গানের আড্ডায় ।। পার্ট-৪ ।। দুই ভাইয়ের পাগলামো

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,
আশা করি সবাই ভাল আছেন। গতকাল রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরম অনেকটাই নেই। আজকেও তাই। রোদ উঠেছে বাইরে। কিন্তু বাতাস টাও আছে বেশ। সব মিলিয়ে খুব একটা খারাপ যাচ্ছে না দিন।

আজকে আবারও গানের আড্ডার পোস্ট নিয়ে বসলাম। এরপর আর এক পর্ব আছে। তারপরেই শেষ। ভালই লাগছিল আমার কাছে এই পর্ব গুলো আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে। আসলে এমন মুহূর্ত তো সব সময় হয়ে ওঠে না। ইচ্ছে থাকলেও পরিস্থিতি অনেক কিছু করতে দেয় না সবসময়।

আজকের পোস্ট টা অনেক টা পাগলামো ধরনের। মাইলস এর নিঃস্ব করেছো আমায় এই গান টা গেয়েছি অল্প একটু।

সত্যি বলতে আমরা স্কুল কলেজ লাইফে বন্ধু দের সাথে কম বেশি সবাই গানের আড্ডা দিয়েছি। আর ওই সময় নিঃস্ব করেছো আমায় এই গানটা চিৎকার করে করেনি এমন বন্ধুদের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না একদম। গলা ছেড়ে গানটা গাইতাম। অনেক দিন পর রাজীবের সাথে বসে সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ছিল। কত পাগলামো করেছি এই রকম গানগুলো দিয়ে। আমার মনে হয় আপনাদেরও এমন মজার মজার স্মৃতি আছে তাই না?
আজ এখানেই রাখছি।

সকলে ভালো থাকবেন।
অকৃতজ্ঞ মানুষের থেকে দূরে থাকবেন।

Sort:  
 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন সেই সাথে দুই ভাই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো।

সত্যি বলতে আমরা স্কুল কলেজ লাইফে বন্ধু দের সাথে কম বেশি সবাই গানের আড্ডা দিয়েছি

আপনার এরকম গানের আড্ডা দেখে সত্যিই স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে পড়াকালীন অবস্থায় টিফিন টাইমে বন্ধুদের সঙ্গে এরকম গানের আড্ডায় মেতে উঠতাম সকলে। সে দিন গুলো এখন শুধুই স্মৃতি।

 2 years ago 

পুরোনো ওই দিনগুলো আরেকটা বার যদি ফিরে পেতাম! শত কান্না লুকিয়ে একটু খানি যেন নিজেকে খুঁজে পেতাম।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনার গানের ভয়েস জোশ। আপনার গান যখনি শুনি তখনই মন শান্ত হয়ে যায়। আমরাও মাঝে মাঝে গানের আড্ডা দেই সব বন্ধুরা মিলে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। গান এভাবেই চালিয়ে যান।

 2 years ago 

ভালো লাগলো ভাই এত সুন্দর মন্তব্য পেয়ে ❤️❤️

 2 years ago 

ওয়াও ভাইয়া আজকে দেখি দুজনে মিলে অনেক সুন্দর করে গান গেয়েছেন। গানটি আপনাদের দুজনের গলায় যা মানিয়েছে না! গিটারের সাথে আপনাদের দুজনকে খুব সুন্দর ভাবে তাল মিলিয়ে গানটি গেয়েছেন। গানটি খুবই সুন্দর একটি গান। আমার কাছে ভীষণ ভালো লাগে গানটি শুনতে। ধন্যবাদ গানটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আড্ডা জমাতে সব কিছুই করেছি আপু। অনেক। ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনার গান শুনতে শুনতে কেন জানি আপনার সাথে তাল মিলিয়ে আমারও ভীষণ ইচ্ছে করছে গান গাইতে। নিঃস্ব করেছ আমায় এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। দুই বন্ধু মিলে খুবই সুন্দরভাবে তালে তাল মিলিয়ে গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেরি না করে এখনই গলা মিলিয়ে গানটা টা গাইতে শুরু করেন ভাই। হিহিহিহি। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার গানের আড্ডা বেশ ভালো লাগলো। মাইলস এর নিঃস্ব করেছ আমায় গান আমিও অনেক শুনতাম ।তবে আপনার মত এসব স্মৃতি আমার তেমন নাই। তবে আপনাদের দুই ভাইয়ের এখানে আড্ডা খুব বেশ জমে ছিল দেখে ভালো লাগছে। অনেকদিন পর আপনার পোস্ট দেখতে পেলাম। এতসুন্দর গান আড্ডা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গানটা আসলে সবারই অনেক বেশি প্রিয় আপু। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ❤️

 2 years ago 

আমি মনে করে আমাদের বাংলা ব্লগে সকল শ্রেণীর লোক প্রয়োজন। যারা বিভিন্ন প্রকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করে বাংলা ব্লগকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। খুব ভালো লাগলো ভাই।

 2 years ago 

খুব চমৎকার কথা বলেছেন ভাই। ভালো লাগলো এত সুন্দর মন্তব্য পেয়ে ❤️

 2 years ago 

অনেক ভালো গান করেন ভাই আপনি। খালি গলার গানটি বেশ ভালো লাগছে ভাই আমার কাছে। খালি গলায় গান গাও বেশ কঠিন। সেই সাথে আপনার বন্ধু এবং আপনি সুন্দর উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই 🙏

 2 years ago 

আপনাদের গানের আড্ডা দেখলে সত্যি আমার হিংসা হয়। ইস যদি আপনাদের গানের আড্ডায় কখনো উপস্থিত থাকতে পারতাম।

মাইলস আমার অনেক পছন্দের একজন শিল্পী এবং এই গানটা আমার পছন্দের। দারুণ ছিল ভাই।

ফিরিয়ে দাও
আমার প্রেম তুমি
ফিরিয়ে দাও

আপনাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করলাম হি হি।।

 2 years ago 

হাহাহাহাহা। চিন্তা নেই কোন একদিন একসাথে সবাই বসবো। অনেক গান হবে সেদিন। ❤️

 2 years ago 

☺☺👌👌

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66011.09
ETH 3480.06
USDT 1.00
SBD 3.17