কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তীতে ।। পুরানো সেই দিনের কথা

in আমার বাংলা ব্লগ2 years ago

"যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও , কাঁটা দিও না ; তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও , পঙ্ক দিও না।"

আজ ২৫ শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তী। আজকের এই বিশেষ দিনে কবিগুরুর প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

সত্যি বলতে কবিগুরু প্রতিটি বাঙালির রক্তে মিশে আছেন। আমরা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া নিজেদের অস্তিত্বকেই কল্পনা করতে পারবোনা। বাংলা ভাষাকে যিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলা সাহিত্যকে যিনি বিশ্ব দরবারে পরিচিত করেছেন। এমন মহাপুরুষ পৃথিবীতে বারেবারে জন্মায় না। তিনি একবারই এসেছিলেন। পুরো পৃথিবীকে দিয়ে গেছেন তার সাহিত্যকর্ম। দিয়ে গেছেন বেঁচে থাকার মন্ত্র।

কবিগুরু কে নিয়ে কোন কিছু বলার স্পর্ধা আমার নেই। অনন্ত অসীমে তার বিচরণ। কবিগুরুর এই জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা রেখে তার এক অমর কীর্তি আপনাদের সবার মাঝে শেয়ার করে নেয়ার চেষ্টা করছি।

খালি গলায় পুরোটা রেকর্ড করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙏🙏।

গানের কথা :

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখে দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়

আয় আর একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখে দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়

মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়

হায়, মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা
প্রাণের মাঝে আয়

এই গানটা আমাদের সবার অনেক প্রিয়। বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। কবি গুরু এত দারুন ভাবে লিখেছেন আমাদের ভেতরে একদম দোলা দিয়ে যায়।

মাঝে মাঝে মনে হয় আমরা যারা বাঙালি আছি তারা যদি কবি গুরুকে না পেতাম আমাদের নিজেদের অস্তিত্ব কে খুঁজে পেতাম তো তাহলে!! তার রচিত গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ছোট গল্প, নাটক আমাদের জীবনে ছন্দ এনে দিয়েছে। দিয়েছে বেঁচে থাকার নতুন আশা।

সত্যি বলতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি বিশ্ব কবিকে নিয়ে লিখতে বসে। এমন হাওয়া টাই স্বাভাবিক তো। যাকে নিয়ে গবেষণা করতে গিয়ে যুগ যুগ কেটে যাচ্ছে হাজারো মানুষের। সেখানে আমি ক্ষুদ্রের চাইতেও ক্ষুদ্র।

আজ আর লিখছি না। সবশেষে কবি গুরুকে প্রণাম জানিয়ে তার বিখ্যাত কিছু লাইন দিয়ে শেষ করছি।

” মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে ; তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব । স্বার্থের দিক এবং পরমার্থের দিক , বন্ধনের দিক এবং মুক্তির দিক , সীমার দিক এবং অনন্তের দিক– এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে ।”

Sort:  
 2 years ago 

অসাধারণ হয়েছে ভাই। একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠটা দারুণ এজন্য খালি গলায়ও গানটা শ্রুতিমধুর লাগছে। এবং প্রথম উপদেশটা মেনে চলার উপযুক্ত সময় এখন। সবমিলিয়ে দারুণ ছিল দাদা।

 2 years ago (edited)

অনেক ভালো লাগলো ভাই এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ভালোবাসা রইলো।

 2 years ago 

ওয়াও দারুন লাগলো অনেকদিন পর গানটা শুনলাম আপনার কন্ঠে। খুব সুন্দর ভাবে পরিবেশন করলেন আমাদের মাঝে চমৎকার লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। পাশে থাকবেন সবসময়।

 2 years ago 

রবি ঠাকুরের জন্মজয়ন্তী আসলেই প্রত্যেকটা বাঙালির জীবনে একটি বিশেষ দিন। খালি গলায় হলেও গানটি চমৎকার গেয়েছেন। আমার অত্যন্ত পছন্দের একটি গান। সামনের হ্যাংআউটে আপনার কাছ থেকে একটি গান শোনার প্রত্যাশা রইলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই খুব ভালো লাগলো এত ভালো একটা মন্তব্য পেয়ে। তবে ভাই আমি কিছু ব্যক্তিগত কারণে হ্যাং আউটে থাকছি না। কিছুটা সময় গেলে আবার যুক্ত হব আগের মত। ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

একদম রবি ঠাকুরকে ছাড়া বাংলার সংস্কৃতি,সাহিত্যকে কল্পনা করায় মুশকিল।আর ওনার জন্মজয়ন্তী উপলক্ষে দারুন একটি গান নির্বাচন করেছেন।আর আপনার সুন্দর কন্ঠে অসাধারণ হয়েছে।🖤

 2 years ago 

ভালো লাগলো অনেক আপনার মন্তব্য পেয়ে। ভালোবাসা রইলো ভাই ।

 2 years ago (edited)

রবীন্দ্র সংগীত আমি খুব শুনি ।কবে আপনার কণ্ঠে এই গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই।কিছুদিন আগে আমি আপনার একটা গান শুনেছিলাম।খুব ভালো গান করেন আপনি ভাই।খালি গলায় এই গানটি অসাধারণ গেয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ্ এমন ভালো কথা শুনলে মন এমনি ভালো হয়ে যায়। অনেক ভালোবাসা রইলো ভাই।

 2 years ago 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে আপনি দারুন একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার গাওয়া রবীন্দ্র সংগীতটি অনেক বিখ্যাত। এই রবীন্দ্র সংগীত আমার ভীষণ ভালো লাগে আপনার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত অনেক সুন্দর লাগছে। এত সুন্দর ভাবে রবীন্দ্রসঙ্গীত আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু। পাশে থাকবেন সবসময়।

 2 years ago 

অসাধারণ ভাই আপনার কন্ঠে কবিগুরুর গানটি শুনে খুবই মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গানটি পরিবেশন করেছেন। বেশ দারুন হয়েছে। আসলে কবিগুরুর গানগুলো আমাদের বাঙালি সংস্কৃতির একটি বিশেষ অংশ। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সবসময় এভাবে পাশে থাকার জন্য। ❤️

 2 years ago 

আপনিতো দেখছি ভাই রবীন্দ্রসঙ্গীত খুব ভালোভাবেই গাইতে পারেন। আর আপনার যে এত সুন্দর কন্ঠ রয়েছে তা তো আমার আগে জানা ছিল না। আশাকরি রবীন্দ্রনাথের জন্মদিন টা ভালো ভাবে উদযাপন করেছেন।

 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। আপনি খালি গলায় খুব সুন্দর ভাবে এই অসাধারণ গানটি গেয়েছেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে খুবই শ্রুতিমধুর লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago (edited)

প্রথমেই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রনাম। ভাই পোষ্ট টি মিস করে গিয়েছিলাম। এই গানটি আমার বাবা গাইতেন যদিও এখন তিনি বয়সের জন্য গান গাওয়া ছেড়ে দিয়েছেন। আপনার কন্ঠে কিন্তু দারুন লেগেছে । আপনার কন্ঠ সুন্দর চেষ্টা ছাড়বেন না। ভাল থাকবেন । আরো শুনতে চাই কিন্তু।

 2 years ago 

দাদা, খুব খুশি হয়েছি আপনার মন্তব্য পেয়ে। মাঝে মাঝে গাইতে চেষ্টা করি। যখন মন চায়। এবাবে পাশে থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74