্রাই করেছেন এবং সত্যিই এটি বাস্তবায়ন করতে পেরেছেন। মনে হচ্ছে যেন এঙ্গেল চেঞ্জ হচ্ছে থ্রিডি একটা বিষয় সত্যি কাজ করছে।

 2 years ago 

আপু সত্যিই অনেক ট্যালেন্টেড। আমি অনেক কিছুই শিখছি আপুর কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া থ্রিডি আর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আঁকার পর বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে ফুটিয়ে তোলা। হয়তো আপনি খুব সুন্দরভাবে থ্রিডি আর্ট করতে পারবেন কিন্তু অনেক সময় যদি ঠিকভাবে ফটোগ্রাফি করতে না পারেন তাহলে থ্রিডি আর্ট বোঝা যাবে না। আপনি তানিয়া আপুর আর্ট দেখে উৎসাহিত হয়ে খুব সুন্দর ভাবে থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্ট এবং উৎসাহ দেখে খুব ভালো লাগলো। আমার কাছেও থ্রিডি আর্ট করতে অনেক ভালো লাগে। অনেক আগে একবার এঁকেছিলাম কিন্তু এখন তেমন সময় হয় না বলে আঁকা হয়ে ওঠে না। এই আর্ট করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় । খুব সুন্দর ভাবে আপনি ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে এই থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু,, ছবি তোলা টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থ্রিডি আর্টের ক্ষেত্রে। আমি নিজেও অতটা ভালো পারিনা। চেষ্টা করে চলেছি। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70601.40
ETH 3576.96
USDT 1.00
SBD 4.75