প্রথমবার ফকির লালন শাহ্ র গান গাইবার চেষ্টা করলাম🙏

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,,

মাঝে মধ্যেই আমার বাংলা ব্লগে গান পরিবেশন করি আমি। এটা নতুন কিছু না। তবে দীর্ঘদিন হলো এসব থেকে দূরে আছি। আজ অনেকদিন পর একা একাই গাইছিলাম। মন মত কোন কিছুই যেন হচ্ছিল না। সত্যি বলতে গানের সাথে মুড টা অনেক বেশি নির্ভর করে। চঞ্চল মন নিয়ে কোন কিছুই ঠিকঠাক হয় না।

অনেক ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি এই প্লাটফর্মে। হ্যাঁ এটা সত্যি আমি প্রফেশনাল না। মনের খায়েশ মেটানোর জন্য যেটুকু করতে হয় সেটুকুই করি। আজ কেন যেন ফকির লালন শাহর গান গুনগুন করছিলাম সকাল থেকেই। এর কারণটা এখনো আমার জানা নেই। চুপচাপ চেয়ারে বসে তাই বিখ্যাত এই সাধকের একটা গানের কিছু অংশ রেকর্ড করে নিলাম। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

আজকের প্রথমবার আমি হয়তো একটু লালন গীতি গাইলাম। সত্যি বলতে ফকির লালন শাহর গান গাওয়া এত সহজ না। মনের জোরের সাথে সাথে নিজের মনটাকে তার লেখনীর ভাবের কাছে নিয়ে যেতে পারলে তবেই হয়তো কিছু একটা গাওয়া সম্ভব হয়। আমি এত অনন্য উচ্চতায় কখনোই যেতে পারবো না সেটা ভালোভাবেই জানি। তবে চেষ্টা করেছি যতটা পারি নিজের মতো করে গাওয়ার।

সত্যি বলতে লালনগীতি সবাই ঠিকমতো গাইতে পারে না। আর সবার গলাতে ভালোও লাগে না। হাতেগোনা কয়েকজন থাকে যাদের গলার সুর এবং স্বর দুইটাই লালন গীতির জন্য একদম পারফেক্ট হয়। আর এমন কাউকে পেলে তার গান বারবার শুনতেই ইচ্ছে করে শুধু। আমি আসলে সব ধরনের গানই পছন্দ করি। তবে বাউল বা ফোক সংগীত গুলো সব থেকে বেশি ভালো লাগে। এই গানের সুর গুলো এমন ভাবে করা হয় যেন বুকে গিয়ে সোজা আঘাত করে। একটা অন্যরকম তৃপ্তি পাই শুনে।

যাই হোক বাউল অঙ্গের আজকের এই গানটায় আমার অসংখ্য ভুল ত্রুটি আছে। আমি শুধু মনের ভালোলাগা থেকেই এটুকু গাওয়ার চেষ্টা করেছি। তাই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবটা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

Sort:  
 3 years ago 

লালন এর শহর কুষ্টিয়াতে বাড়ি আমার। মোটামুটি লালন গীতি শোনা হয়। আপনার গান তো আগেও অনেক শুনছি। চমৎকার গেয়েছেন ভাই। ঠিকই বলেছেন লালন গীতি সবার কন্ঠে ভালো লাগে না। কিন্তু আপনার সবকিছু মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। দারুণ গেয়েছেন ভাই।।

 3 years ago 

আমি লালনের আখড়ায় অনেক আগে একবার গিয়েছিলাম ভাই, পরিবেশটা দারুন লেগেছে এক কথায়। আর আপনাদের এমন উৎসাহ আমাকে সবসময় উৎসাহিত করে ভাই। ভালোবাসা রইলো।

 3 years ago 

আমারও লালনের দেশে বসবাস লালনের গানগুলো আমার খুবই ভালো লাগে। তাছাড়া লালনের ভক্ত এবং সাধকরা যারা আছেন তাদের কন্ঠে অনেক গান শুনেছি। এইবার তার স্মরণ উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলায় গিয়ে দারুন কিছু গান উপভোগ করেছিলাম আপনার কন্ঠে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

লালনের গান মানেই আধ্যাতিক কিছু ভাই। শুনতে থাকলে শুনতেই ইচ্ছে করে। কখনো সুযোগ হলে আমিও যাব এমন মেলায়। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

লালন শাহের গান একসময় খুবই জনপ্রিয় ছিল। এই ধরনের গানগুলো সারা জীবন জনপ্রিয় থাকবে। লালন শাহের গান গাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার কারণ এই সুরগুলো খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ। আপনি অনেক সুন্দর ভাবে লালন শাহের এই গানটি গেয়েছেন ।আমি এই গানটি অনেকবার শুনেছি খুবই ভালো লাগলো।

 3 years ago 

সত্যি বলতে এসব গান অমর। এগুলো শুধু গানই নয়, জীবন দর্শনও বলা যায়। অনেক ধন্যবাদ আপু।

আমারতো লালনগীতি খুব বেশি একটু শোনা হয় না। তবে এই গানটা আমি অনেকবার শুনেছি। কোন ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই আপনার গলাতে শুনতে বেশ ভালই লাগছিল। তবে একটা একতারা বা দোতারা হলে হয়তো ব্যাপারটা আরো বেশি জমে যেত।

 3 years ago 

আমি নিজেও খুব মিস করছিলাম একতারা বা দোতারা। গানের ভাবটা হয়তো পুরোপুরি চলে আসতো তাহলে। শেখার ইচ্ছে আছে খুব এই জিনিস গুলো। দেখা যাক কি হয় সামনে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চঞ্চল মন নিয়ে কোন কিছুই ঠিকঠাক হয় না। এর আগেও আপনার অনেক গান শুনেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এই প্রথম আপনার কন্ঠে ফকির লালন শাহ গান শুনে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর গান গেয়েছেন। এমন সুন্দর গান আপনার কণ্ঠে শুনতে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি গান এত সুন্দর ভাবে গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই কভার কৃত গান শুনে আমি মুগ্ধ। আপনি যেহেতু ফকির লালন শাহের গান ব্যবহার করেছেন সেহেতু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে, যদি তরিতে বাসনা জাগে, ধররে মন সাধুর সঙ্গ।এই গানটা কভার করে আমাদের মাঝে আশা করি শেয়ার করবেন।

 3 years ago 

ভাই,, এই গান আমি তো আগে কখনো শুনি নি, তবে একবার যখন বললেন অবশ্যই আমি শুনবো এবং কোন একদিন করার চেষ্টা করব। 🙏🙏

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115067.22
ETH 4145.27
USDT 1.00
SBD 0.61