দূর হোক মনের সকল কালিমা || শুভ দীপাবলী 🙏

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা। সেই সাথে প্রার্থনা করছি আমাদের জীবন থেকে সকল অন্ধকার যেন দূর হয়ে যায় এবং আলোর প্রদীপ শিখায় উদ্দীপ্ত হয়ে উঠুক প্রতিটি প্রাণের স্পন্দন। মনের কালিমা যেন আর না থাকে। সত্য ও সুন্দরের পথে থাকুক প্রতিটি প্রাণের স্পন্দন।

ভগবান শ্রীরাম যখন রাক্ষস রাজা রাবণকে পরাজিত করে মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় প্রবেশ করেন সেই দিন সমগ্র রাজ্যে প্রদীপ জ্বালিয়ে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়। বলা হয়ে থাকে সেই থেকেই এই অমাবস্যায় দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

IMG20221024180852.jpg

Location

আজকের দিনে প্রদীপ জ্বালানোর অর্থ শুধু এই না যে অমাবস্যার অন্ধকারটাকে দূর করা। বরং মনের কুচিন্তা ভাবনা, সব বাজে অভ্যাস, মিথ্যাকে ত্যাগ করে যেন সবাই সত্যের প্রদীপ শিখার নিচে আসে, সেই আহ্বানটাই জানানো হয়। সারা বিশ্বের সব জায়গাতেই সনাতন ধর্মাবলম্বীরা খুব উৎসবমুখর পরিবেশে আলোকসজ্জা করে দীপাবলি অনুষ্ঠান পালন করে থাকেন। ফোটানো হয় বাজি পটকা।

IMG20221024182950.jpg

Location

তবে এবারের দীপাবলি টা বিগত কয়েক বছরের থেকে বেশ ব্যতিক্রম লাগছে আমার কাছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর জন্য যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জন্য সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার তাই বাড়ির বাইরে বা ছাদে কোথাও প্রদীপ দিয়ে সাজানোর কোন উপায় নেই। বাজি ফাটিয়ে যে আনন্দ করব সেই উপায় টাও নেই। বলা যায় একদম সাদামাটা ভাবেই এবারের দীপাবলি টা চলে গেল। অথচ একটা সময় এই দিনটাকে ঘিরে প্ল্যানিং চলত একমাস আগে থেকেই। লুকিয়ে টাকা চুরি করে রাখতাম বাজি কিনব বলে। আবার হাতের ভিতর কতবার বাজি ফুটে ফোস্কা পরে গেছে!! দিনগুলোর কথা ভীষণ মনে পরছিল সন্ধ্যা থেকেই। চোখ বুজে কিছুক্ষণ সেই স্মৃতি গুলো নিয়েই ভাবছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম একা একাই।

IMG20221024183001.jpg

Location

আজ শ্যামা মায়ের পুজো হবে সারা রাত ধরেই। বৃষ্টির জন্য বের হতে পারব না হয়তো। দেখি সকালের দিকে কি হয়। মায়ের কাছে একটাই প্রার্থনা করি আমাদের সবার মনে যেন শুভ বুদ্ধির উদয় হয়। কারো মনে যেন বিন্দু মাত্র হিংসা না থাকে। আর আমরা যেন সত্য ও সুন্দরের পথে সর্বদা চলতে পারি। পৃথিবীর সকল প্রাণী যেন ভালো থাকে এবং সুস্থ থাকে।

জয় মা 🙏

Sort:  
 2 years ago 

শুভ দীপাবলি ভাইয়া। আসলে দীপাবলীযে সব ধরনের অন্ধকার কে দূরে ঠেলে আলো নিয়ে আসে এই বিষয়গুলো আমার জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আর একটা কথা ঠিক বলেছেন ঘূর্ণিঝড় সিত্রাং এর জন্য এবারের দীপাবলি একেবারে অসম্পূর্ণ হয়ে গেল। আপনারা তো দেখছি প্রদীপ জ্বালিয়ে এমনকি বাজি ফাটিয়ে আনন্দ করতে পারলেন না। কিন্তু তারপরেও পরিস্থিতিটা এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দেখে ভালো লাগলো।

 2 years ago 

এই বছর ঝড় বৃষ্টি সব কিছুই নষ্ট করে দিয়েছে আপু। ঘর বন্দী থেকেই দীপাবলি শেষ করতে হয়েছে। হয়তো পরের বছর আবার হবে সেই হারিয়ে যাওয়া আনন্দ। অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো আপু।

 2 years ago (edited)

শুভ দীপাবলী দাদা
আপনার মতো আমরা ও ঘরের ভিতর এবার দীপাবলী পালন ৷ কারন বিকালের পর থেকে বাকাসদ আর ঝিরিঝিরি বৃষ্টি ৷
যা হোক এই দীপাবলী তে আপনার মতো আমরা ও কামনা সকল অন্ধকার দুর হোক ৷ সকল কালিমা মুছে যাক ৷ জীবন হোক রঙিন
তবে কাল আমি দীপাবলী নিয়ে লিখবো

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। মা সকলের মঙ্গল করুক এই কামনাই করি। সকলের মনে শুভ বুদ্ধির উদয় হোক।

 2 years ago 

আপনাকেও দীপাবলীর শুভেচ্ছা দাদা। দীপাবলিতে অশুভ শক্তি ধ্বংস হয়ে ধরনীতে শুভ শক্তির আবির্ভাব হোক এই প্রত্যাশাই করি।

 2 years ago 

দেরিতে হলেও দীপাবলির শুভেচ্ছা রইলো দাদা। মা আমাদের সকলের কল্যাণ করুণ এই প্রার্থনাই করি। 🙏। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

এই দিনে খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সকলে বাড়িঘর সাজায় । এবারে বৃষ্টির কারণে আসলেই আপনাদের এই পূজার আনন্দ একদম ম্লান হয়ে গিয়েছে। ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো দেখতে বেশ ভালই লাগে। এই পূজা কেন পালিত হয় জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারলাম।

 2 years ago 

সত্যিই তাই, বৃষ্টির জন্য কোন আনন্দই করতে পারি নি। সব পন্ড হয়ে গেছে ☹️। বেচেঁ থাকলে পরের বার আবার। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঘূর্ণিঝড় সিত্রাং এর জন্য সারা দেশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই অবস্থার মাঝে আনন্দ করা হয়তো সম্ভব নয়। তবে দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। সবার মন থেকে যেন সকল হিংসা দূর হয়ে যায় এই প্রত্যাশা করি সবসময়। যাই হোক ছোটবেলায় বাজি ফাটানোর জন্য অনেক প্ল্যানিং চলত। সেই দিন গুলো আজ শুধুই অতীত।

 2 years ago 

অনেক সুন্দর করে মন্তব্য করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে। আর ফেলে আসা সেই দিনগুলো আজও সোনালি দিন হয়ে আছে আমার জীবনে। ❤️

 2 years ago 

আপনাকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসবে হিংসা বিদ্বেষ ভুলে এক হোক সবাই এ প্রত্যাশা করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমিও আপনার সাথে একমত এই দীপাবলির দিনে আমরাদের সবা্যই আমাদের মনের কালিমা, হিংসা অহংকার, প্রতিহিংসা সব দূর করে মানুষের পাশে দাঁড়াই এবং নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি এই কামনাই রইল। আপনি মনে মনে যে বিষয়টি নিয়ে মুচকি হেসে ভেবেই যাচ্ছেন আপনার দেখে আমারও অনেক হাসি পাচ্ছিল, তাই হেসে নিলাম। আসলে এরকম ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় যেগুলো মনে করে এরকম মুচকি হাসা চলে আসে। তবে ভাই ঘূর্ণিঝড় সিত্রাং কিন্তু অনেক ভয়াবহ আকার ধারণ করেছে জানি না উপকূলীয় মানুষগুলোর কি অবস্থা কেমন আছে তারা। সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যাতে সহিসালামতে রাখে এবং এই মহা দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে।

 2 years ago 

শৈশব স্মৃতি গুলো মনে পরলে সত্যিই অনেক হাসি পায়। জীবনের সোনালি দিন ওগুলো। ঘূর্ণিঝড় বেশ ক্ষয় ক্ষতি করে দিয়ে গেছে উপকূলীয় এলাকার মানুষদের। দ্রুত তারা যেন আবার আগের মত নরমাল জীবনে ফিরে আসতে পারে এই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলী দাদা।

শুভ দীপাবলী আমাদের সকলের মনের আশা পূর্ণ হোক । আমরা সকলে যেন হিংসা বিদ্বেষ ভুলে খুবই সুন্দর সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে এই আশাবাদী ব্যক্ত করি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

আজ প্রথম আমি জানতে পারলাম যে দীপাবলি উৎসব কেন উদযাপন করা হয়। এমনিতে আপনাদের এই উৎসবটা আমার খুব ভালো লাগে। কারণ এই উৎসবের মাধ্যমে চারিদিক অনেক সুন্দর ভাবে আলোকিত করে তোলে। তার ওপর যখন প্রদীপ গুলো জ্বালিয়ে ঘর সাজায় দেখতে খুব চমৎকার লাগে। আপনাকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

পোষ্ট টা যে মন দিয়ে পড়েছেন এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এবার বৃষ্টির কারণে বাড়ির বাইরের দিক গুলো খুব একটা আলোকিত করা যায় নি। আশা করি পরের বার সব হবে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68381.81
ETH 2449.96
USDT 1.00
SBD 2.63