যোগ - বিয়োগ (+,-)🤡

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার,,

আজ ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। প্রতিবছর এই দিনে সকল বোন ভাইয়ের মঙ্গল কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে পুজো দিয়ে তার কপালে আশীর্বাদ স্বরূপ ফোটা পরিয়ে দেয়। আমিও আমার বড় বোনের কাছ থেকে মোটামুটি প্রতিবছর ভাইফোঁটা নিয়ে থাকি। এবারও তেমন টাই প্ল্যান ছিল। ইচ্ছে ছিল গতকাল বুধবার দিদির বাড়ি চলে যাব। আর সেখানে গিয়ে আজ সকালে ভাইফোঁটা নিয়ে আবার মাসির বাড়ি যাব। ওখানে ছোট বোন টা অনেকদিন ধরে আশা করে আছে আমাকে ভাইফোঁটা দিবে বলে। কিন্তু ভাগ্য আর আমার সহায় হলো না। আর্জেন্ট কিছু কাজে আমাকে ঢাকাতে রওনা দিতে হলো আজকেই। সমস্ত প্ল্যানিং এক নিমিষেই ভেস্তে গেল। কিছু করার ছিল না আসলে।

IMG20221027130544.jpg

Location

সকাল বেলা ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিলাম তখন ভাবতেও পারিনি আমার জন্য ফোনে আজকের দিনে বিশেষ একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। দেখি দিদিভাই আমাকে খুব মিষ্টি করে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ করে ভাইফোঁটা দিয়েছে 😊। আমি কি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। মনটাকে ভালো করে দেওয়ার জন্য যেন এই একটা মুহূর্ত খুব দরকার ছিল সত্যি। দিদিভাই কে নিয়ে শুধু এটুকুই বলবো, ঈশ্বর নিজে আশীর্বাদ স্বরূপ আমাকে এমন একটা বোন উপহার দিয়েছেন। তানাহলে এত দূর থেকে এভাবে ভাই বোনের এই সম্পর্ক কখনোই গড়ে উঠতো না। ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করি , অটুট থাকে যেন সারাজীবন ভাই বোনের এই বন্ধনটা। 🙏🙏

IMG20221027132557.jpg

IMG20221027132910.jpg

Location

আজকের পোস্টের টাইটেল টা দিয়েছি যোগ বিয়োগ। আসলে এমন ভাবে লেখার কারণ হচ্ছে , আমাদের জীবনে প্রতিটা দিন কখন কোন মুহূর্ত এসে হাজির হচ্ছে আমরা একদম কিছুই জানি না। হতে পারে সেটা ভালো অথবা হতে পারে সেটা খারাপ। কখনো জীবনের জার্নিতে নতুন কিছু যোগ করে দিয়ে যাচ্ছে। নয়তোবা জীবন থেকে কিছু মুহূর্ত ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর প্ল্যানিং করে কি সব কিছু হয়? জীবনের এই পর্যায়ে দাড়িয়ে প্ল্যানিং জিনিসটা একদম ভালো লাগে না আর। আমার জীবনে যতবার প্ল্যানিং করেছি ততবার হেরেছি। নয়তো বা ঠকেছি। এখন তাই হুট করে যা হয় সেটাই মেনে নেই, মেনে নিতেও ভালোবাসছি দিন দিন।

এই লেখাটা যখন লিখছি তখন বিকাল তিনটা পার হয়ে গেছে। ঢাকায় ঢুকতে আজ সেই যমুনা ব্রিজ থেকে জ্যাম পোহাতে হয়েছে। সত্যি বলতে ভালো লাগে না এই শহরটা একদম। দমবন্ধ করে আসতে হয় তবু। জীবনের সরল অঙ্কে যোগ বিয়োগের হিসাব মেলাতেই এই ছুটে চলা। আগেও ছুটেছি, আর এখনও ছুটছি .......................

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া সকল ইচ্ছে সব সময় পূর্ণ হবার নয়।আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি কোন জরুরি কাজের জন্য হয়তো বা দিদির বাসায় যেতে পারেননি। অনেক সময় না ভাবলেও অনেক কিছু পাওয়া যায়, যেমন আপনার দিদি আপনাকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ করে ভাইফোঁটা দিয়েছে 😊। সত্যিই অনেক আনন্দের ব্যাপার।হুট করে যা হয় সেটাই মেনে নেওয়া স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর করে নিজের মন্তব্য করেছেন আপু। সত্যি বলতে হঠাৎ করে পাওয়া আনন্দ গুলোই সবথেকে বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া তাহলে তো খুব সকাল সকাল আপনি বড় একটি সারপ্রাইজ পেয়ে গিয়েছেন । (দিদিভাই) নিশ্চয়ই আমাদের বৌদি আপনাকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়েছে । আপনি আসলেই অনেক লাকি এ রকম একটি দিদি পেয়েছেন । আসলে আমাদের জীবনে সবকিছু হিসাব মত হয়ে ওঠে না ।প্ল্যানিং করে আসলে সব কিছু করা যায় না । এজন্য হুটহাট যেটা হয় সেটা অনেক সময় ভালোর জন্যও হয় । বেশ ভালো লাগলো ।ধন্যবাদ ।

 3 years ago 

হ্যাঁ আপু ঠিক ধরেছেন। আর আমি সত্যিই অনেক লাকি আমার চারপাশে আপনাদের মত এত ভালো মানুষদেরকে পেয়ে। অনেক ভালো থাকবেন আপু। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আমার অনেক হিন্দু ধর্মাবলম্বী বন্ধু আছে। তাদের মুখে সারাজীবন ভাই ফোটার কথা শুনে এসেছি। এরা যে কি আনন্দ পায় এই ভাই ফোটার দিন আমি তা নিজে দেখেছি। ভাই বোনের ভালবাসার একটি সুন্দর মুহূর্ত তখন দেখা যায়। আপনার যোগ-বিয়োগ টাইটেল আমার ভাল লেগেছে। যাই হোক আপনি ঢাকা যে উদ্দেশ্যেই আসছেন আশা করি সাকসেস হবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, দিনটা প্রতিটা ভাই বোনের জন্য অত্যন্ত স্পেশাল। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই।

 3 years ago 

হায় হায় আপনি ঢাকা পৌঁছে গিয়েছেন? খুবই বিপদের কথা😛। বাড়ি থেকে পালাতে হবে দেখছি। যাই হোক অনেক সময় আমাদের এমন হয় যে আমরা যেভাবে প্লান করি ঠিক তার উল্টো হয়। আসলে সব কিছুই আমাদের ভাগ্যে লেখা থাকে কখন কি হবে । আর জীবনে চলার পথে কিছু কিছু ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। ঠিক তেমনিও আপনি দিদিভাইকে পেয়েছেন। আসলেই ভাল একজন মানুষ। তার জন্য এবং আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

যতোই পালিয়ে যান,, নেটওয়ার্কের ভেতরেই ধরে ফেলব আপনাকে 😅। কোন ছাড় নেই। 🤪।
দিদিভাই তো দিদিভাই। সহজ সরল আর নির্ভেজাল মনের একজন মানুষ। অনেক ভালো থাকবেন আপু। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই ফোটায় বোনেরা অপেক্ষায় থাকে ভাইদের কাছে পাওয়ার জন্য।বন্ধন অটুট রাখতে ও মঙ্গল কামনা করতে ।আপনি জরুরি কারণে ঢাকায় যাওয়ায় যেতে পারেননি।এটাই জীবন,এটাই বাস্তবতা। ছুটে চলা।তবে বোনেরা ভাইদের মঙ্গল সব সময় চায়। আপনার ও আপনার বোনের জন্য শুভ কামনা।শুভ ভাইফোটা।

 3 years ago 

অনেক সুন্দর করে নিজের অনুভূতি গুলো ব্যক্ত করেছেন আপু। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112833.00
ETH 4196.59
USDT 1.00
SBD 0.86